নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতি দমন কমিশনের মামলায় সাক্ষীকে একবার জেরা করার পর পুনরায় জেরা করা যাবে না। এটা মামলার বিচার বিলম্বিত করার একটি কৌশল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের এ সংক্রান্ত মামলায় এমন পর্যবেক্ষণ দিয়েছেন আপিল বিভাগ।
আজ রোববার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। এতে আপিল বিভাগ বলেছেন, দুদককে না শুনে হাইকোর্টের আদেশে আইনের ব্যত্যয় হয়েছে। কেননা দুর্নীতি দমন কমিশন আইনের ৩৩ (৫) ধারা অনুযায়ী আদেশ দেওয়ার আগে কমিশনকে শুনতে হবে।
দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ‘বিচার বিলম্বিত করার জন্য ৩৪২ ধারায় রাষ্ট্রপক্ষের সাক্ষী ফেরদৌস আহমেদকে পুনরায় জেরার করার জন্য আবেদন করেছিলেন খন্দকার মোশাররফ। ওই আবেদন বিচারিক আদালতে খারিজ হয়। এরপর তিনি হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট দুর্নীতি দমন কমিশনকে না শুনেই গত ২১ জানুয়ারি আদেশ দেন। যাতে ওই সাক্ষীকে পুনরায় জেরা করার সুযোগ করে দেওয়া হয়।’
খুরশিদ আলম খান আরও বলেন, ‘দুদক হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে। আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বাতিল করে দেন। এর ফলে মামলাটি যে অবস্থায় আছে সেখান থেকে কার্যক্রম চলবে।’
এর আগে ২০০৮ সালে রমনা থানায় ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাটি করে দুদক। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মোশাররফের বিরুদ্ধে ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা বিদেশে পাচারের অভিযোগ আনা হয় মামলায়।
মামলার এজাহারে বলা হয়, খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৮ লাখ ৪ হাজার ১৪২ পাউন্ড যুক্তরাজ্যের লয়েড টিএসবি অফশোর প্রাইভেট ব্যাংকে তার ও স্ত্রী বিলকিস আক্তারের যৌথ অ্যাকাউন্টে জমা করেন। বাংলাদেশি কোনো নাগরিককে বিদেশের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হয়। কিন্তু খন্দকার মোশাররফ হোসেন তা না করে এই টাকা বিদেশে পাচার করেছেন।

দুর্নীতি দমন কমিশনের মামলায় সাক্ষীকে একবার জেরা করার পর পুনরায় জেরা করা যাবে না। এটা মামলার বিচার বিলম্বিত করার একটি কৌশল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের এ সংক্রান্ত মামলায় এমন পর্যবেক্ষণ দিয়েছেন আপিল বিভাগ।
আজ রোববার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। এতে আপিল বিভাগ বলেছেন, দুদককে না শুনে হাইকোর্টের আদেশে আইনের ব্যত্যয় হয়েছে। কেননা দুর্নীতি দমন কমিশন আইনের ৩৩ (৫) ধারা অনুযায়ী আদেশ দেওয়ার আগে কমিশনকে শুনতে হবে।
দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ‘বিচার বিলম্বিত করার জন্য ৩৪২ ধারায় রাষ্ট্রপক্ষের সাক্ষী ফেরদৌস আহমেদকে পুনরায় জেরার করার জন্য আবেদন করেছিলেন খন্দকার মোশাররফ। ওই আবেদন বিচারিক আদালতে খারিজ হয়। এরপর তিনি হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট দুর্নীতি দমন কমিশনকে না শুনেই গত ২১ জানুয়ারি আদেশ দেন। যাতে ওই সাক্ষীকে পুনরায় জেরা করার সুযোগ করে দেওয়া হয়।’
খুরশিদ আলম খান আরও বলেন, ‘দুদক হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে। আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বাতিল করে দেন। এর ফলে মামলাটি যে অবস্থায় আছে সেখান থেকে কার্যক্রম চলবে।’
এর আগে ২০০৮ সালে রমনা থানায় ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাটি করে দুদক। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মোশাররফের বিরুদ্ধে ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা বিদেশে পাচারের অভিযোগ আনা হয় মামলায়।
মামলার এজাহারে বলা হয়, খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৮ লাখ ৪ হাজার ১৪২ পাউন্ড যুক্তরাজ্যের লয়েড টিএসবি অফশোর প্রাইভেট ব্যাংকে তার ও স্ত্রী বিলকিস আক্তারের যৌথ অ্যাকাউন্টে জমা করেন। বাংলাদেশি কোনো নাগরিককে বিদেশের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হয়। কিন্তু খন্দকার মোশাররফ হোসেন তা না করে এই টাকা বিদেশে পাচার করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
২ ঘণ্টা আগে