কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে পুলিশ ও বিএনপি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিঞ্জিরা বাস রোড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুন রায় সংবাদ সম্মেলন শেষে শতাধিক নেতা-কর্মী নিয়ে থানা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় নেতা-কর্মীরা নিপুন রায়ের ওপর ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলার প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ তাঁদের সেখান থেকে সরাতে হ্যান্ডমাইকে ঘোষণা দেয়। বিএনপির নেতা-কর্মীরা সেখান থেকে না সরে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এ অবস্থায় পুলিশ তাঁদের ওপর লাঠিচার্জ করে। পরে বিএনপি নেতা-কর্মীরা দৌড়ে আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে। এ সময় হঠাৎ গুলির শব্দে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।
ঘটনা প্রসঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুন রায় বলেন, ‘কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নূর হোসেন নূরুর মায়ের অসুস্থ। তাঁকে দেখতে তাঁর বাড়ি গেলে সেখানে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় জিঞ্জিরার পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন শেষে বেরিয়ে যাওয়ার সময় পুলিশ আমাদের নেতা-কর্মীদের পেছন থেকে লাঠিপেটা করে। এতে আমাদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির বলেন, ‘কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বিএনপির নেতা-কর্মীরা জিঞ্জিরা বাস রোডে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এ সময় পুলিশ তাঁদের রাস্তা থেকে সরাতে চাইলে তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে সেখান থেকে তাঁদের সরিয়ে রাস্তা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়।’

ঢাকার কেরানীগঞ্জে পুলিশ ও বিএনপি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিঞ্জিরা বাস রোড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুন রায় সংবাদ সম্মেলন শেষে শতাধিক নেতা-কর্মী নিয়ে থানা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় নেতা-কর্মীরা নিপুন রায়ের ওপর ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলার প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ তাঁদের সেখান থেকে সরাতে হ্যান্ডমাইকে ঘোষণা দেয়। বিএনপির নেতা-কর্মীরা সেখান থেকে না সরে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এ অবস্থায় পুলিশ তাঁদের ওপর লাঠিচার্জ করে। পরে বিএনপি নেতা-কর্মীরা দৌড়ে আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে। এ সময় হঠাৎ গুলির শব্দে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।
ঘটনা প্রসঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুন রায় বলেন, ‘কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নূর হোসেন নূরুর মায়ের অসুস্থ। তাঁকে দেখতে তাঁর বাড়ি গেলে সেখানে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় জিঞ্জিরার পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন শেষে বেরিয়ে যাওয়ার সময় পুলিশ আমাদের নেতা-কর্মীদের পেছন থেকে লাঠিপেটা করে। এতে আমাদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির বলেন, ‘কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বিএনপির নেতা-কর্মীরা জিঞ্জিরা বাস রোডে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এ সময় পুলিশ তাঁদের রাস্তা থেকে সরাতে চাইলে তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে সেখান থেকে তাঁদের সরিয়ে রাস্তা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
২৭ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই হাত ঝলসানো ও গলাকাটা অবস্থায় মো. রিপন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারের পেছনের জমিতে থাকা একটি বিদ্যুতের খুঁটির নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৩৭ মিনিট আগে
বিক্ষোভ কর্মসূচিতে ভেনেজুয়েলায় অবিলম্বে হামলা বন্ধ, প্রেসিডেন্ট মাদুরোকে সুস্থ অবস্থায় দেশে ফেরত পাঠানো এবং আগ্রাসনের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে যুক্তরাষ্ট্রকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানানো হয়।
১ ঘণ্টা আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) গুচ্ছপদ্ধতিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত এই পরীক্ষা হয়। সিকৃবিতে এ বছর ২ হাজার ২০১ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫৬ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন।
১ ঘণ্টা আগে