নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জমি কেনার নামে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে এক দম্পতি গ্রেপ্তার হয়েছে। পুলিশ বলছে, এই দম্পতি জমি বিক্রেতা বা মধ্যস্থতাকারীদের আলোচনার জন্য ডেকে বাসায় নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায় করেন।
বিল্লাল নামে এক ভুক্তভোগীর মামলার পর বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে মিরপুরের পাইকপাড়া থেকে মো. আব্দুল হালিম (৪৫) ও ইয়াসমিন আক্তার (৩২) নামে এই দুজনকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘এই দম্পতি জমি কিনবে বলে জমির বিক্রেতা বা মধ্যস্থতাকারীকে বাসায় ডেকে নেন। এরপর জিম্মি, মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে সবকিছু হাতিয়ে নেয়। এর আগেও তাঁরা একবার একইভাবে প্রতারণা করে গ্রেপ্তার হয়েছিল।’
মামলার এজাহারের বরাত দিয়ে তিনি জানান, আব্দুল হালিম জমি কিনতে চাইলে বিল্লাল তাকে সিঙ্গাইর এলাকায় কৃষি জমি দেখান। জমি পছন্দ হয়েছে জানিয়ে বলেন, আনুষ্ঠানিকতা সারতে ঢাকার মিরপুরে মূল ক্রেতার সঙ্গে বসতে হবে। এরপর স্ত্রী ইয়াসমিনকে ক্রেতা সাজিয়ে ফোনে তাঁর সঙ্গে বিল্লালের আলাপ করিয়ে দেন।
পরে ক্রেতার সঙ্গে দেখা করতে বিল্লালকে ঢাকার মিরপুরের এক বাসায় ডাকা হয়। সেখানে যাওয়ামাত্রই কিছু বুঝে ওঠার আগেই চার জন লোক বিল্লালকে মারধর করে তাঁর হাত-পা বেঁধে ফেলে। পরে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁর সঙ্গে থাকা সাড়ে ৭ হাজার টাকা নিয়ে নেয়। পরে তাঁর বাসায় ফোন দিয়ে বিকাশের মাধ্যমে আরও ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়।
ওসি মোহম্মদ মহসীন বলেন, ‘এভাবে তাঁরা অপহরণ ও প্রতারণার সিন্ডিকেট গড়ে তুলেছেন।’

জমি কেনার নামে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে এক দম্পতি গ্রেপ্তার হয়েছে। পুলিশ বলছে, এই দম্পতি জমি বিক্রেতা বা মধ্যস্থতাকারীদের আলোচনার জন্য ডেকে বাসায় নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায় করেন।
বিল্লাল নামে এক ভুক্তভোগীর মামলার পর বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে মিরপুরের পাইকপাড়া থেকে মো. আব্দুল হালিম (৪৫) ও ইয়াসমিন আক্তার (৩২) নামে এই দুজনকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘এই দম্পতি জমি কিনবে বলে জমির বিক্রেতা বা মধ্যস্থতাকারীকে বাসায় ডেকে নেন। এরপর জিম্মি, মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে সবকিছু হাতিয়ে নেয়। এর আগেও তাঁরা একবার একইভাবে প্রতারণা করে গ্রেপ্তার হয়েছিল।’
মামলার এজাহারের বরাত দিয়ে তিনি জানান, আব্দুল হালিম জমি কিনতে চাইলে বিল্লাল তাকে সিঙ্গাইর এলাকায় কৃষি জমি দেখান। জমি পছন্দ হয়েছে জানিয়ে বলেন, আনুষ্ঠানিকতা সারতে ঢাকার মিরপুরে মূল ক্রেতার সঙ্গে বসতে হবে। এরপর স্ত্রী ইয়াসমিনকে ক্রেতা সাজিয়ে ফোনে তাঁর সঙ্গে বিল্লালের আলাপ করিয়ে দেন।
পরে ক্রেতার সঙ্গে দেখা করতে বিল্লালকে ঢাকার মিরপুরের এক বাসায় ডাকা হয়। সেখানে যাওয়ামাত্রই কিছু বুঝে ওঠার আগেই চার জন লোক বিল্লালকে মারধর করে তাঁর হাত-পা বেঁধে ফেলে। পরে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁর সঙ্গে থাকা সাড়ে ৭ হাজার টাকা নিয়ে নেয়। পরে তাঁর বাসায় ফোন দিয়ে বিকাশের মাধ্যমে আরও ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়।
ওসি মোহম্মদ মহসীন বলেন, ‘এভাবে তাঁরা অপহরণ ও প্রতারণার সিন্ডিকেট গড়ে তুলেছেন।’

দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২৬ মিনিট আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২ ঘণ্টা আগে