জবি সংবাদদাতা

গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমন্বিত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রে দেরি করে আসা শিক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয়নি। আজ শুক্রবার বেলা ১১টায় শুরু হওয়া পরীক্ষায় পাঁচ মিনিট পর থেকে আর কাউকে হলে ঢুকতে দেওয়া হয়নি। তাতে বেশ কয়েকজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি।
বেলা ১১টার পর বেশ কয়েকজন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী পরীক্ষা দিতে না পেরে পরীক্ষাকেন্দ্রের গেট থেকে ফিরে গেছেন। তবে এ কারণে পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীর সংখ্যা কত হতে পারে তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি।
পরীক্ষা দিতে না পারা এক শিক্ষার্থী বলেন, ‘রাস্তায় যানজটের কারণে আসতে দেরি হয়ে গেছে। প্রথমে প্রধান যে গেট রয়েছে, সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়। বলা হয় পাশের গেটে যেতে। এখানে এসেও দেখি গেট বন্ধ। পারলাম না পরীক্ষা দিতে।’
তবে এর আগে ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষায় পরীক্ষা শুরুর ১৫-২০ মিনিট পরও শিক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয়েছিল। কিন্তু আজকের চিত্র ছিল ব্যতিক্রম।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল ১১টার পর কাউকে হলে প্রবেশ করতে না দেওয়ার। তাও আমরা ১১টা ৫ মিনিট পর্যন্ত প্রবেশ করিয়েছি। এরপর গেট বন্ধ করে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘এটা কোর কমিটির সিদ্ধান্ত ছিল। এর আগের ইউনিটগুলোতে যদি কেউ দেরি করেও প্রবেশ করে থাকে, সে ক্ষেত্রে তাদের পাশে রিপোর্টেড লেখা ছিল।’

গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমন্বিত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রে দেরি করে আসা শিক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয়নি। আজ শুক্রবার বেলা ১১টায় শুরু হওয়া পরীক্ষায় পাঁচ মিনিট পর থেকে আর কাউকে হলে ঢুকতে দেওয়া হয়নি। তাতে বেশ কয়েকজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি।
বেলা ১১টার পর বেশ কয়েকজন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী পরীক্ষা দিতে না পেরে পরীক্ষাকেন্দ্রের গেট থেকে ফিরে গেছেন। তবে এ কারণে পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীর সংখ্যা কত হতে পারে তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি।
পরীক্ষা দিতে না পারা এক শিক্ষার্থী বলেন, ‘রাস্তায় যানজটের কারণে আসতে দেরি হয়ে গেছে। প্রথমে প্রধান যে গেট রয়েছে, সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়। বলা হয় পাশের গেটে যেতে। এখানে এসেও দেখি গেট বন্ধ। পারলাম না পরীক্ষা দিতে।’
তবে এর আগে ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষায় পরীক্ষা শুরুর ১৫-২০ মিনিট পরও শিক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয়েছিল। কিন্তু আজকের চিত্র ছিল ব্যতিক্রম।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল ১১টার পর কাউকে হলে প্রবেশ করতে না দেওয়ার। তাও আমরা ১১টা ৫ মিনিট পর্যন্ত প্রবেশ করিয়েছি। এরপর গেট বন্ধ করে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘এটা কোর কমিটির সিদ্ধান্ত ছিল। এর আগের ইউনিটগুলোতে যদি কেউ দেরি করেও প্রবেশ করে থাকে, সে ক্ষেত্রে তাদের পাশে রিপোর্টেড লেখা ছিল।’

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৫ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৮ ঘণ্টা আগে