জবি প্রতিনিধি

দু’দিন আগে আত্মহত্যার চেষ্টা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই শিক্ষার্থীর নাম মো. আহাদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৪ তম আবর্তনের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী।
আজ বুধবার রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহাদ মারা যান। তাঁর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে।
আহাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক আজকের পত্রিকা’কে বলেন, মো. আহাদ দু’দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ মারা যায়। কিডনি ও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। এই দু’দিন বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ শিক্ষার্থীর বিভাগ নিয়মিত হাসপাতালে যোগাযোগ রাখছিল। আমাদের শিক্ষার্থীর এমন মৃত্যুতে আমরা মর্মাহত।
প্রক্টর তাজাম্মুল হক আরও বলেন, আত্মহত্যা প্রতিরোধে আমরা খুব দ্রুত কাউন্সেলিং সেন্টার ও বিভাগের ছাত্র উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করব।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সূত্রাপুরে মেসে গলায় গামছা বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন মো. আহাদ। তাঁকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে ম্যাক্সওয়েল প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে আইসিইউতে রাখা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়।
ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বায়েজিদ আলী বলেন, ‘গত ১৭ ফেব্রুয়ারি আহাদের ব্যাচের পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালীন সে হঠাৎ দাঁড়িয়ে বলে, ‘আমি তিন দিন ঘুমাইনি, অসুস্থ বোধ করছি’। তখন আমাদের ছাত্র উপদেষ্টা ও অন্য শিক্ষকেরা তাঁকে অন্য রুমে নিয়ে গিয়ে সোফায় বসায়। এ সময় শ্বাস নিতে কষ্ট হলে তাকে আমরা কিছু ব্যায়াম শিখিয়ে দিই। কিছুক্ষণ পর সে কিছুটা সুস্থ হয়ে, পরীক্ষা দেয় ও পরে সে তার কোর্স শিক্ষককে কল দিয়ে ধন্যবাদও জানায়। পরে সেদিন সন্ধ্যায় হঠাৎ তার আত্মহত্যা চেষ্টার খবর শুনি।’

দু’দিন আগে আত্মহত্যার চেষ্টা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই শিক্ষার্থীর নাম মো. আহাদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৪ তম আবর্তনের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী।
আজ বুধবার রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহাদ মারা যান। তাঁর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে।
আহাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক আজকের পত্রিকা’কে বলেন, মো. আহাদ দু’দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ মারা যায়। কিডনি ও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। এই দু’দিন বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ শিক্ষার্থীর বিভাগ নিয়মিত হাসপাতালে যোগাযোগ রাখছিল। আমাদের শিক্ষার্থীর এমন মৃত্যুতে আমরা মর্মাহত।
প্রক্টর তাজাম্মুল হক আরও বলেন, আত্মহত্যা প্রতিরোধে আমরা খুব দ্রুত কাউন্সেলিং সেন্টার ও বিভাগের ছাত্র উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করব।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সূত্রাপুরে মেসে গলায় গামছা বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন মো. আহাদ। তাঁকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে ম্যাক্সওয়েল প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে আইসিইউতে রাখা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়।
ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বায়েজিদ আলী বলেন, ‘গত ১৭ ফেব্রুয়ারি আহাদের ব্যাচের পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালীন সে হঠাৎ দাঁড়িয়ে বলে, ‘আমি তিন দিন ঘুমাইনি, অসুস্থ বোধ করছি’। তখন আমাদের ছাত্র উপদেষ্টা ও অন্য শিক্ষকেরা তাঁকে অন্য রুমে নিয়ে গিয়ে সোফায় বসায়। এ সময় শ্বাস নিতে কষ্ট হলে তাকে আমরা কিছু ব্যায়াম শিখিয়ে দিই। কিছুক্ষণ পর সে কিছুটা সুস্থ হয়ে, পরীক্ষা দেয় ও পরে সে তার কোর্স শিক্ষককে কল দিয়ে ধন্যবাদও জানায়। পরে সেদিন সন্ধ্যায় হঠাৎ তার আত্মহত্যা চেষ্টার খবর শুনি।’

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
১ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
২ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
২ ঘণ্টা আগে