নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এশিয়াটিক ৩৬০ এর নতুন উদ্যোগ, স্ট্যাকমিস্ট ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিষ্ঠানটি ব্র্যান্ড এবং ইনফ্লুয়েন্সারদের মধ্যে সুনির্দিষ্ট ও সুসংগঠিত সম্পর্ক গড়ে তুলবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের আলোকি কনভেনশন হলে স্ট্যাকমিস্ট গালা নামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আসাদুজ্জামান নূর। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সিইও তাসনুভা আহমেদ টিনা।
স্ট্যাকমিস্টের পরিচালক ইরেশ যাকের আজকের পত্রিকাকে বলেন, ‘স্ট্যাকমিস্টের কাজ হচ্ছে ইনফ্লুয়েন্সার ম্যানেজমেন্ট এবং ক্রিয়েশন।’
প্রতিষ্ঠানটির উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেন, ‘বিজ্ঞাপনী জগৎ এখন অনেক বেশি গণতান্ত্রিক। এই ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম বড় ভূমিকা পালন করছে। সেখানে দেখা যাচ্ছে হাজারটা বিষয়ে হাজারজন ইনফ্লুয়েন্সার আছেন। ভোক্তাদের সামনে যথাযথ তথ্যগুলো যাতে আনতে পারি এবং ক্লায়েন্টদের সঙ্গে ইনফ্লুয়েন্সারদের যেন ভালো করে ট্যাগ করতে পারি, তাই স্ট্যাকমিস্ট। পাশাপাশি ইনফ্লুয়েন্সারদের আরও বড় ক্ষেত্র তৈরি করা আমাদের লক্ষ্য।’
স্ট্যাকমিস্টের ম্যানেজিং ডিরেক্টর মোর্শেদ আলম বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে এই প্রতিষ্ঠানটিকে গ্লোবাল মার্কেটে নিয়ে যাওয়া। আমরা ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং এ একটি বড় ভূমিকা রাখব।’
স্ট্যাকমিস্টের চেয়ারম্যান আসাদুজ্জামান নূর বলেন, ‘আমি গত ৫৫ বছর ধরে ইনফ্লুয়েন্সার। কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পাল্টে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নিজেকে একটা জায়গায় নিয়ে এসেছে। মানুষ তাদের কথা শুনছে। অনেকে প্রভাবিতও হচ্ছে। এই তারুণ্যকে নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমরা তাদের ট্যালেন্টগুলো যেন সত্যিকার অর্থেই কাজে লাগে, সে জন্য তাদের সঙ্গে একটা সুসংগঠিত উপায়ে কাজ করতে চাই। আমরা কখনো এই প্ল্যাটফর্ম থেকে এমন কোনো ম্যাসেজ দিতে চাই না, যেটা সমাজের জন্য ভুল। ইনফ্লুয়েন্সারদের দর্শকদের প্রতি ইনটেগ্রেটি, কমিটমেন্ট থাকতে হবে। এই কাজটাই স্ট্যাকমিস্ট করতে চাইছে।’
অনুষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বনামধন্য ইনফ্লুয়েন্সারেরা উপস্থিত ছিলেন। গণমাধ্যমে কনটেন্ট ক্রিয়েশনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় বিভিন্ন মাধ্যমে সাক্ষাৎকার প্রদান করেন তারা।

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এশিয়াটিক ৩৬০ এর নতুন উদ্যোগ, স্ট্যাকমিস্ট ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিষ্ঠানটি ব্র্যান্ড এবং ইনফ্লুয়েন্সারদের মধ্যে সুনির্দিষ্ট ও সুসংগঠিত সম্পর্ক গড়ে তুলবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের আলোকি কনভেনশন হলে স্ট্যাকমিস্ট গালা নামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আসাদুজ্জামান নূর। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সিইও তাসনুভা আহমেদ টিনা।
স্ট্যাকমিস্টের পরিচালক ইরেশ যাকের আজকের পত্রিকাকে বলেন, ‘স্ট্যাকমিস্টের কাজ হচ্ছে ইনফ্লুয়েন্সার ম্যানেজমেন্ট এবং ক্রিয়েশন।’
প্রতিষ্ঠানটির উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেন, ‘বিজ্ঞাপনী জগৎ এখন অনেক বেশি গণতান্ত্রিক। এই ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম বড় ভূমিকা পালন করছে। সেখানে দেখা যাচ্ছে হাজারটা বিষয়ে হাজারজন ইনফ্লুয়েন্সার আছেন। ভোক্তাদের সামনে যথাযথ তথ্যগুলো যাতে আনতে পারি এবং ক্লায়েন্টদের সঙ্গে ইনফ্লুয়েন্সারদের যেন ভালো করে ট্যাগ করতে পারি, তাই স্ট্যাকমিস্ট। পাশাপাশি ইনফ্লুয়েন্সারদের আরও বড় ক্ষেত্র তৈরি করা আমাদের লক্ষ্য।’
স্ট্যাকমিস্টের ম্যানেজিং ডিরেক্টর মোর্শেদ আলম বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে এই প্রতিষ্ঠানটিকে গ্লোবাল মার্কেটে নিয়ে যাওয়া। আমরা ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং এ একটি বড় ভূমিকা রাখব।’
স্ট্যাকমিস্টের চেয়ারম্যান আসাদুজ্জামান নূর বলেন, ‘আমি গত ৫৫ বছর ধরে ইনফ্লুয়েন্সার। কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পাল্টে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নিজেকে একটা জায়গায় নিয়ে এসেছে। মানুষ তাদের কথা শুনছে। অনেকে প্রভাবিতও হচ্ছে। এই তারুণ্যকে নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমরা তাদের ট্যালেন্টগুলো যেন সত্যিকার অর্থেই কাজে লাগে, সে জন্য তাদের সঙ্গে একটা সুসংগঠিত উপায়ে কাজ করতে চাই। আমরা কখনো এই প্ল্যাটফর্ম থেকে এমন কোনো ম্যাসেজ দিতে চাই না, যেটা সমাজের জন্য ভুল। ইনফ্লুয়েন্সারদের দর্শকদের প্রতি ইনটেগ্রেটি, কমিটমেন্ট থাকতে হবে। এই কাজটাই স্ট্যাকমিস্ট করতে চাইছে।’
অনুষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বনামধন্য ইনফ্লুয়েন্সারেরা উপস্থিত ছিলেন। গণমাধ্যমে কনটেন্ট ক্রিয়েশনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় বিভিন্ন মাধ্যমে সাক্ষাৎকার প্রদান করেন তারা।

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে খুলনা নগরীর সোনাডাঙ্গার গুহা রেস্টুরেন্টের ম্যানেজার নাজমুল হাসানকে। গতকাল বুধবার রাতে তাঁকে ডুমুরিয়া থেকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
২৯ মিনিট আগে
খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে গাজীপুরে ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।
১ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সম্পর্ক থাকার অভিযোগ তুলে এক গৃহবধূ ও যুবককে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ।
১ ঘণ্টা আগে