নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ২২ নৌ কমান্ডোকে মুক্তিযোদ্ধার গেজেট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এসংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী এবাদত হোসেনের বেঞ্চ এই রায় দেন। এর আগে ২২ জন মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের করা রিটের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ৯ মে হাইকোর্ট রুল জারি করেন, যা আজ নিষ্পত্তি করে রায় দেওয়া হলো।
আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। তিনি বলেন, রায়ে আদালত বলেছেন, গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের সাবকমিটির মাধ্যমে বাদ দেওয়ার এক্তিয়ার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের নেই। ২০০৩ সালে ৪৭২ জনের তালিকা থেকে ২২ জনকে অন্তর্ভুক্ত করতে সুপারিশ করে এসংক্রান্ত কমিটি। পরে ২০০৫ সালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় তাঁদের মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করে এবং রাষ্ট্রীয় সম্মানী ভাতা পেয়ে আসছেন তাঁরা। কিন্তু আবারও যাচাই-বাছাই করে ওই ২২ জনসহ ২৪ জনকে বাদ দিতে ২০১৬ সালের ৭ এপ্রিল জামুকা সিদ্ধান্ত গ্রহণ করে।
জামুকার ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের মো. আব্দুল হান্নান সরকারসহ ২২ মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ৯ মে হাইকোর্ট রুল জারি করেন। রুলে ওই মুক্তিযোদ্ধাদের গেজেট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। সেই সঙ্গে তাঁদের বাদ দেওয়ার সিদ্ধান্তও স্থগিত করেন আদালত।

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ২২ নৌ কমান্ডোকে মুক্তিযোদ্ধার গেজেট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এসংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী এবাদত হোসেনের বেঞ্চ এই রায় দেন। এর আগে ২২ জন মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের করা রিটের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ৯ মে হাইকোর্ট রুল জারি করেন, যা আজ নিষ্পত্তি করে রায় দেওয়া হলো।
আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। তিনি বলেন, রায়ে আদালত বলেছেন, গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের সাবকমিটির মাধ্যমে বাদ দেওয়ার এক্তিয়ার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের নেই। ২০০৩ সালে ৪৭২ জনের তালিকা থেকে ২২ জনকে অন্তর্ভুক্ত করতে সুপারিশ করে এসংক্রান্ত কমিটি। পরে ২০০৫ সালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় তাঁদের মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করে এবং রাষ্ট্রীয় সম্মানী ভাতা পেয়ে আসছেন তাঁরা। কিন্তু আবারও যাচাই-বাছাই করে ওই ২২ জনসহ ২৪ জনকে বাদ দিতে ২০১৬ সালের ৭ এপ্রিল জামুকা সিদ্ধান্ত গ্রহণ করে।
জামুকার ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের মো. আব্দুল হান্নান সরকারসহ ২২ মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ৯ মে হাইকোর্ট রুল জারি করেন। রুলে ওই মুক্তিযোদ্ধাদের গেজেট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। সেই সঙ্গে তাঁদের বাদ দেওয়ার সিদ্ধান্তও স্থগিত করেন আদালত।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১০ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে