নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আলোক প্রজ্বালন কর্মসূচিতে বাধা ও লাঠিপেটার অভিযোগ উঠেছে পুলিশ বিরুদ্ধে। ধাওয়ার মুখে বেশ কয়েকবার ছত্রভঙ্গ হলেও শিক্ষার্থীরা একাধিকবার সংগঠিত হয়ে কর্মসূচি পালনের চেষ্টা করে। এ সময় আন্দোলনকারীরা তর্কে জড়ায় পুলিশ সদস্যদের সঙ্গে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনার এবং বালুর মাঠ সড়কে এ ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের উত্তেজনা বিরাজ করছিল। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সড়কে মিছিল করে কর্মসূচি সমাপ্ত করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা থেকেই শহীদ মিনারে জড়ো হতে শুরু করে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে যুক্ত হতে দেখা যায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা সভাপতি ধীমান সাহা জুয়েলকে। তিনি একজন অভিভাবক হিসেবে নিজের সন্তানকে নিয়ে হাজির হয়েছেন বলে জানান।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল শহীদ মিনার প্রাঙ্গণে প্রবেশ করে সবাইকে বেরিয়ে যেতে বলেন। শিক্ষার্থীরা অনুরোধ করলেও তাদের অনুরোধ না রেখে পুলিশ ধাওয়া দেয়। পরে শহীদ মিনারের গেটে দাঁড়িয়ে শিক্ষার্থীরা জড়ো হয়ে এর প্রতিবাদ জানাতে থাকে। শহীদ মিনারের ভেতর ফের প্রবেশের চেষ্টা করলে বাধা দেওয়া হয় শিক্ষার্থীদের।
সন্ধ্যায় পৌনে ৭টার দিকে শিক্ষার্থীরা শহরের বালুর মাঠ সড়ক দিয়ে মিছিল বের করে। সঙ্গে সঙ্গেই পেছন থেকে তাদের ধাওয়া দেয় পুলিশ। ধাওয়ার মুখে শিক্ষার্থীরা বালুর মাঠ সড়কের ইসলাম হার্ট সেন্টারের সামনে অবস্থান নেয়। সেখানে দাঁড়িয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়ায় কয়েকজন নারী শিক্ষার্থী। জড়ো হওয়া শিক্ষার্থীদের মধ্যে একজন একজন করে ধরে নেওয়ার চেষ্টা করলেও শিক্ষার্থীদের বাধার মুখে ছেড়ে দেয় পুলিশ। এ সময় কয়েকজনকে লাঠিপেটা করে পুলিশ।
সোয়া সাতটার দিকে শিক্ষার্থীরা সড়কের ফুটপাতে দাঁড়িয়ে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করতে চাইলে ফের বাঁধা ও লাঠিপেটা করে পুলিশ। বাঁধার মুখে টিকতে না পেরে শহরের বঙ্গবন্ধু সড়কে নেমে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি গলাচিপা এলাকায় পৌঁছালে পুলিশ ধাওয়া দেয়। এতে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলকারীরা।
কর্মসূচির বিষয়ে সুজনের জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল বলেন, ‘আজকে শিক্ষার্থীরা নিহত শহীদদের স্মরণ করে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করতে চেয়েছিল। কিন্তু পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। আমরা পুলিশকে একাধিকবার অনুরোধ করেছি আমাদের শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করতে দেওয়ার জন্য। কিন্তু তারা নিরীহ নিরস্ত্র শিক্ষার্থীদের সামনে দাঙ্গা পুলিশ এনে মুখোমুখি করেছে। আমরা এই ঘটনার নিন্দা জানাই।’
আন্দোলনরত শিক্ষার্থীদের একজন মুনিয়া প্রত্যাশা। তিনি বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ লাঠিপেটা করেছে। মোমবাতি প্রজ্বালনের মতো কর্মসূচি করতে তারা দেয় না। আমরা তো কোনো অন্যায় করতে আসিনি। আমরা এসেছি আমাদের ওপর অন্যায়ের প্রতিবাদ করতে। যেখানে পুলিশের নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে তারা নিরস্ত্র ছাত্রদের গুলি করে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে জড়ো হয়েছি।’
শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘তারা মোমবাতি প্রজ্বালন, মশাল মিছিল, বিক্ষোভ মিছিল করবে এমন তথ্য ছিল। তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের লাঠিপেটা করা হয়নি।’

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আলোক প্রজ্বালন কর্মসূচিতে বাধা ও লাঠিপেটার অভিযোগ উঠেছে পুলিশ বিরুদ্ধে। ধাওয়ার মুখে বেশ কয়েকবার ছত্রভঙ্গ হলেও শিক্ষার্থীরা একাধিকবার সংগঠিত হয়ে কর্মসূচি পালনের চেষ্টা করে। এ সময় আন্দোলনকারীরা তর্কে জড়ায় পুলিশ সদস্যদের সঙ্গে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনার এবং বালুর মাঠ সড়কে এ ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের উত্তেজনা বিরাজ করছিল। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সড়কে মিছিল করে কর্মসূচি সমাপ্ত করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা থেকেই শহীদ মিনারে জড়ো হতে শুরু করে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে যুক্ত হতে দেখা যায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা সভাপতি ধীমান সাহা জুয়েলকে। তিনি একজন অভিভাবক হিসেবে নিজের সন্তানকে নিয়ে হাজির হয়েছেন বলে জানান।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল শহীদ মিনার প্রাঙ্গণে প্রবেশ করে সবাইকে বেরিয়ে যেতে বলেন। শিক্ষার্থীরা অনুরোধ করলেও তাদের অনুরোধ না রেখে পুলিশ ধাওয়া দেয়। পরে শহীদ মিনারের গেটে দাঁড়িয়ে শিক্ষার্থীরা জড়ো হয়ে এর প্রতিবাদ জানাতে থাকে। শহীদ মিনারের ভেতর ফের প্রবেশের চেষ্টা করলে বাধা দেওয়া হয় শিক্ষার্থীদের।
সন্ধ্যায় পৌনে ৭টার দিকে শিক্ষার্থীরা শহরের বালুর মাঠ সড়ক দিয়ে মিছিল বের করে। সঙ্গে সঙ্গেই পেছন থেকে তাদের ধাওয়া দেয় পুলিশ। ধাওয়ার মুখে শিক্ষার্থীরা বালুর মাঠ সড়কের ইসলাম হার্ট সেন্টারের সামনে অবস্থান নেয়। সেখানে দাঁড়িয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়ায় কয়েকজন নারী শিক্ষার্থী। জড়ো হওয়া শিক্ষার্থীদের মধ্যে একজন একজন করে ধরে নেওয়ার চেষ্টা করলেও শিক্ষার্থীদের বাধার মুখে ছেড়ে দেয় পুলিশ। এ সময় কয়েকজনকে লাঠিপেটা করে পুলিশ।
সোয়া সাতটার দিকে শিক্ষার্থীরা সড়কের ফুটপাতে দাঁড়িয়ে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করতে চাইলে ফের বাঁধা ও লাঠিপেটা করে পুলিশ। বাঁধার মুখে টিকতে না পেরে শহরের বঙ্গবন্ধু সড়কে নেমে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি গলাচিপা এলাকায় পৌঁছালে পুলিশ ধাওয়া দেয়। এতে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলকারীরা।
কর্মসূচির বিষয়ে সুজনের জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল বলেন, ‘আজকে শিক্ষার্থীরা নিহত শহীদদের স্মরণ করে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করতে চেয়েছিল। কিন্তু পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। আমরা পুলিশকে একাধিকবার অনুরোধ করেছি আমাদের শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করতে দেওয়ার জন্য। কিন্তু তারা নিরীহ নিরস্ত্র শিক্ষার্থীদের সামনে দাঙ্গা পুলিশ এনে মুখোমুখি করেছে। আমরা এই ঘটনার নিন্দা জানাই।’
আন্দোলনরত শিক্ষার্থীদের একজন মুনিয়া প্রত্যাশা। তিনি বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ লাঠিপেটা করেছে। মোমবাতি প্রজ্বালনের মতো কর্মসূচি করতে তারা দেয় না। আমরা তো কোনো অন্যায় করতে আসিনি। আমরা এসেছি আমাদের ওপর অন্যায়ের প্রতিবাদ করতে। যেখানে পুলিশের নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে তারা নিরস্ত্র ছাত্রদের গুলি করে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে জড়ো হয়েছি।’
শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘তারা মোমবাতি প্রজ্বালন, মশাল মিছিল, বিক্ষোভ মিছিল করবে এমন তথ্য ছিল। তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের লাঠিপেটা করা হয়নি।’

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১০ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২১ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে