Ajker Patrika

দেশের বহু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৪৩
দেশের বহু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত

সুরঞ্জিত সেনগুপ্ত হাস্যরসের মাধ্যমে দেশের বহু গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান দিয়েছেন। তিনি সব সময় হাস্যোজ্জ্বল থাকতেন। আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এই ব্যক্তি এত দ্রুত চলে যাবেন, এমনটা কেউ আশা করেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মোজাফফর হোসেন পল্টু বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত বাংলাদেশের জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন তা কেউ ভাবতে পারেনি। তাঁর বক্তব্যে হাস্যরসের মাধ্যমে দেশের সংকটকালীন বহু গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান এসেছে। তিনি সব সময় হাস্যোজ্জ্বল থাকতেন। তিনি রাজনৈতিক ছোট কর্মীদের থেকে শুরু করে এলাকার মানুষকে অনেক ভালোবাসতেন। 

শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের প্রসঙ্গে টেনে পল্টু বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের সব ক্ষেত্রে উন্নয়নে ভূমিকা রেখেছেন। কৃষি থেকে শুরু করে সর্বস্তরে তার হাতের ছোঁয়া আছে। নির্বাচনের ইশতেহারে বাংলাদেশকে ডিজিটাল করার ঘোষণা দিয়েছেন। সেই সময় অনেকেই হেসেছিলেন। আজকে সর্বক্ষেত্রে ডিজিটালাইজেশন হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে আমাদের দেশকে চক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের সেসব বিষয়ে রুখে দাঁড়াতে হবে।’ 

বর্তমানে নির্বাচনী সার্চ কমিটি প্রসঙ্গে পল্টু বলেন, ‘আপনারা নতুন নির্বাচন কমিশন চেয়েছিলেন। সেটার জন্য সার্চ কমিটি করা হয়েছে। আসুন আমরা সম্মিলিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করি এবং দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাই।’ 

অনুষ্ঠানের শুরুতে সেনগুপ্ত স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তাঁর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন বক্তারা। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণ উদ্‌যাপন কমিটির সভাপতি নাজমুল হক, বিশেষ অতিথি শাহ আলম মুরাদ, কামাল চৌধুরী, জাকির হোসেন, জসিম উদ্দিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত