নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একটি শিশুর (১৫) পরিচয় পাওয়া যাচ্ছে না। মাথায় গুলিবিদ্ধ ওই শিশুকে ৫ আগস্ট অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পক্ষ থেকে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন,‘৫ আগস্ট সন্ধ্যার দিকে কয়েকজন লোক শিশুটিকে আমাদের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তার মাথার পেছন দিক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। শিশুটির নাম রাকিব বলে জানিয়েছিলেন তাঁরা।’
কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আহত হয়ে শিশুটি থানার পাশে রাস্তার ওপরে অচেতন অবস্থায় পড়ে ছিল বলে হাসপাতালে নিয়ে আসা লোকজন জানান। তবে শিশুটির পরিচয় জানাতে পারেননি তাঁরা।
ইউসুফ আলী আরও বলেন, আজ রোববার বিকেল পর্যন্ত শিশুটির খোঁজে কেউ আসেননি। হাসপাতালের পক্ষ থেকে তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তাকে ওষুধ ও চিকিৎসা দেওয়া হচ্ছে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো আইসিও বিভাগের জুনিয়র কনসালট্যান্ট আরিফ হাসান তানভীর বলেন, ‘শিশুটির মাথার পেছন দিক থেকে গুলি ঢুকে মাথার মাঝ বরাবর মস্তিষ্কের মধ্যে আটকে রয়েছে। গুলিটি বের করা বেশ ঝুঁকির কাজ। অস্ত্রোপচারের সময় টেবিলেই তার মৃত্যু হতে পারে। তাই গুলি বের করার চেষ্টা না করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইনফেকশন না হলে ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠতে পারে।’
আরিফ হাসান আরও বলেন, ‘শিশুটিকে যেদিন ভর্তি করা হয়, সেদিন পুরোপুরি সে অবচেতন ছিল। দুই দিন পর থেকে তার জ্ঞান ফিরতে শুরু করলে সে অস্পষ্টভাবে কথা বলতে থাকে। এখন সে আংশিক অবচেতন অবস্থায় আছে।’

ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একটি শিশুর (১৫) পরিচয় পাওয়া যাচ্ছে না। মাথায় গুলিবিদ্ধ ওই শিশুকে ৫ আগস্ট অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পক্ষ থেকে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন,‘৫ আগস্ট সন্ধ্যার দিকে কয়েকজন লোক শিশুটিকে আমাদের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তার মাথার পেছন দিক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। শিশুটির নাম রাকিব বলে জানিয়েছিলেন তাঁরা।’
কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আহত হয়ে শিশুটি থানার পাশে রাস্তার ওপরে অচেতন অবস্থায় পড়ে ছিল বলে হাসপাতালে নিয়ে আসা লোকজন জানান। তবে শিশুটির পরিচয় জানাতে পারেননি তাঁরা।
ইউসুফ আলী আরও বলেন, আজ রোববার বিকেল পর্যন্ত শিশুটির খোঁজে কেউ আসেননি। হাসপাতালের পক্ষ থেকে তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তাকে ওষুধ ও চিকিৎসা দেওয়া হচ্ছে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো আইসিও বিভাগের জুনিয়র কনসালট্যান্ট আরিফ হাসান তানভীর বলেন, ‘শিশুটির মাথার পেছন দিক থেকে গুলি ঢুকে মাথার মাঝ বরাবর মস্তিষ্কের মধ্যে আটকে রয়েছে। গুলিটি বের করা বেশ ঝুঁকির কাজ। অস্ত্রোপচারের সময় টেবিলেই তার মৃত্যু হতে পারে। তাই গুলি বের করার চেষ্টা না করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইনফেকশন না হলে ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠতে পারে।’
আরিফ হাসান আরও বলেন, ‘শিশুটিকে যেদিন ভর্তি করা হয়, সেদিন পুরোপুরি সে অবচেতন ছিল। দুই দিন পর থেকে তার জ্ঞান ফিরতে শুরু করলে সে অস্পষ্টভাবে কথা বলতে থাকে। এখন সে আংশিক অবচেতন অবস্থায় আছে।’

যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে