নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের স্বাধীন প্রবেশাধিকার দ্রুততার সঙ্গে নিশ্চিত করার দাবি জানিয়েছে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ ও মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
আজ মঙ্গলবার সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও নোয়াব সভাপতি এ কে আজাদ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী দেশের ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অলিখিত নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকদের জন্য সেখানে প্রবেশের অস্থায়ী পাস দেওয়া বন্ধ রাখা হয়েছে। এতে তাঁরা পেশাগত দায়িত্ব পালনের জন্য গত এক মাসেরও বেশি সময় ধরে সেখানে প্রবেশ করতে পারছেন না। অর্থনীতিবিষয়ক প্রতিবেদন তৈরির সঙ্গে যুক্ত সাংবাদিকেরা প্রতিবাদ জানালেও বিষয়টির সুরাহা হয়নি।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তাও সম্পাদক পরিষদ ও নোয়াবের নজরে এসেছে।
মেজবাউল হক বলেন, এখন থেকে সাংবাদিকেরা বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তা পাস দেবেন, শুধু সেই কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। আগের মতো সাংবাদিকেরা অবাধে কেন্দ্রীয় ব্যাংকের কোনো বিভাগে প্রবেশ করতে পারবেন না।
সম্পাদক পরিষদ ও নোয়াব মনে করে, এমন পদক্ষেপ সাংবাদিকদের প্রবেশে অঘোষিত নিষেধাজ্ঞারই বহিঃপ্রকাশ। গণমাধ্যমের স্বাধীনতা হরণের নামান্তর। এর ফলে ব্যাংক ও আর্থিক খাত ও দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা জানার অধিকার থেকে জনগণ বঞ্চিত হবে। এমন ব্যবস্থা প্রকারান্তরে এ খাত নিয়ে জনমনের অনাস্থা আরও বাড়িয়ে তুলবে। একই সঙ্গে ব্যাংক ও আর্থিক খাতের অনিয়ম-দুর্নীতিকে উৎসাহিত করবে।
এমন নিষেধাজ্ঞাকে স্বাধীন সাংবাদিকতা, গণতন্ত্র এবং মৌলিক ও সাংবিধানিক অধিকারের পরিপন্থীও মনে করেন সম্পাদক পরিষদ ও নোয়াব সভাপতিরা।
এই পরিস্থিতিতে সম্পাদক পরিষদ ও নোয়াব বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের বাধাহীন প্রবেশ দ্রুততার সঙ্গে নিশ্চিত করার দাবি জানান।

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের স্বাধীন প্রবেশাধিকার দ্রুততার সঙ্গে নিশ্চিত করার দাবি জানিয়েছে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ ও মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
আজ মঙ্গলবার সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও নোয়াব সভাপতি এ কে আজাদ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী দেশের ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অলিখিত নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকদের জন্য সেখানে প্রবেশের অস্থায়ী পাস দেওয়া বন্ধ রাখা হয়েছে। এতে তাঁরা পেশাগত দায়িত্ব পালনের জন্য গত এক মাসেরও বেশি সময় ধরে সেখানে প্রবেশ করতে পারছেন না। অর্থনীতিবিষয়ক প্রতিবেদন তৈরির সঙ্গে যুক্ত সাংবাদিকেরা প্রতিবাদ জানালেও বিষয়টির সুরাহা হয়নি।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তাও সম্পাদক পরিষদ ও নোয়াবের নজরে এসেছে।
মেজবাউল হক বলেন, এখন থেকে সাংবাদিকেরা বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তা পাস দেবেন, শুধু সেই কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। আগের মতো সাংবাদিকেরা অবাধে কেন্দ্রীয় ব্যাংকের কোনো বিভাগে প্রবেশ করতে পারবেন না।
সম্পাদক পরিষদ ও নোয়াব মনে করে, এমন পদক্ষেপ সাংবাদিকদের প্রবেশে অঘোষিত নিষেধাজ্ঞারই বহিঃপ্রকাশ। গণমাধ্যমের স্বাধীনতা হরণের নামান্তর। এর ফলে ব্যাংক ও আর্থিক খাত ও দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা জানার অধিকার থেকে জনগণ বঞ্চিত হবে। এমন ব্যবস্থা প্রকারান্তরে এ খাত নিয়ে জনমনের অনাস্থা আরও বাড়িয়ে তুলবে। একই সঙ্গে ব্যাংক ও আর্থিক খাতের অনিয়ম-দুর্নীতিকে উৎসাহিত করবে।
এমন নিষেধাজ্ঞাকে স্বাধীন সাংবাদিকতা, গণতন্ত্র এবং মৌলিক ও সাংবিধানিক অধিকারের পরিপন্থীও মনে করেন সম্পাদক পরিষদ ও নোয়াব সভাপতিরা।
এই পরিস্থিতিতে সম্পাদক পরিষদ ও নোয়াব বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের বাধাহীন প্রবেশ দ্রুততার সঙ্গে নিশ্চিত করার দাবি জানান।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
৩৭ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৪০ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে