নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশান-বনানী লেকে মাছ নেই, তবে মশার চাষ হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ বুধবার দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কুড়িল ফ্লাইওভার-সংলগ্ন জলাশয়ে মাছ ছাড়ার সময় ডিএনসিসি মেয়র এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ‘গুলশান বনানী, বারিধারার অভিজাত এলাকার অনেক বাড়ির সুয়ারেজ লাইনের সংযোগ রয়েছে লেকে। দূষিত পানি, এই জন্য মাছ চাষ নেই। ওখানে হচ্ছে মশার চাষ।’
মেয়র আতিক বলেন, ‘ডিএনসিসিতে আমি মাছ ছাড়ার কোনো পুকুর পাইনি, খাল পাইনি। দূষিত খাল বা জলাশয়ে মাছ ছাড়া নিরাপদ নয়। আমি মিরপুর, ভাষানটেকের কথা বাদ দিলাম। গুলশান, বনানী, বারিধারা অভিজাত এলাকাগুলোর লেকে সুয়ারেজ লাইনের সংযোগ। আমরা শীতে সুয়ারেজ লাইনের সংযোগ পাইপ কলাগাছ ঢুকিয়ে বিচ্ছিন্ন করে দেব।’
শহরের বিভিন্ন খাল দখল হয়ে গেছে উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, ‘প্রত্যেক জায়গায় দখল, ক্ষমতা, আর টাকার খেলা। আগে খাল চওড়া ছিল ৬০ ফিট। এখন সেই খাল আছে ৩ ফিট-৫ ফিট। রামচন্দ্রপুর, বাউনিয়া খালের বড় অংশ দখল হয়ে গেছে। যেখানে খাল উদ্ধারে যাই, সেখানে মামলা। সবাই নিজের চিন্তা করে, শহরের চিন্তা করে না। সবাইকে দখলের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আসুন আমরা অন্যায়ের বিরুদ্ধে, দখলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।’
অবসরে প্রধানমন্ত্রী গণভবনে বড়শি দিয়ে মাছ ধরেন জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘আমরা মাছে-ভাতে বাঙালি। আমাদের আমিষের চাহিদার মোট ৬০ শতাংশ পূরণ হয় মাছ থেকে। মাছ চাষে আমাদের গুরুত্ব বাড়াতে হবে। বেকারত্ব দূর করতে বেশি বেশি মাছ চাষ করতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম ফেরদৌস আলম, ডিএনসিসির ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ইসহাক মিয়া, সংরক্ষিত কাউন্সিলর হাছিনা বারী চৌধুরী প্রমুখ।

রাজধানীর গুলশান-বনানী লেকে মাছ নেই, তবে মশার চাষ হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ বুধবার দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কুড়িল ফ্লাইওভার-সংলগ্ন জলাশয়ে মাছ ছাড়ার সময় ডিএনসিসি মেয়র এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ‘গুলশান বনানী, বারিধারার অভিজাত এলাকার অনেক বাড়ির সুয়ারেজ লাইনের সংযোগ রয়েছে লেকে। দূষিত পানি, এই জন্য মাছ চাষ নেই। ওখানে হচ্ছে মশার চাষ।’
মেয়র আতিক বলেন, ‘ডিএনসিসিতে আমি মাছ ছাড়ার কোনো পুকুর পাইনি, খাল পাইনি। দূষিত খাল বা জলাশয়ে মাছ ছাড়া নিরাপদ নয়। আমি মিরপুর, ভাষানটেকের কথা বাদ দিলাম। গুলশান, বনানী, বারিধারা অভিজাত এলাকাগুলোর লেকে সুয়ারেজ লাইনের সংযোগ। আমরা শীতে সুয়ারেজ লাইনের সংযোগ পাইপ কলাগাছ ঢুকিয়ে বিচ্ছিন্ন করে দেব।’
শহরের বিভিন্ন খাল দখল হয়ে গেছে উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, ‘প্রত্যেক জায়গায় দখল, ক্ষমতা, আর টাকার খেলা। আগে খাল চওড়া ছিল ৬০ ফিট। এখন সেই খাল আছে ৩ ফিট-৫ ফিট। রামচন্দ্রপুর, বাউনিয়া খালের বড় অংশ দখল হয়ে গেছে। যেখানে খাল উদ্ধারে যাই, সেখানে মামলা। সবাই নিজের চিন্তা করে, শহরের চিন্তা করে না। সবাইকে দখলের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আসুন আমরা অন্যায়ের বিরুদ্ধে, দখলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।’
অবসরে প্রধানমন্ত্রী গণভবনে বড়শি দিয়ে মাছ ধরেন জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘আমরা মাছে-ভাতে বাঙালি। আমাদের আমিষের চাহিদার মোট ৬০ শতাংশ পূরণ হয় মাছ থেকে। মাছ চাষে আমাদের গুরুত্ব বাড়াতে হবে। বেকারত্ব দূর করতে বেশি বেশি মাছ চাষ করতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম ফেরদৌস আলম, ডিএনসিসির ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ইসহাক মিয়া, সংরক্ষিত কাউন্সিলর হাছিনা বারী চৌধুরী প্রমুখ।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৪ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৪ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে