Ajker Patrika

ইরানের ওপর ‌অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইসরায়েল: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুন ২০২৫, ১৮: ৩৯
ইরানের ওপর ‌অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইসরায়েল: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি
গত শুক্রবার ভোরে ইরানে হামলা চালায় ইসরায়েল। ছবি: এএফপি

মার্কিন সাম্রাজ্যবাদের ছত্রচ্ছায়ায় ইরানের ওপর ইসরায়েলের অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়ার নিন্দা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এই হামলাকে ‌‘যুদ্ধবাদী গুন্ডা রাষ্ট্রের বর্বরতা’ হিসেবে অভিহিত করেছেন দলটির নেতারা।

আজ রোববার বিকেলে এক যৌথ বিবৃতিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল এ নিন্দা জানান।

বিবৃতিতে এই দুই নেতা বলেন, বর্তমান সময়ে মার্কিন সাম্রাজ্যবাদ ও তার বেপরোয়া মিত্র ইসরায়েল বিশ্বের বিভিন্ন অঞ্চলে আগ্রাসী যুদ্ধনীতির মাধ্যমে দখলদারি প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছে।

ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে সংঘাত ও সংকটের বিস্তার ঘটিয়ে চলেছে। সিরিয়া, লিবিয়া, মিসর, লেবানন, সুদান ও ইরাককে ধ্বংস করার পর এখন ইরানকে নিশানা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইরান যখন তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরোধ গড়ে তুলছে, ঠিক সেই সময় দেশটি মার্কিন-ইহুদি লবির ষড়যন্ত্রের শিকার হচ্ছে। এই অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়ে ইরানের রাজনৈতিক ও সামরিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে।

ওয়ার্কার্স পার্টির নেতারা বলেন, ‌‘ইসরায়েলের বিমান হামলায় ইরানের শ্রেষ্ঠ সন্তানদের প্রাণহানি আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। এই নির্মম হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। শিশু, নারী ও নিরীহ নাগরিকদের ওপর হামলা মানবতাবিরোধী অপরাধ।’

বিবৃতিতে বিশ্বের শান্তিকামী ও গণতন্ত্রকামী মানুষের প্রতি মার্কিন সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইরানের সংগ্রামী জনগণের পাশে থাকার আহ্বান জানায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত