Ajker Patrika

জাহাঙ্গীরের নামে সাবেক গোয়েন্দাপ্রধান হারুনের উত্তরার আরও একটি প্লট জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাহাঙ্গীরের নামে সাবেক গোয়েন্দাপ্রধান হারুনের উত্তরার আরও একটি প্লট জব্দের নির্দেশ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক গোয়েন্দাপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক গোয়েন্দাপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেনের নামে থাকা রাজধানীর উত্তরায় আরও একটি প্লট ও প্লটের ওপরের স্থাপনা জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানভীর আহমেদ।

দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন সম্পদ জব্দের আদেশ চেয়ে আদালতে করা আবেদনে বলেন, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে দেশে-বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গাজীপুরের কাপাসিয়ার উলুহারা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের নামে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের রবীন্দ্র সরণির ৪১ নম্বর প্লট ও প্লটের ওপরের স্থাপনা থাকলেও তা মূলত হারুনের বেনামে কেনা সম্পদ। তিনি এসব সম্পদ বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে পলাতক সাবেক ডিবিপ্রধানের এসব সম্পদ জব্দ করা দরকার।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি হারুন অর রশীদের ১০০ বিঘা জমি, পাঁচটি ভবন ও দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত। একই সঙ্গে তাঁর নামে বিভিন্ন ব্যাংকের ১০টি হিসাবে থাকা ১ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৪৬৮ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।

সেদিন তাঁর ভাই এ বি এম শাহরিয়ারের ৩০ বিঘা জমি জব্দ এবং ১১টি ব্যাংক হিসাব ও তিনটি কোম্পানির শেয়ার অবরুদ্ধেরও আদেশ দেন আদালত।

এরপর জাহাঙ্গীর হোসেনের নামে কেনা উত্তরা আবাসিক এলাকার তিনটি প্লট ও একটি ফ্ল্যাট গত ২৪ এপ্রিল জব্দের নির্দেশ দেওয়া হয়। তার আগে জাহাঙ্গীরের বিদেশগমনেও নিষেধাজ্ঞা দেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত