উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগের কামাড়পাড়ায় বাসার গেটে এক গৃহবধূ ও তাঁর দুই বছরের মেয়েকে অ্যাসিড নিক্ষেপ করে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। কামাড়পাড়ার ওয়ালটন মোড়ে আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় অ্যাসিড দগ্ধ সাথী রানী (৩০) ও তার মেয়ে বিজয়িনীকে প্রথমে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়। তারা বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
পাবনার সদর উপজেলার ডেমরা গ্রামের জয় কুমারের স্ত্রী সাথী রানী ও মেয়ে বিজয়িনী। তাঁরা বর্তমানে তুরাগের কামাড়পাড়ার একটি ভাড়া বাসায় বাস করেন।
এ বিষয়ে জয় কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি অফিসে ছিলাম। আমার স্ত্রী ও মেয়ে বাসায় ছিল। মেয়ের চুল কাটানোর জন্য সেলুনে গিয়েছিল। চুল কাটানো শেষে বাসার গেটের সামনের রাস্তায় পৌঁছামাত্রই আমার স্ত্রীকে ও সন্তানকে দুর্বৃত্তরা অ্যাসিড নিক্ষেপ করে। পরে স্ত্রীর গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘পরে খবর পেয়ে অফিস থেকে গিয়ে স্ত্রী-সন্তানকে প্রথমে উত্তরার একটি হাসপাতালে ও তারপর শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করাই।’
জয় বলেন, ‘নিক্ষেপ করা অ্যাসিডে আমার মেয়ের মুখ, মাথাসহ সারা শরীর দগ্ধ এবং স্ত্রীর মাথা, চোখ, ঘাড়, পিঠ, বুকে দগ্ধ হয়েছে। এখন স্ত্রীর চোখ নিয়ে চিন্তিত রয়েছি।’
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বিকেলে অ্যাসিডে দগ্ধ মা ছেলে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শিশুর শরীরের ২০ শতাংশ (গলা থেকে নিচ পর্যন্ত) ও মায়ের শরীরের ১৩ শতাংশ পুড়ে গেছে।
এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাত খান আজকের পত্রিকাকে বলেন, ‘মা-মেয়েকে অ্যাসিডে নিক্ষেপ করে চেইন ছিনতাইয়ের ঘটনা নিয়ে আমরা কাজ করছি। যে বা যারাই এ ঘটনা ঘটিয়েছে, তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’

রাজধানীর তুরাগের কামাড়পাড়ায় বাসার গেটে এক গৃহবধূ ও তাঁর দুই বছরের মেয়েকে অ্যাসিড নিক্ষেপ করে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। কামাড়পাড়ার ওয়ালটন মোড়ে আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় অ্যাসিড দগ্ধ সাথী রানী (৩০) ও তার মেয়ে বিজয়িনীকে প্রথমে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়। তারা বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
পাবনার সদর উপজেলার ডেমরা গ্রামের জয় কুমারের স্ত্রী সাথী রানী ও মেয়ে বিজয়িনী। তাঁরা বর্তমানে তুরাগের কামাড়পাড়ার একটি ভাড়া বাসায় বাস করেন।
এ বিষয়ে জয় কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি অফিসে ছিলাম। আমার স্ত্রী ও মেয়ে বাসায় ছিল। মেয়ের চুল কাটানোর জন্য সেলুনে গিয়েছিল। চুল কাটানো শেষে বাসার গেটের সামনের রাস্তায় পৌঁছামাত্রই আমার স্ত্রীকে ও সন্তানকে দুর্বৃত্তরা অ্যাসিড নিক্ষেপ করে। পরে স্ত্রীর গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘পরে খবর পেয়ে অফিস থেকে গিয়ে স্ত্রী-সন্তানকে প্রথমে উত্তরার একটি হাসপাতালে ও তারপর শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করাই।’
জয় বলেন, ‘নিক্ষেপ করা অ্যাসিডে আমার মেয়ের মুখ, মাথাসহ সারা শরীর দগ্ধ এবং স্ত্রীর মাথা, চোখ, ঘাড়, পিঠ, বুকে দগ্ধ হয়েছে। এখন স্ত্রীর চোখ নিয়ে চিন্তিত রয়েছি।’
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বিকেলে অ্যাসিডে দগ্ধ মা ছেলে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শিশুর শরীরের ২০ শতাংশ (গলা থেকে নিচ পর্যন্ত) ও মায়ের শরীরের ১৩ শতাংশ পুড়ে গেছে।
এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাত খান আজকের পত্রিকাকে বলেন, ‘মা-মেয়েকে অ্যাসিডে নিক্ষেপ করে চেইন ছিনতাইয়ের ঘটনা নিয়ে আমরা কাজ করছি। যে বা যারাই এ ঘটনা ঘটিয়েছে, তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’

কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
৩১ মিনিট আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
৩৭ মিনিট আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জের সুবিধা গত বছরের ২৫ নভেম্বর চালু হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে চালু হলো র্যাপিড পাসের অ্যাপ।
১ ঘণ্টা আগে