নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের স্বাধীন প্রবেশাধিকার দ্রুততার সঙ্গে নিশ্চিত করার দাবি জানিয়েছে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ ও মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
আজ মঙ্গলবার সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও নোয়াব সভাপতি এ কে আজাদ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী দেশের ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অলিখিত নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকদের জন্য সেখানে প্রবেশের অস্থায়ী পাস দেওয়া বন্ধ রাখা হয়েছে। এতে তাঁরা পেশাগত দায়িত্ব পালনের জন্য গত এক মাসেরও বেশি সময় ধরে সেখানে প্রবেশ করতে পারছেন না। অর্থনীতিবিষয়ক প্রতিবেদন তৈরির সঙ্গে যুক্ত সাংবাদিকেরা প্রতিবাদ জানালেও বিষয়টির সুরাহা হয়নি।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তাও সম্পাদক পরিষদ ও নোয়াবের নজরে এসেছে।
মেজবাউল হক বলেন, এখন থেকে সাংবাদিকেরা বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তা পাস দেবেন, শুধু সেই কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। আগের মতো সাংবাদিকেরা অবাধে কেন্দ্রীয় ব্যাংকের কোনো বিভাগে প্রবেশ করতে পারবেন না।
সম্পাদক পরিষদ ও নোয়াব মনে করে, এমন পদক্ষেপ সাংবাদিকদের প্রবেশে অঘোষিত নিষেধাজ্ঞারই বহিঃপ্রকাশ। গণমাধ্যমের স্বাধীনতা হরণের নামান্তর। এর ফলে ব্যাংক ও আর্থিক খাত ও দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা জানার অধিকার থেকে জনগণ বঞ্চিত হবে। এমন ব্যবস্থা প্রকারান্তরে এ খাত নিয়ে জনমনের অনাস্থা আরও বাড়িয়ে তুলবে। একই সঙ্গে ব্যাংক ও আর্থিক খাতের অনিয়ম-দুর্নীতিকে উৎসাহিত করবে।
এমন নিষেধাজ্ঞাকে স্বাধীন সাংবাদিকতা, গণতন্ত্র এবং মৌলিক ও সাংবিধানিক অধিকারের পরিপন্থীও মনে করেন সম্পাদক পরিষদ ও নোয়াব সভাপতিরা।
এই পরিস্থিতিতে সম্পাদক পরিষদ ও নোয়াব বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের বাধাহীন প্রবেশ দ্রুততার সঙ্গে নিশ্চিত করার দাবি জানান।

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের স্বাধীন প্রবেশাধিকার দ্রুততার সঙ্গে নিশ্চিত করার দাবি জানিয়েছে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ ও মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
আজ মঙ্গলবার সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও নোয়াব সভাপতি এ কে আজাদ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী দেশের ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অলিখিত নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকদের জন্য সেখানে প্রবেশের অস্থায়ী পাস দেওয়া বন্ধ রাখা হয়েছে। এতে তাঁরা পেশাগত দায়িত্ব পালনের জন্য গত এক মাসেরও বেশি সময় ধরে সেখানে প্রবেশ করতে পারছেন না। অর্থনীতিবিষয়ক প্রতিবেদন তৈরির সঙ্গে যুক্ত সাংবাদিকেরা প্রতিবাদ জানালেও বিষয়টির সুরাহা হয়নি।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তাও সম্পাদক পরিষদ ও নোয়াবের নজরে এসেছে।
মেজবাউল হক বলেন, এখন থেকে সাংবাদিকেরা বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তা পাস দেবেন, শুধু সেই কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। আগের মতো সাংবাদিকেরা অবাধে কেন্দ্রীয় ব্যাংকের কোনো বিভাগে প্রবেশ করতে পারবেন না।
সম্পাদক পরিষদ ও নোয়াব মনে করে, এমন পদক্ষেপ সাংবাদিকদের প্রবেশে অঘোষিত নিষেধাজ্ঞারই বহিঃপ্রকাশ। গণমাধ্যমের স্বাধীনতা হরণের নামান্তর। এর ফলে ব্যাংক ও আর্থিক খাত ও দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা জানার অধিকার থেকে জনগণ বঞ্চিত হবে। এমন ব্যবস্থা প্রকারান্তরে এ খাত নিয়ে জনমনের অনাস্থা আরও বাড়িয়ে তুলবে। একই সঙ্গে ব্যাংক ও আর্থিক খাতের অনিয়ম-দুর্নীতিকে উৎসাহিত করবে।
এমন নিষেধাজ্ঞাকে স্বাধীন সাংবাদিকতা, গণতন্ত্র এবং মৌলিক ও সাংবিধানিক অধিকারের পরিপন্থীও মনে করেন সম্পাদক পরিষদ ও নোয়াব সভাপতিরা।
এই পরিস্থিতিতে সম্পাদক পরিষদ ও নোয়াব বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের বাধাহীন প্রবেশ দ্রুততার সঙ্গে নিশ্চিত করার দাবি জানান।

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
২৪ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
২ ঘণ্টা আগে