
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুর ১২টার পর কয়েক শ শিক্ষার্থী রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় অবস্থান নেয়। সেখান থেকে তারা মিছিল নিয়ে শনির আখড়া হয়ে যাত্রাবাড়ী দিকে যাওয়ার চেষ্টা করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় যানজট।
দুপুর ১২টার পর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ এলাকায় জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। বেলা দেড়টার মধ্যে কয়েক শ শিক্ষার্থী জমায়েত হয় সেখানে। তারা কাঠের গুঁড়ি ফেলে রাস্তা অবরুদ্ধ করে রাখে। শেষ খবর পাওয়া পর্যন্ত যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত অবরোধ করে রাখে বিভিন্ন মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থী।
ঘটনাস্থলের কাছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের দেখা গেছে। এ সময় তাদের সামনেই শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়। রাব্বি নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা কোনো সহিংসতা করব না। আমাদের দাবি মেনে নিলেই আমরা ঘরে ফিরে যাব।’ হামিম নামে অপর এক শিক্ষার্থী বলেন, ‘আমরা কোনো দল করি না। আমাদের সহপাঠীদের কেনো গুলি করে মারা হলো? জানতে চাই।’
যানজট তৈরি হওয়ায় বেশ ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন। সিএনজিচালক বাবুল বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাদ্দাম মার্কেট আসার পর আন্দোলনকারীরা আমাকে বাধা দেয়। পরে আমি যাত্রী নিয়ে ভিতরের গলি দিয়ে আসি।’
দুই শিশুসন্তান নিয়ে মুন্সিগঞ্জ যাবেন তানিয়া বেগম। তিনি বলেন, ‘সাইনবোর্ড পর্যন্ত যাওয়ার পর গণ্ডগোলের কারণে আর যাইতে পারি নাই। তাই আবার যাত্রাবাড়ী ফিরে আসলাম।’ তবে ছাত্ররা কোনো জ্বালা পোড়াও বা কাউকে মারধর করে না বলে জানান এই দুই ব্যক্তি।
এদিকে যাত্রাবাড়ী রাস্তার আশপাশে অবস্থান নিয়েছেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মোল্লা বলেন, ‘যাতে বিশৃঙ্খল পরিস্থিতি না হয় সে জন্য রাজপথে বসে আছি।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুর ১২টার পর কয়েক শ শিক্ষার্থী রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় অবস্থান নেয়। সেখান থেকে তারা মিছিল নিয়ে শনির আখড়া হয়ে যাত্রাবাড়ী দিকে যাওয়ার চেষ্টা করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় যানজট।
দুপুর ১২টার পর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ এলাকায় জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। বেলা দেড়টার মধ্যে কয়েক শ শিক্ষার্থী জমায়েত হয় সেখানে। তারা কাঠের গুঁড়ি ফেলে রাস্তা অবরুদ্ধ করে রাখে। শেষ খবর পাওয়া পর্যন্ত যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত অবরোধ করে রাখে বিভিন্ন মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থী।
ঘটনাস্থলের কাছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের দেখা গেছে। এ সময় তাদের সামনেই শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়। রাব্বি নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা কোনো সহিংসতা করব না। আমাদের দাবি মেনে নিলেই আমরা ঘরে ফিরে যাব।’ হামিম নামে অপর এক শিক্ষার্থী বলেন, ‘আমরা কোনো দল করি না। আমাদের সহপাঠীদের কেনো গুলি করে মারা হলো? জানতে চাই।’
যানজট তৈরি হওয়ায় বেশ ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন। সিএনজিচালক বাবুল বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাদ্দাম মার্কেট আসার পর আন্দোলনকারীরা আমাকে বাধা দেয়। পরে আমি যাত্রী নিয়ে ভিতরের গলি দিয়ে আসি।’
দুই শিশুসন্তান নিয়ে মুন্সিগঞ্জ যাবেন তানিয়া বেগম। তিনি বলেন, ‘সাইনবোর্ড পর্যন্ত যাওয়ার পর গণ্ডগোলের কারণে আর যাইতে পারি নাই। তাই আবার যাত্রাবাড়ী ফিরে আসলাম।’ তবে ছাত্ররা কোনো জ্বালা পোড়াও বা কাউকে মারধর করে না বলে জানান এই দুই ব্যক্তি।
এদিকে যাত্রাবাড়ী রাস্তার আশপাশে অবস্থান নিয়েছেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মোল্লা বলেন, ‘যাতে বিশৃঙ্খল পরিস্থিতি না হয় সে জন্য রাজপথে বসে আছি।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে