বেলাব (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর বেলাবতে স্ত্রী আয়েশা আক্তারের (৩৮) দায়ের কোপে অহিদুজ্জামান (৬৫) নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষীয়া গ্রামের অহিদুজ্জামানের বাড়ির পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আয়েশা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-আমিন। নিহত অহিদুজ্জামান উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষীয়া গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বুধবার রাতে অহিদুজ্জামানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অহিদুজ্জামানের ঘরের দরজায় রক্তের দাগ পায়। এ ছাড়া আশে-পাশের আলামত দেখে পুলিশের সন্দেহ হয় খুন ঘরের ভেতরে হয়েছে। পরে পুলিশ অহিদুজ্জামানের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি খুনের কথা স্বীকার করেন।
জিজ্ঞাসাবাদে তিনি জানান, তাঁর স্বামী মাদকসেবী। প্রায়ই তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। বুধবার রাতেও ঝগড়া করে অহিদুজ্জামান। একপর্যায়ে অহিদুজ্জামান দা দিয়ে স্ত্রীকে কোপ দিতে এলে দুজনের ধস্তা-ধস্তি হয়। এ সময় আয়েশা তাঁর স্বামীর হাত থেকে দা নিয়ে গলায় কোপ দিলে তাঁর মৃত্যু হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আয়েশা স্বামীকে হত্যা করে তাঁর মরদেহ কোলে নিয়ে ঘরের বাইরে উঠানে রেখে আসেন। বিছানায় রক্ত মাখা কাঁথা-কম্বল ও দা টিউবওয়েল বালতিতে ধুয়ে ফেলেন। পরে ঘর থেকে বের হয়ে চিৎকার করে তাঁর স্বামীকে কে বা কারা হত্যা করেছে বলে প্রতিবেশীদের জানান। এ ঘটনায় বেলাব থানায় হত্যা মামলার পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

নরসিংদীর বেলাবতে স্ত্রী আয়েশা আক্তারের (৩৮) দায়ের কোপে অহিদুজ্জামান (৬৫) নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষীয়া গ্রামের অহিদুজ্জামানের বাড়ির পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আয়েশা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-আমিন। নিহত অহিদুজ্জামান উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষীয়া গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বুধবার রাতে অহিদুজ্জামানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অহিদুজ্জামানের ঘরের দরজায় রক্তের দাগ পায়। এ ছাড়া আশে-পাশের আলামত দেখে পুলিশের সন্দেহ হয় খুন ঘরের ভেতরে হয়েছে। পরে পুলিশ অহিদুজ্জামানের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি খুনের কথা স্বীকার করেন।
জিজ্ঞাসাবাদে তিনি জানান, তাঁর স্বামী মাদকসেবী। প্রায়ই তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। বুধবার রাতেও ঝগড়া করে অহিদুজ্জামান। একপর্যায়ে অহিদুজ্জামান দা দিয়ে স্ত্রীকে কোপ দিতে এলে দুজনের ধস্তা-ধস্তি হয়। এ সময় আয়েশা তাঁর স্বামীর হাত থেকে দা নিয়ে গলায় কোপ দিলে তাঁর মৃত্যু হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আয়েশা স্বামীকে হত্যা করে তাঁর মরদেহ কোলে নিয়ে ঘরের বাইরে উঠানে রেখে আসেন। বিছানায় রক্ত মাখা কাঁথা-কম্বল ও দা টিউবওয়েল বালতিতে ধুয়ে ফেলেন। পরে ঘর থেকে বের হয়ে চিৎকার করে তাঁর স্বামীকে কে বা কারা হত্যা করেছে বলে প্রতিবেশীদের জানান। এ ঘটনায় বেলাব থানায় হত্যা মামলার পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জের মুকসুদপুর সদরে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ হাজার ৬০০ মণ পাট পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি। শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সরকারি টিঅ্যান্ডটি অফিসের সামনে সুনীল সাহার পাটের গুদামে আগুন লাগে।
২৩ মিনিট আগে
বরগুনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে এক যুবলীগ নেতার স্ত্রীসহ দুই চাকরিপ্রার্থীকে আটক করেছে পুলিশ।
৩১ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে শিয়ালের কামড়ে জাহেরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কামারখন্দ হাটখোলা এলাকায় এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আমজাদ আলীর স্ত্রী।
২ ঘণ্টা আগে
রাজশাহীতে একটি লবণের কার্গো ট্রাক থেকে ১২৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। এ সময় হাসানুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাঝেরপাড়া গ্রামে।
২ ঘণ্টা আগে