নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক গোয়েন্দাপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেনের নামে থাকা রাজধানীর উত্তরায় আরও একটি প্লট ও প্লটের ওপরের স্থাপনা জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানভীর আহমেদ।
দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন সম্পদ জব্দের আদেশ চেয়ে আদালতে করা আবেদনে বলেন, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে দেশে-বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।
অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গাজীপুরের কাপাসিয়ার উলুহারা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের নামে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের রবীন্দ্র সরণির ৪১ নম্বর প্লট ও প্লটের ওপরের স্থাপনা থাকলেও তা মূলত হারুনের বেনামে কেনা সম্পদ। তিনি এসব সম্পদ বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে পলাতক সাবেক ডিবিপ্রধানের এসব সম্পদ জব্দ করা দরকার।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি হারুন অর রশীদের ১০০ বিঘা জমি, পাঁচটি ভবন ও দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত। একই সঙ্গে তাঁর নামে বিভিন্ন ব্যাংকের ১০টি হিসাবে থাকা ১ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৪৬৮ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।
সেদিন তাঁর ভাই এ বি এম শাহরিয়ারের ৩০ বিঘা জমি জব্দ এবং ১১টি ব্যাংক হিসাব ও তিনটি কোম্পানির শেয়ার অবরুদ্ধেরও আদেশ দেন আদালত।
এরপর জাহাঙ্গীর হোসেনের নামে কেনা উত্তরা আবাসিক এলাকার তিনটি প্লট ও একটি ফ্ল্যাট গত ২৪ এপ্রিল জব্দের নির্দেশ দেওয়া হয়। তার আগে জাহাঙ্গীরের বিদেশগমনেও নিষেধাজ্ঞা দেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক গোয়েন্দাপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেনের নামে থাকা রাজধানীর উত্তরায় আরও একটি প্লট ও প্লটের ওপরের স্থাপনা জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানভীর আহমেদ।
দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন সম্পদ জব্দের আদেশ চেয়ে আদালতে করা আবেদনে বলেন, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে দেশে-বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।
অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গাজীপুরের কাপাসিয়ার উলুহারা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের নামে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের রবীন্দ্র সরণির ৪১ নম্বর প্লট ও প্লটের ওপরের স্থাপনা থাকলেও তা মূলত হারুনের বেনামে কেনা সম্পদ। তিনি এসব সম্পদ বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে পলাতক সাবেক ডিবিপ্রধানের এসব সম্পদ জব্দ করা দরকার।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি হারুন অর রশীদের ১০০ বিঘা জমি, পাঁচটি ভবন ও দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত। একই সঙ্গে তাঁর নামে বিভিন্ন ব্যাংকের ১০টি হিসাবে থাকা ১ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৪৬৮ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।
সেদিন তাঁর ভাই এ বি এম শাহরিয়ারের ৩০ বিঘা জমি জব্দ এবং ১১টি ব্যাংক হিসাব ও তিনটি কোম্পানির শেয়ার অবরুদ্ধেরও আদেশ দেন আদালত।
এরপর জাহাঙ্গীর হোসেনের নামে কেনা উত্তরা আবাসিক এলাকার তিনটি প্লট ও একটি ফ্ল্যাট গত ২৪ এপ্রিল জব্দের নির্দেশ দেওয়া হয়। তার আগে জাহাঙ্গীরের বিদেশগমনেও নিষেধাজ্ঞা দেন আদালত।

অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
১২ মিনিট আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১ ঘণ্টা আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে