কিশোরগঞ্জ প্রতিনিধি

ভৈরবের একটি নামকরা বেকারি ক্যাপিটাল ফুডস। কেক, বিস্কুট, লাড্ডুসহ নানা ধরনের খাদ্যদ্রব্য তৈরি করে তারা। নিয়ম অনুযায়ী খাদ্যদ্রব্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লিখে রাখতে হয়। তাদের উৎপাদিত খাদ্যপণ্যেও তারিখ লেখা ছিল। তবে সে সবে ৭ থেকে ৮ দিন পরের তারিখ লিখে রাখা হয়। প্রতিষ্ঠানটি সরকারের কাছ থেকে মিল্ক ব্রেড উৎপাদনের অনুমোদন না নিলেও দেদার এসব উৎপাদন করে যাচ্ছিল। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
একই উপজেলার আরেকটি প্রতিষ্ঠানের নাম ইয়াকুব অ্যান্ড মাহবুব ফুড প্রোডাক্টস। তারা পচা মরিচ দিয়ে মরিচগুঁড়ো তৈরি করছিল। গুঁড়ো লাল দেখানোর জন্য মেশানো হয় মানব দেহের জন্য ক্ষতিকর রং। এ ছাড়াও এসব গুঁড়ো তৈরি হতো অস্বাস্থ্যকর পরিবেশে। নিরাপদ খাদ্য আইনে এই প্রতিষ্ঠানকেও ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
ভৈরব বাজারে রহিম বেকারিতে কেক তৈরিতে ব্যবহার হচ্ছিল মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক রং। তাদের প্রতিষ্ঠানে ক্রয়-বিক্রয়ের রসিদও সংরক্ষণ করা হয় না। বিশুদ্ধ খাদ্য আদালত তাদের ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
শনিবার (১০ মে) দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আরিফুল ইসলাম সংক্ষিপ্ত বিচারিকপ্রক্রিয়ায় আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল।
এ ছাড়া বিভিন্ন বেকারিতে অভিযান চালিয়ে বিপুল মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ করে আদালত। পরে এগুলো ধ্বংস করা হয়। আদালত পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা।

ভৈরবের একটি নামকরা বেকারি ক্যাপিটাল ফুডস। কেক, বিস্কুট, লাড্ডুসহ নানা ধরনের খাদ্যদ্রব্য তৈরি করে তারা। নিয়ম অনুযায়ী খাদ্যদ্রব্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লিখে রাখতে হয়। তাদের উৎপাদিত খাদ্যপণ্যেও তারিখ লেখা ছিল। তবে সে সবে ৭ থেকে ৮ দিন পরের তারিখ লিখে রাখা হয়। প্রতিষ্ঠানটি সরকারের কাছ থেকে মিল্ক ব্রেড উৎপাদনের অনুমোদন না নিলেও দেদার এসব উৎপাদন করে যাচ্ছিল। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
একই উপজেলার আরেকটি প্রতিষ্ঠানের নাম ইয়াকুব অ্যান্ড মাহবুব ফুড প্রোডাক্টস। তারা পচা মরিচ দিয়ে মরিচগুঁড়ো তৈরি করছিল। গুঁড়ো লাল দেখানোর জন্য মেশানো হয় মানব দেহের জন্য ক্ষতিকর রং। এ ছাড়াও এসব গুঁড়ো তৈরি হতো অস্বাস্থ্যকর পরিবেশে। নিরাপদ খাদ্য আইনে এই প্রতিষ্ঠানকেও ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
ভৈরব বাজারে রহিম বেকারিতে কেক তৈরিতে ব্যবহার হচ্ছিল মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক রং। তাদের প্রতিষ্ঠানে ক্রয়-বিক্রয়ের রসিদও সংরক্ষণ করা হয় না। বিশুদ্ধ খাদ্য আদালত তাদের ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
শনিবার (১০ মে) দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আরিফুল ইসলাম সংক্ষিপ্ত বিচারিকপ্রক্রিয়ায় আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল।
এ ছাড়া বিভিন্ন বেকারিতে অভিযান চালিয়ে বিপুল মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ করে আদালত। পরে এগুলো ধ্বংস করা হয়। আদালত পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
২০ মিনিট আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৩০ মিনিট আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৪০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে ঢাকা-৭ আসনের প্রার্থীরা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান, কুশল বিনিময় এবং মতবিনিময়ের মাধ্যমে মাঠে সক্রিয় রয়েছেন। তবে ভোটারদের অনেকে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
১ ঘণ্টা আগে