নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীর মগবাজারে ভবনে বিস্ফোরণে সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম। রোববার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বিস্ফোরণের কিছুক্ষণ পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত জানতে পেরেছি, মগবাজারের শরমা হাউসে গ্যাস বিস্ফোরণ আশপাশের সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া তিনটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছেন মোট সাতজন।
এর আগে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও ঢামেকে তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন। পরে রাত পৌনে ১১টার দিকে ঢামেকে চিকিৎসাধীন স্বপন (৩৫) নামের একজনের মৃত্যুর খবর জানা যায়।
এ ছাড়া বড় মগবাজার ঢাকা কমিউনিটি হাসপাতালে একটি শিশু ও একজন প্রাপ্তবয়স্ক মারা গেছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের মেডিকেল সুপারভাইজার স্বাধীন। শিশুটির নাম তাইয়েবা। তার বয়স ১৩ মাস। প্রাপ্তবয়স্ক ব্যক্তির পরিচয় জানা যায়নি।
কমিউনিটি হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শাহপরান বলেন, দুর্ঘটনার পর আড়াই শ জনের মতো এসেছিলেন। তাঁদের মধ্যে ৬০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠানো হয়েছে।
নিহত ছয়জনের মধ্যে কমিউনিটি হাসপাতালে নিহত শিশুটির পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁর নাম জান্নাত, বয়স ৩০ বছর। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও ঢামেকে মারা যাওয়া বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অবশ্য বার্ন ইনস্টিটিউটে মারা যাওয়াদের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে বলে জানা গেছে।

রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মগবাজারে শরমা হাউজে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের অপারেটর মো. ফরহাদ জানান, ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন বলেন, ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুতই ঘটনার বিস্তারিত জানানো হবে।

ঢাকা: রাজধানীর মগবাজারে ভবনে বিস্ফোরণে সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম। রোববার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বিস্ফোরণের কিছুক্ষণ পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত জানতে পেরেছি, মগবাজারের শরমা হাউসে গ্যাস বিস্ফোরণ আশপাশের সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া তিনটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছেন মোট সাতজন।
এর আগে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও ঢামেকে তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন। পরে রাত পৌনে ১১টার দিকে ঢামেকে চিকিৎসাধীন স্বপন (৩৫) নামের একজনের মৃত্যুর খবর জানা যায়।
এ ছাড়া বড় মগবাজার ঢাকা কমিউনিটি হাসপাতালে একটি শিশু ও একজন প্রাপ্তবয়স্ক মারা গেছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের মেডিকেল সুপারভাইজার স্বাধীন। শিশুটির নাম তাইয়েবা। তার বয়স ১৩ মাস। প্রাপ্তবয়স্ক ব্যক্তির পরিচয় জানা যায়নি।
কমিউনিটি হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শাহপরান বলেন, দুর্ঘটনার পর আড়াই শ জনের মতো এসেছিলেন। তাঁদের মধ্যে ৬০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠানো হয়েছে।
নিহত ছয়জনের মধ্যে কমিউনিটি হাসপাতালে নিহত শিশুটির পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁর নাম জান্নাত, বয়স ৩০ বছর। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও ঢামেকে মারা যাওয়া বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অবশ্য বার্ন ইনস্টিটিউটে মারা যাওয়াদের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে বলে জানা গেছে।

রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মগবাজারে শরমা হাউজে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের অপারেটর মো. ফরহাদ জানান, ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন বলেন, ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুতই ঘটনার বিস্তারিত জানানো হবে।

ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।
৪ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৪১ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
৪২ মিনিট আগে