
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গতকাল রোববার দুপুর থেকে পানি নেই। এতে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রও বিকল হয়ে পড়েছে। ফলে রোগীরা পানি এবং উচ্চ তাপমাত্রাজনিত ভোগান্তিতে পড়েছেন। গরমে দগ্ধ রোগীদের যন্ত্রণা আরও তীব্র হয়। এ সময় রোগী ও স্বজনদের পান ও ব্যবহারযোগ্য পানি বাইরে থেকে কিনে আনতে হয়েছে।
হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, ইনস্টিটিউটে ওয়াসার একটি পানির লাইন আছে। কিন্তু সেখান থেকে পর্যাপ্ত পানি পাওয়া যায় না। ওয়াসার পানির বিল বাবদ প্রায় ৮০ লাখ টাকা বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পানির বিকল্প সংস্থান হিসেবে হাসপাতালের নিজস্ব গভীর নলকূপ রয়েছে। রোববার দিনের যেকোনো সময় গভীর নলকূপে সাবমার্সিবল পাম্প বিকল হয়ে পড়ে। ফলে হাসপাতালে পানি সরবরাহের কোনো ব্যবস্থাই আর থাকে না। ১ দশমিক ৭৬ একার জমির ওপর নির্মিত ১২ তলা এই ভবনের শীতাতপ নিয়ন্ত্রিত হয় কেন্দ্রীয়ভাবে। কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র পরিচালনায় দিনে প্রায় ৩৪ হাজার লিটার পানির প্রয়োজন হয়। পানি সরবরাহ বন্ধ থাকায় বন্ধ হয়ে পড়ে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। ফলে হাসপাতালের ভেতরে তীব্র তাপ অনুভূত হয়। এমনকি আজ সোমবার হাসপাতালের অভ্যন্তরে বিভিন্ন ফ্লোর ঘামতে থাকে। এতে স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে। ফ্লোরের ঘাম শুকাতে কম্বল বিছিয়ে দেওয়া হয়। সোমবার বিকেল পর্যন্ত হাসপাতালে এমন অসহনীয় পরিস্থিত বিরাজ করছিল।
এ বিষয়ে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম বলেন, পানির সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল ওয়াসার বিল পরিশোধ করা হয়েছে। তা ছাড়া সাবমার্সিবল পাম্প নষ্ট হয়েছিল, সেটিও মেরামত করা হয়েছে। এখন ট্রায়াল চলছে। পানি না থাকায় গতকাল রাত থেকে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ হয়ে যায়। তবে এটি সাময়িক সময়ের জন্য। আজ থেকে সব ঠিক হয়ে যাবে।
তিনি বলেন, ওয়াসার একটি বিকল্প লাইনের জন্য আবেদন করা হয়। কিন্তু রাস্তা কাটতে হলে সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে, এমন অজুহাতে তাঁরা লাইন দিচ্ছে না।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গতকাল রোববার দুপুর থেকে পানি নেই। এতে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রও বিকল হয়ে পড়েছে। ফলে রোগীরা পানি এবং উচ্চ তাপমাত্রাজনিত ভোগান্তিতে পড়েছেন। গরমে দগ্ধ রোগীদের যন্ত্রণা আরও তীব্র হয়। এ সময় রোগী ও স্বজনদের পান ও ব্যবহারযোগ্য পানি বাইরে থেকে কিনে আনতে হয়েছে।
হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, ইনস্টিটিউটে ওয়াসার একটি পানির লাইন আছে। কিন্তু সেখান থেকে পর্যাপ্ত পানি পাওয়া যায় না। ওয়াসার পানির বিল বাবদ প্রায় ৮০ লাখ টাকা বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পানির বিকল্প সংস্থান হিসেবে হাসপাতালের নিজস্ব গভীর নলকূপ রয়েছে। রোববার দিনের যেকোনো সময় গভীর নলকূপে সাবমার্সিবল পাম্প বিকল হয়ে পড়ে। ফলে হাসপাতালে পানি সরবরাহের কোনো ব্যবস্থাই আর থাকে না। ১ দশমিক ৭৬ একার জমির ওপর নির্মিত ১২ তলা এই ভবনের শীতাতপ নিয়ন্ত্রিত হয় কেন্দ্রীয়ভাবে। কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র পরিচালনায় দিনে প্রায় ৩৪ হাজার লিটার পানির প্রয়োজন হয়। পানি সরবরাহ বন্ধ থাকায় বন্ধ হয়ে পড়ে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। ফলে হাসপাতালের ভেতরে তীব্র তাপ অনুভূত হয়। এমনকি আজ সোমবার হাসপাতালের অভ্যন্তরে বিভিন্ন ফ্লোর ঘামতে থাকে। এতে স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে। ফ্লোরের ঘাম শুকাতে কম্বল বিছিয়ে দেওয়া হয়। সোমবার বিকেল পর্যন্ত হাসপাতালে এমন অসহনীয় পরিস্থিত বিরাজ করছিল।
এ বিষয়ে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম বলেন, পানির সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল ওয়াসার বিল পরিশোধ করা হয়েছে। তা ছাড়া সাবমার্সিবল পাম্প নষ্ট হয়েছিল, সেটিও মেরামত করা হয়েছে। এখন ট্রায়াল চলছে। পানি না থাকায় গতকাল রাত থেকে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ হয়ে যায়। তবে এটি সাময়িক সময়ের জন্য। আজ থেকে সব ঠিক হয়ে যাবে।
তিনি বলেন, ওয়াসার একটি বিকল্প লাইনের জন্য আবেদন করা হয়। কিন্তু রাস্তা কাটতে হলে সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে, এমন অজুহাতে তাঁরা লাইন দিচ্ছে না।

স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোছাব্বির হত্যাকাণ্ড ব্যবসাকে কেন্দ্র করে হতে পারে বলে মনে করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিক তদন্ত চালিয়ে তারা জানতে পেরেছে, মোছাব্বির হত্যা মামলায় গ্রেপ্তার ও কারওয়ান বাজারে ব্যবসা থাকা আসামিদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তবে রাজনৈতিক নেতাদের সঙ্গে তাঁদের
১১ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগে
মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় ডেলটা জেনারেল হাসপাতালে নিপা ঘোষ (২১) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত নিপার স্বজনদের অভিযোগ, চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে ওই নারীর মৃত্যু হয়েছে। নিপা ঘোষ মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের চকবাস্তা গ্রামের রিপন কুমার ঘোষের স্ত্রী।
২১ মিনিট আগে
পটুয়াখালীর বাউফল উপজেলায় দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত অনিক (২০) ও তাঁর মায়ের বিরুদ্ধে বাউফল থানায় মামলা হয়েছে। ধর্ষণে সহযোগিতার অভিযোগে অনিকের মা নুরজাহান বেগমকে আজ রোববার (১১ জানুয়ারি) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
২৩ মিনিট আগে