নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড শুরু হবে আগামী ১৫ মার্চ। অনলাইনে আয়োজিত এ অলিম্পিয়াডে মোট তিনটি রাউন্ডে ৮টি ভিন্ন বিষয়ে বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। আইটেসারেক্ট টেকনোলজিসের আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ সোমবার প্রেসক্লাবে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সম্মেলনের প্রধান অতিথি ইউজিসির সদস্য অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন বলেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়সহ সবক্ষেত্রে ব্যবহার করে ইনক্লুসিভ শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। আমাদের দক্ষ হয়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, এ ধরনের প্রতিযোগিতা যখন আয়োজন করা হয় এবং টেলিভিশন বা মিডিয়ায় প্রচার হয়, তখন শিক্ষার্থীরা অনুপ্রেরণা পায়।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা এখন যা শিখছে ২০ বছর পর কর্মক্ষেত্রে গেলে তার অনেক কিছুই আর কাজে আসবে না। তাই এখন কাজ করতে করতে শেখার সময়।
এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মাজহারুল ইসলাম বলেন, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, আর্টস এবং ম্যাথমেটিকেসের অদ্যক্ষর নিয়ে স্টিম। এটি সমন্বিত শিক্ষা। এ সিস্টেমকে আরও জনপ্রিয় করতে হবে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য।
অলিম্পিয়াডে প্রতিটি বিভাগের বিজয়ীদের জন্য প্রথম পুরস্কার হিসেবে থাকবে ২ লাখ টাকা, প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপের জন্য যথাক্রমে ১ লাখ ও ৫০ হাজার টাকা।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য www.nationalsteamolympiad.com এ ভিজিট করতে হবে। এবারের ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড শুরু হবে আগামী ১৫ মার্চ। অনলাইনে আয়োজিত এ অলিম্পিয়াডে মোট তিনটি রাউন্ডে ৮টি ভিন্ন বিষয়ে বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। আইটেসারেক্ট টেকনোলজিসের আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ সোমবার প্রেসক্লাবে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সম্মেলনের প্রধান অতিথি ইউজিসির সদস্য অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন বলেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়সহ সবক্ষেত্রে ব্যবহার করে ইনক্লুসিভ শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। আমাদের দক্ষ হয়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, এ ধরনের প্রতিযোগিতা যখন আয়োজন করা হয় এবং টেলিভিশন বা মিডিয়ায় প্রচার হয়, তখন শিক্ষার্থীরা অনুপ্রেরণা পায়।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা এখন যা শিখছে ২০ বছর পর কর্মক্ষেত্রে গেলে তার অনেক কিছুই আর কাজে আসবে না। তাই এখন কাজ করতে করতে শেখার সময়।
এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মাজহারুল ইসলাম বলেন, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, আর্টস এবং ম্যাথমেটিকেসের অদ্যক্ষর নিয়ে স্টিম। এটি সমন্বিত শিক্ষা। এ সিস্টেমকে আরও জনপ্রিয় করতে হবে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য।
অলিম্পিয়াডে প্রতিটি বিভাগের বিজয়ীদের জন্য প্রথম পুরস্কার হিসেবে থাকবে ২ লাখ টাকা, প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপের জন্য যথাক্রমে ১ লাখ ও ৫০ হাজার টাকা।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য www.nationalsteamolympiad.com এ ভিজিট করতে হবে। এবারের ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে