Ajker Patrika

মুক্তিযুদ্ধের সংগঠক হুমায়ুন কবির হিরু মারা গেছেন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২৪, ২১: ০৩
মুক্তিযুদ্ধের সংগঠক হুমায়ুন কবির হিরু মারা গেছেন

জাসদের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক এমপি অধ্যাপক হুমায়ুন কবির হিরু মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩ মিনিটের দিকে বেতাগী হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, উচ্চ রক্তচাপে অসুস্থ হয়ে রাত ১২টায় তিনি ওই হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় রাতে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক এমপির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। 

হুমায়ুন কবির হিরু বরগুনা-১ (বেতাগী-বরগুনা) আসনের সাবেক এমপি, ঢাকা মডার্ন কলেজের সাবেক অধ্যক্ষ, হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক অধ্যাপক, জাতিসংঘের শিশু অধিকার ফোরামের বাংলাদেশ অংশের সাবেক পরিচালক, মুজিব বাহিনীর কমান্ডার। তিনি রাজনীতির বাইরেও সমাজ সংস্কারক হিসেবে অসংখ্য সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। 

বেতাগী পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাদ আসর মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত