Ajker Patrika

এলিফ্যান্ট রোডে মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১৪ মে ২০২২, ১৬: ৩০
এলিফ্যান্ট রোডে মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসায় আরহাম আহমেদ সাদ (১৭) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।

আজ শনিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে এলিফ্যান্ট রোডের ৩৫৫/এ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা পৌনে ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সাদের বাবা ব্যবসায়ী আহমেদ হোসেন শামীম জানান, তাঁদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে। এলিফ্যান্ট রোডে নিজেদের ছয়তলা বাড়ির চারতলায় থাকেন তাঁরা। সকালে সাদের মা নাশতা করার জন্য ডাকে সাদকে। নাশতা করতে না চাওয়ায় তার মা তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে সে রুমের দরজা বন্ধ করে দেয়। প্রায় আধা ঘণ্টা পর তার মা তাকে আবার ডাকতে গেলে কোনো সাড়াশব্দ পায় না। তখন দরজা খুলে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়েছে বলে স্বজনেরা দাবি করছেন। বিস্তারিত তদন্তের জন্য নিউমার্কেট থানা-পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত