নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার ১১ ছাত্রদল নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অপর একজনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এ আদেশ দেন।
কারাগারে পাঠানো ছাত্রদল নেতা-কর্মীরা হলেন—ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সুমিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন খান এবং কলাবাগান শাখা ছাত্রদলের সদস্য মো. রবিন খান, মো. সাগর, মো. জসীম উদ্দীন ভূইয়া, মো. হারুন অর রশিদ, মতিউর রহমান, শামীম রহমান, জামাল হোসেন, আরিফুল ইসলাম ও আবু তাহের।
আজ দুপুরের পর আসামিদের দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মো. ফরমান আলী প্রত্যেককে কারাগারে আটক রাখার আবেদন জানান। আদালত শুনানি শেষে ১১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার এই ১১ জনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।
এর আগে বুধবার বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির সমাবেশ চলাকালে বিচারপতি মানিকের গাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় তাঁর দেহরক্ষী মো. রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা করেন। মামলায় ৫০ জনকে আসামি করা হয়।
রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, আসামিরা অবসরপ্রাপ্ত বিচারপতির গাড়িতে হামলার সঙ্গে জড়িত মর্মে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। প্রত্যেককে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই-বাছাই করা হচ্ছে।
এই মামলায় গ্রেপ্তার বিএনপিকর্মী আবুল বাশারকে আজ আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আবুল বাশারকে গতকাল শনিবার গ্রেপ্তার করে পুলিশ।
এ নিয়ে ওই ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হলো।

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার ১১ ছাত্রদল নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অপর একজনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এ আদেশ দেন।
কারাগারে পাঠানো ছাত্রদল নেতা-কর্মীরা হলেন—ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সুমিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন খান এবং কলাবাগান শাখা ছাত্রদলের সদস্য মো. রবিন খান, মো. সাগর, মো. জসীম উদ্দীন ভূইয়া, মো. হারুন অর রশিদ, মতিউর রহমান, শামীম রহমান, জামাল হোসেন, আরিফুল ইসলাম ও আবু তাহের।
আজ দুপুরের পর আসামিদের দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মো. ফরমান আলী প্রত্যেককে কারাগারে আটক রাখার আবেদন জানান। আদালত শুনানি শেষে ১১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার এই ১১ জনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।
এর আগে বুধবার বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির সমাবেশ চলাকালে বিচারপতি মানিকের গাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় তাঁর দেহরক্ষী মো. রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা করেন। মামলায় ৫০ জনকে আসামি করা হয়।
রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, আসামিরা অবসরপ্রাপ্ত বিচারপতির গাড়িতে হামলার সঙ্গে জড়িত মর্মে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। প্রত্যেককে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই-বাছাই করা হচ্ছে।
এই মামলায় গ্রেপ্তার বিএনপিকর্মী আবুল বাশারকে আজ আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আবুল বাশারকে গতকাল শনিবার গ্রেপ্তার করে পুলিশ।
এ নিয়ে ওই ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হলো।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১০ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে