Ajker Patrika

১৭৬ কোটি টাকা আত্মসাৎ

এবি ব্যাংকের সাবেক এমডি শামীমসহ ৪ জন কারাগারে

আজকের পত্রিকা ডেস্ক­
এবি ব্যাংকের সাবেক এমডি শামীমসহ ৪ জন কারাগারে
প্রতীকী ছবি

জাল কার্যাদেশ এবং অবৈধ ব্যাংক গ্যারান্টি প্রদানের মাধ্যমে ১৭৬ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে দায়ের করা মামলায় এবি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম আহমেদ চৌধুরীসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। জামিন দেওয়া হয়েছে ব্যাংকের দুই কর্মকর্তাকে।

আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।

অন্য যাঁদের কারাগারে পাঠানো হয়েছে, তাঁরা হলেন ব্যাংকটির সাবেক ভাইস প্রেসিডেন্ট (ভিপি) খন্দকার রাশেদ আনোয়ার, সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম ও এমারত হোসেন ফকির। আর জামিন দেওয়া হয়েছে ব্যাংক কর্মকর্তা ওয়াসিকা আফরোজী ও সালমা আক্তারকে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের জেলা সমন্বিত কার্যালয় ঢাকা-১-এ ২০২১ সালের ৮ জুন মামলাটি দায়ের হয়। মামলায় এবি ব্যাংকের সাবেক দুই এমডি মসিউর রহমান চৌধুরী, শামীম আহমেদ চৌধুরীসহ ১৭ জনকে আসামি করা হয়।

মামলা দায়েরের পর ছয় আসামি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে হাইকোর্ট মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। পরে তাঁরা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে জামিন শুনানির জন্য গতকাল দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত চারজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং দুজনকে নারী বিবেচনায় জামিন দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জোটের সিদ্ধান্ত না মেনে ভোটে জামায়াত প্রার্থী, ক্ষুব্ধ এনসিপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত