
মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন মুক্ত আসরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মোহাম্মদপুরে সংগঠনের কার্যালয়ে প্রীতিসভার আয়োজন করা হয়। এই প্রীতিসভায় উপস্থিত ছিলেন মুক্ত আসরের উপদেষ্টা, পরামর্শক, কমিটির সদস্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা।
ভাষাসংগ্রামী, মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক আবদুল গাফ্ফার চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে এই প্রীতিসভা শুরু হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে পরিবেশন করা হয় গান ও কবিতা। গান পরিবেশন করেন মুক্ত আসরের সাংস্কৃতিক সম্পাদক শিল্পী শায়লা রহমান, কবিতা আবৃত্তি করেন সাহিত্য সম্পাদক কবি সাহিনা মিতা।
মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা এম এস এ মনসুর আহমেদ, বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য আবেদা সুলতানা, কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাস, সাইদুর রহমান, গবেষক হোসাইন মোহাম্মদ জাকি, লাইটশোর ফাউন্ডেশনের রাজিয়া সুলতানা, মুক্ত আসরের পরামর্শক আনিস রহমান, সহসভাপতি আশফাকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আয়েশা জাহান নূপুর, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার, যোগাযোগবিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা ঈশিতা, বইচারিতার খায়রুল বাশার, লেখক শিল্পী ঘোষ, সোনিয়া তাসলিম খান, রাহিতুল ইসলাম প্রমুখ।
অরুণ কুমার বিশ্বাস বলেন, ‘একটি ভিন্নধারার সংগঠন ‘‘মুক্ত আসর’’। ধীরে ধীরে এই সংগঠন আজ ১২ বছরে পা দিয়েছে। আগামী দিনগুলোতে আরও বেশি বেশি কাজ করে দেশের জন্য অবদান রাখবে।’
সাইদুর রহমান বলেন, ‘ভালোবাসার সৌরভ ছড়ানো অনন্য একটি সংগঠন ‘‘মুক্ত আসর’’। সৃজনশীলদের প্ল্যাটফর্ম, সাহিত্য-সংস্কৃতিসেবীদের মিলনকেন্দ্র। বিত্তের অপ্রতুলতা চিত্তের সৌকর্যের কাছে ম্লান মুক্ত আসরে। ধন্যবাদ জানাই মুক্ত আসরের সব সদস্যকে।’
আবু সাঈদ বলেন, ‘মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহ, গবেষণা ও তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধের বীরত্ব কাহিনিগুলো ছড়িয়ে দেওয়ার জন্য এই সংগঠনের যাত্রা শুরু হয়। দেখতে দেখতে আমরা ১১ বছর পার করছি। ১২ বছরে যাত্রায় আমরা আরও শক্তিশালী হয়ে কাজ করব। প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিবছরের মতো এবারও ১১ জন বীর মুক্তিযোদ্ধাকে আগামী ২৪ জুন আমরা সম্মাননা জানাব।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের শিক্ষাবিষয়ক সম্পাদক নাফিজা রহমান মৌ।

মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন মুক্ত আসরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মোহাম্মদপুরে সংগঠনের কার্যালয়ে প্রীতিসভার আয়োজন করা হয়। এই প্রীতিসভায় উপস্থিত ছিলেন মুক্ত আসরের উপদেষ্টা, পরামর্শক, কমিটির সদস্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা।
ভাষাসংগ্রামী, মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক আবদুল গাফ্ফার চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে এই প্রীতিসভা শুরু হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে পরিবেশন করা হয় গান ও কবিতা। গান পরিবেশন করেন মুক্ত আসরের সাংস্কৃতিক সম্পাদক শিল্পী শায়লা রহমান, কবিতা আবৃত্তি করেন সাহিত্য সম্পাদক কবি সাহিনা মিতা।
মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা এম এস এ মনসুর আহমেদ, বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য আবেদা সুলতানা, কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাস, সাইদুর রহমান, গবেষক হোসাইন মোহাম্মদ জাকি, লাইটশোর ফাউন্ডেশনের রাজিয়া সুলতানা, মুক্ত আসরের পরামর্শক আনিস রহমান, সহসভাপতি আশফাকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আয়েশা জাহান নূপুর, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার, যোগাযোগবিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা ঈশিতা, বইচারিতার খায়রুল বাশার, লেখক শিল্পী ঘোষ, সোনিয়া তাসলিম খান, রাহিতুল ইসলাম প্রমুখ।
অরুণ কুমার বিশ্বাস বলেন, ‘একটি ভিন্নধারার সংগঠন ‘‘মুক্ত আসর’’। ধীরে ধীরে এই সংগঠন আজ ১২ বছরে পা দিয়েছে। আগামী দিনগুলোতে আরও বেশি বেশি কাজ করে দেশের জন্য অবদান রাখবে।’
সাইদুর রহমান বলেন, ‘ভালোবাসার সৌরভ ছড়ানো অনন্য একটি সংগঠন ‘‘মুক্ত আসর’’। সৃজনশীলদের প্ল্যাটফর্ম, সাহিত্য-সংস্কৃতিসেবীদের মিলনকেন্দ্র। বিত্তের অপ্রতুলতা চিত্তের সৌকর্যের কাছে ম্লান মুক্ত আসরে। ধন্যবাদ জানাই মুক্ত আসরের সব সদস্যকে।’
আবু সাঈদ বলেন, ‘মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহ, গবেষণা ও তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধের বীরত্ব কাহিনিগুলো ছড়িয়ে দেওয়ার জন্য এই সংগঠনের যাত্রা শুরু হয়। দেখতে দেখতে আমরা ১১ বছর পার করছি। ১২ বছরে যাত্রায় আমরা আরও শক্তিশালী হয়ে কাজ করব। প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিবছরের মতো এবারও ১১ জন বীর মুক্তিযোদ্ধাকে আগামী ২৪ জুন আমরা সম্মাননা জানাব।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের শিক্ষাবিষয়ক সম্পাদক নাফিজা রহমান মৌ।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে