নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্টের হিসাব শাখায় থাকা দুটি পুরোনো সিন্দুকে কী আছে তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছিল।
আজ বুধবার সিন্দুক দুটি কাটার সময় দেখার জন্য ভিড় করেন উৎসুক জনতা। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় গ্যাস কাটার দিয়ে সিন্দুক দুটি কাটা হয়।
এর মধ্যে একটিতে বান্ডিল করা টাকা, পুরোনো চিঠি, সিলমোহর, চাবি এবং পাকিস্তান আমলের কিছু ধাতব মুদ্রা পাওয়া যায়। এ ছাড়া অপরটিতে পাউডারের মতো মাটি পাওয়া যায়। ভেতরে পানি প্রবেশ করায় যা আঠালো হয়ে গেছে।
সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সিন্দুক দুটি বেশ পুরোনো। তবে কত আগের সেটি বলা সম্ভব নয়। এর মধ্যে একটিতে ২০০৮ সালের ফৌজদারি মামলার নথি ছিল। যাতে ১৪ হাজার টাকার উল্লেখ আছে।’
‘ধারণা করছি, এখানে ১৪ হাজার টাকা ছিল। এ ছাড়া পুরোনো চিঠি, সিলমোহর, চাবি এবং পাকিস্তান আমলের কিছু ধাতব মুদ্রা ছিল’ বলে জানান তিনি।
সুপ্রিম কোর্ট প্রশাসনের কোর্ট কিপার বশির আহমেদ হিরা আজকের পত্রিকাকে বলেন, ‘সিন্দুক দুটি কত আগের সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে ধারণা করছি, পাকিস্তান আমলে এখানে আদালতের কার্যক্রম শুরু হওয়ার পর এসব সিন্দুক তৈরি করা হয়েছিল।’
তিনি আরও জানান, সিন্দুক দুটি নিলামে বিক্রি করার সময় শর্ত ছিল ভেতরে থাকা জিনিসপত্র খুলে দিয়ে যেতে হবে। সে জন্যই এগুলো কাটা হয়।

সুপ্রিম কোর্টের হিসাব শাখায় থাকা দুটি পুরোনো সিন্দুকে কী আছে তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছিল।
আজ বুধবার সিন্দুক দুটি কাটার সময় দেখার জন্য ভিড় করেন উৎসুক জনতা। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় গ্যাস কাটার দিয়ে সিন্দুক দুটি কাটা হয়।
এর মধ্যে একটিতে বান্ডিল করা টাকা, পুরোনো চিঠি, সিলমোহর, চাবি এবং পাকিস্তান আমলের কিছু ধাতব মুদ্রা পাওয়া যায়। এ ছাড়া অপরটিতে পাউডারের মতো মাটি পাওয়া যায়। ভেতরে পানি প্রবেশ করায় যা আঠালো হয়ে গেছে।
সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সিন্দুক দুটি বেশ পুরোনো। তবে কত আগের সেটি বলা সম্ভব নয়। এর মধ্যে একটিতে ২০০৮ সালের ফৌজদারি মামলার নথি ছিল। যাতে ১৪ হাজার টাকার উল্লেখ আছে।’
‘ধারণা করছি, এখানে ১৪ হাজার টাকা ছিল। এ ছাড়া পুরোনো চিঠি, সিলমোহর, চাবি এবং পাকিস্তান আমলের কিছু ধাতব মুদ্রা ছিল’ বলে জানান তিনি।
সুপ্রিম কোর্ট প্রশাসনের কোর্ট কিপার বশির আহমেদ হিরা আজকের পত্রিকাকে বলেন, ‘সিন্দুক দুটি কত আগের সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে ধারণা করছি, পাকিস্তান আমলে এখানে আদালতের কার্যক্রম শুরু হওয়ার পর এসব সিন্দুক তৈরি করা হয়েছিল।’
তিনি আরও জানান, সিন্দুক দুটি নিলামে বিক্রি করার সময় শর্ত ছিল ভেতরে থাকা জিনিসপত্র খুলে দিয়ে যেতে হবে। সে জন্যই এগুলো কাটা হয়।

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
২ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
২ ঘণ্টা আগে