ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা শেষে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে এক মুদি দোকানিকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
মো. শরীফুল ইসলাম (৩৫) নামে ওই মুদি দোকানি মারধর করে ৪০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার কথা জানিয়ে ধামরাই থানায় অভিযোগ করেছেন।
গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাওনা এলাকায় শরীফুলের মুদি দোকানের সামনেই এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শরীফুল ইসলাম নান্নার ইউনিয়নের চাওনা গ্রামের মো. আব্দুর আজিজের ছেলে। অভিযুক্তরা হলেন একই এলাকার মৃত দানেজ আলীর ছেলে আব্দুর রহিম, মো. নজু মিয়া, আব্দুল ওলির ছেলে মো. রবিউলসহ অজ্ঞাতনামা তিন-চারজন।
স্থানীয়রা জানান, রাতে বিশ্বকাপ ফুটবল খেলায় আর্জেন্টিনা জয়লাভ করায় খিচুড়ির আয়োজন করেন সমর্থকেরা। সেই খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে শরীফুল ও অভিযুক্তদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানের ভেতরে গিয়ে শরীফুলকে বিবস্ত্র করে মারধর করেন অভিযুক্তরা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শরীফুলের দোকানের টিভিতেই খেলা দেখছিলেন তাঁরা।
ভুক্তভোগী শরীফুল বলেন, ‘খেলা শেষে খিচুড়ি খাওয়ার সময় আমি শুধু বলেছি, খিচুড়ি কম নাই। সবাই খেতে পারবেন। এ কথা কেন বললাম এটাই আমার অপরাধ। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে আমার দোকানের ভেতরে এসে আমাকে এলোপাতাড়ি মারধর করে এবং দোকান থেকে ৪০ হাজার টাকা ও আমার ব্যবহৃত স্মার্টফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে আমাকে হাসপাতালে ভর্তি করে সবাই।’
এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম বলেন, ‘বিশ্বকাপ ফুটবল খেলায় আর্জেন্টিনা জয়লাভ করায় চাওনা গ্রামে শরীফুলের মুদি দোকানে খিচুড়ি খাওয়া নিয়ে ঝামেলা হয়। শরীফুলকে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকার ধামরাইয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা শেষে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে এক মুদি দোকানিকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
মো. শরীফুল ইসলাম (৩৫) নামে ওই মুদি দোকানি মারধর করে ৪০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার কথা জানিয়ে ধামরাই থানায় অভিযোগ করেছেন।
গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাওনা এলাকায় শরীফুলের মুদি দোকানের সামনেই এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শরীফুল ইসলাম নান্নার ইউনিয়নের চাওনা গ্রামের মো. আব্দুর আজিজের ছেলে। অভিযুক্তরা হলেন একই এলাকার মৃত দানেজ আলীর ছেলে আব্দুর রহিম, মো. নজু মিয়া, আব্দুল ওলির ছেলে মো. রবিউলসহ অজ্ঞাতনামা তিন-চারজন।
স্থানীয়রা জানান, রাতে বিশ্বকাপ ফুটবল খেলায় আর্জেন্টিনা জয়লাভ করায় খিচুড়ির আয়োজন করেন সমর্থকেরা। সেই খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে শরীফুল ও অভিযুক্তদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানের ভেতরে গিয়ে শরীফুলকে বিবস্ত্র করে মারধর করেন অভিযুক্তরা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শরীফুলের দোকানের টিভিতেই খেলা দেখছিলেন তাঁরা।
ভুক্তভোগী শরীফুল বলেন, ‘খেলা শেষে খিচুড়ি খাওয়ার সময় আমি শুধু বলেছি, খিচুড়ি কম নাই। সবাই খেতে পারবেন। এ কথা কেন বললাম এটাই আমার অপরাধ। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে আমার দোকানের ভেতরে এসে আমাকে এলোপাতাড়ি মারধর করে এবং দোকান থেকে ৪০ হাজার টাকা ও আমার ব্যবহৃত স্মার্টফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে আমাকে হাসপাতালে ভর্তি করে সবাই।’
এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম বলেন, ‘বিশ্বকাপ ফুটবল খেলায় আর্জেন্টিনা জয়লাভ করায় চাওনা গ্রামে শরীফুলের মুদি দোকানে খিচুড়ি খাওয়া নিয়ে ঝামেলা হয়। শরীফুলকে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
২ ঘণ্টা আগে