ঢামেক প্রতিবেদক

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইলে ও রাত ১০টার দিকে উত্তরা তিন নম্বর সেক্টরে এ দুটি দুর্ঘটনা ঘটে।
রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত (৩৫) বছরের এক যুবক এবং উত্তরা তিন নম্বর সেক্টরে ট্রাকের ধাক্কায় শাহজাদা (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
যাত্রাবাড়ী থেকে ওই অজ্ঞাত যুবককে উদ্ধার করে হাসপাতালে আনা কদমতলি থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, তিনি মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন একটি কাভার্ডভ্যান ওই মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন।
সাইফুল ইসলাম বলেন, তিনি ওই কাভার্ডভ্যানটি চালকসহ জব্দ করেন এবং গুরুতর আহত হওয়া ওই যুবককে হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এসআই আরও বলেন, ঘটনাটি যাত্রাবাড়ী থানা-পুলিশকে জানানো হয়েছে। তাঁরাই পরবর্তী ব্যবস্থা নেবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এদিকে শাহজাদাকে হাসপাতালে আনা সহকর্মী মো. রাফাতুজ জামান বলেন, তারা ইকোলোজিকস নামে একটি আইটি ফার্মে চাকরি করেন। শাহজাদা আইটি ইঞ্জিনিয়ার ছিলেন। তাঁর বাসা মোহাম্মদপুর এলাকায়।
তিনি আরও বলেন, রাতে ডিউটি শেষ করে বাসায় যাচ্ছিলেন। উত্তরা তিন নম্বর সেক্টরে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি ট্রাক সজোরে ধাক্কা দেয় শাহজাদাকে। এতে রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। শাহজাদার বিস্তারিত ঠিকানা জানা যায়নি।

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইলে ও রাত ১০টার দিকে উত্তরা তিন নম্বর সেক্টরে এ দুটি দুর্ঘটনা ঘটে।
রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত (৩৫) বছরের এক যুবক এবং উত্তরা তিন নম্বর সেক্টরে ট্রাকের ধাক্কায় শাহজাদা (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
যাত্রাবাড়ী থেকে ওই অজ্ঞাত যুবককে উদ্ধার করে হাসপাতালে আনা কদমতলি থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, তিনি মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন একটি কাভার্ডভ্যান ওই মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন।
সাইফুল ইসলাম বলেন, তিনি ওই কাভার্ডভ্যানটি চালকসহ জব্দ করেন এবং গুরুতর আহত হওয়া ওই যুবককে হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এসআই আরও বলেন, ঘটনাটি যাত্রাবাড়ী থানা-পুলিশকে জানানো হয়েছে। তাঁরাই পরবর্তী ব্যবস্থা নেবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এদিকে শাহজাদাকে হাসপাতালে আনা সহকর্মী মো. রাফাতুজ জামান বলেন, তারা ইকোলোজিকস নামে একটি আইটি ফার্মে চাকরি করেন। শাহজাদা আইটি ইঞ্জিনিয়ার ছিলেন। তাঁর বাসা মোহাম্মদপুর এলাকায়।
তিনি আরও বলেন, রাতে ডিউটি শেষ করে বাসায় যাচ্ছিলেন। উত্তরা তিন নম্বর সেক্টরে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি ট্রাক সজোরে ধাক্কা দেয় শাহজাদাকে। এতে রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। শাহজাদার বিস্তারিত ঠিকানা জানা যায়নি।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে