নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টিকার পর্যাপ্ততা বাড়ায় পরিধি বাড়ছে দৈনিক টিকাদানের। এখন থেকে দিনে ১২ থেকে ১৫ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রক্রিয়ায় আগামী ডিসেম্বের মধ্যে ৮ কোটি মানুষকে পূর্ণ ডোজে টিকা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) করোনা টিকা বিষয়ক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভ্যাক্স থেকে উপহারের পাশাপাশি কেনা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, চীন, ভারতসহ অনেক মাধ্যম থেকে টিকা আসবে। এরই মধ্যে টাকাও পরিশোধ করা হয়েছে। আমরা টিকার যোগান নিশ্চিত করেছি। তাই দিনে এখন থেকে ১২ থেকে ১৫ লাখ টিকার দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
তিনি বলেন, অক্টোবরে ২ কোটি, নভেম্বরে পৌনে চার কোটি, ডিসেম্বরে পাঁচ কোটি এবং নতুন বছরের শুরুতে পৌনে চার কোটি মিলে মোট ৪ মাসে আসবে ১৪ কোটির বেশি টিকা আসবে। এতে করে মার্চ-এপ্রিলের মধ্যে ১২ কোটি মানুষকে টিকা আওতায় আনা সম্ভব হবে।
তিনি বলেন, করোনা সংক্রমণ এখন নিয়ন্ত্রণে এসেছে। ৩৩ শতাংশ থেকে কমে ২ শতাংশে এসেছে। মৃত্যু বিশের মধ্যে রয়েছে। হাসপাতালগুলোতে ৮০ থেকে ৯০ শতাংশ শয্যা এখন ফাঁকা। ফলে অনেকটা স্বস্তি এসেছে। তবে আত্মহারা হওয়ার কিছু নেই।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় স্কুল খুলে দেওয়া হয়েছে আশাকরি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। ব্যবসা-বাণিজ্য ও জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। দেশ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।

টিকার পর্যাপ্ততা বাড়ায় পরিধি বাড়ছে দৈনিক টিকাদানের। এখন থেকে দিনে ১২ থেকে ১৫ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রক্রিয়ায় আগামী ডিসেম্বের মধ্যে ৮ কোটি মানুষকে পূর্ণ ডোজে টিকা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) করোনা টিকা বিষয়ক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভ্যাক্স থেকে উপহারের পাশাপাশি কেনা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, চীন, ভারতসহ অনেক মাধ্যম থেকে টিকা আসবে। এরই মধ্যে টাকাও পরিশোধ করা হয়েছে। আমরা টিকার যোগান নিশ্চিত করেছি। তাই দিনে এখন থেকে ১২ থেকে ১৫ লাখ টিকার দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
তিনি বলেন, অক্টোবরে ২ কোটি, নভেম্বরে পৌনে চার কোটি, ডিসেম্বরে পাঁচ কোটি এবং নতুন বছরের শুরুতে পৌনে চার কোটি মিলে মোট ৪ মাসে আসবে ১৪ কোটির বেশি টিকা আসবে। এতে করে মার্চ-এপ্রিলের মধ্যে ১২ কোটি মানুষকে টিকা আওতায় আনা সম্ভব হবে।
তিনি বলেন, করোনা সংক্রমণ এখন নিয়ন্ত্রণে এসেছে। ৩৩ শতাংশ থেকে কমে ২ শতাংশে এসেছে। মৃত্যু বিশের মধ্যে রয়েছে। হাসপাতালগুলোতে ৮০ থেকে ৯০ শতাংশ শয্যা এখন ফাঁকা। ফলে অনেকটা স্বস্তি এসেছে। তবে আত্মহারা হওয়ার কিছু নেই।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় স্কুল খুলে দেওয়া হয়েছে আশাকরি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। ব্যবসা-বাণিজ্য ও জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। দেশ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১০ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে