নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানাকে (সাময়িক বরখাস্ত) ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে এখন পর্যন্ত দুটি চিঠি পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর। গত রোববার ও বুধবার এই চিঠি দেওয়া হয়। কিন্তু এখনো কোনো ইতিবাচক সাড়া মেলেনি।
পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) সহকারী মহাপরিদর্শক (এআইজি) মহিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরেও মেইল করে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সাড়া মিলছে না। তবে এটাও ঠিক তাঁরা সাড়া দিতে বাধ্য না। তবুও চেষ্টা করে যাচ্ছি।
গত শুক্রবার ভারতে অনুপ্রবেশের অভিযোগে ঢাকার বনানী থানার পরিদর্শক শেখ মো. সোহেল রানা বিএসএফের হাতে গ্রেপ্তার হন। বাংলাদেশের পুলিশ বলছে, গ্রেপ্তারের পর থেকেই সোহেল রানাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু অতীত অভিজ্ঞতা বলছে, বাংলাদেশের নাগরিক ভারতে অনুপ্রবেশের দায়ে অভিযুক্ত হলে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়।
গত আগস্টের দ্বিতীয় সপ্তাহে ই-অরেঞ্জ নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হওয়ার পর বনানী থানার পরিদর্শক সোহেল রানা আলোচনায় আসেন। ওই মামলায় তাঁর বোন সোনিয়া মেহজাবীন ও ভগ্নিপতি মাসুকুর রহমান এখন কারাগারে। তাঁর চতুর্থ স্ত্রী নাজনীন নাহার (বীথি) পলাতক। গত বৃহস্পতিবার ই-অরেঞ্জের আরেক গ্রাহক সোহেল রানার বিরুদ্ধে প্রায় ৮৯ লাখ টাকা প্রতারণা ও আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা করেন। ওই রাতেই সোহেল রানা পালিয়ে যান। গত রোববার সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ কর্তৃপক্ষ।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানাকে (সাময়িক বরখাস্ত) ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে এখন পর্যন্ত দুটি চিঠি পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর। গত রোববার ও বুধবার এই চিঠি দেওয়া হয়। কিন্তু এখনো কোনো ইতিবাচক সাড়া মেলেনি।
পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) সহকারী মহাপরিদর্শক (এআইজি) মহিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরেও মেইল করে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সাড়া মিলছে না। তবে এটাও ঠিক তাঁরা সাড়া দিতে বাধ্য না। তবুও চেষ্টা করে যাচ্ছি।
গত শুক্রবার ভারতে অনুপ্রবেশের অভিযোগে ঢাকার বনানী থানার পরিদর্শক শেখ মো. সোহেল রানা বিএসএফের হাতে গ্রেপ্তার হন। বাংলাদেশের পুলিশ বলছে, গ্রেপ্তারের পর থেকেই সোহেল রানাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু অতীত অভিজ্ঞতা বলছে, বাংলাদেশের নাগরিক ভারতে অনুপ্রবেশের দায়ে অভিযুক্ত হলে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়।
গত আগস্টের দ্বিতীয় সপ্তাহে ই-অরেঞ্জ নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হওয়ার পর বনানী থানার পরিদর্শক সোহেল রানা আলোচনায় আসেন। ওই মামলায় তাঁর বোন সোনিয়া মেহজাবীন ও ভগ্নিপতি মাসুকুর রহমান এখন কারাগারে। তাঁর চতুর্থ স্ত্রী নাজনীন নাহার (বীথি) পলাতক। গত বৃহস্পতিবার ই-অরেঞ্জের আরেক গ্রাহক সোহেল রানার বিরুদ্ধে প্রায় ৮৯ লাখ টাকা প্রতারণা ও আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা করেন। ওই রাতেই সোহেল রানা পালিয়ে যান। গত রোববার সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ কর্তৃপক্ষ।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
৪২ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৬ ঘণ্টা আগে