Ajker Patrika

লালবাগে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খেলার মাঠ রক্ষার দাবিতে স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
খেলার মাঠ রক্ষার দাবিতে স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

পুরান ঢাকার লালবাগের কাজী রিয়াজ উদ্দিন রোড এলাকার শতবর্ষী খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার (৮ মার্চ) বিকেলে লালবাগ শাহী মসজিদসংলগ্ন কাজী রিয়াজ উদ্দিন রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কে আর রোড পঞ্চায়েত কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিশিষ্ট ব্যক্তিরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে পঞ্চায়েত কমিটির আহ্বায়ক আবদুর রহমান বলেন, ‘আমাদের ২৫ নম্বর ওয়ার্ডে ৭০ হাজার বাসিন্দা, কিন্তু খেলার জন্য কোনো মাঠ নেই। এই মাঠই শিশুদের খেলার একমাত্র জায়গা, যেখানে প্রবীণেরাও সকালে হাঁটতে আসেন। অথচ একদল ভূমিদস্যু জাল কাগজপত্র তৈরি করে এটি দখলের পাঁয়তারা করছে।’

কে আর রোড পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ফারুখ হোসেন বলেন, যেকোনো মূল্যে এই ভূমিদস্যুদের প্রতিহত করতে হবে।

বক্তারা আরও বলেন, এই মানববন্ধন শুধু কর্মসূচির শুরু। যত দিন না মাঠ রক্ষা হচ্ছে, তত দিন পর্যন্ত আন্দোলন চলবে।

পঞ্চায়েত কমিটির সভাপতি এজাজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য দেন স্থানীয় সমাজসেবক মনির উদ্দীন পাপ্পু, নারী উদ্যোক্তা ঊষা মাহমুদ, মাহফুজুল হক আন্টু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসক প্রকাশ্যে জানালেন, ধূমপান করতে চাচ্ছেন তামিম

রেকর্ড রেমিট্যান্স, তবু প্রবৃদ্ধি নেই রিজার্ভে

ভাষাশহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের রাষ্ট্রীয় সালাম দিলেন না ব্রাহ্মণবাড়িয়ার এসপি এহতেশামুল

তামিমের ধূমপানের তথ্য প্রকাশ চিকিৎসকের ‘পেশাগত নৈতিকতা’ লঙ্ঘন

৪টি জাহাজ কিনতে বাংলাদেশকে ঋণ দেবে চীন: প্রধান উপদেষ্টার কার্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত