ঢাবি প্রতিনিধি

যতক্ষণ কমলাপুর রেল স্টেশনে ঢুকতে দেওয়া হবে না ততক্ষণ মহিউদ্দিন রনির সঙ্গে গেটে অবস্থান করার ঘোষণা দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আজ রোববার বিকেলে দীর্ঘদিন ধরে রেলওয়ে অব্যবস্থাপনার জন্য আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির সঙ্গে সংহতি প্রকাশ করতে গিয়ে স্টেশন গেটে বাধাপ্রাপ্ত হন জাফরুল্লাহ।
জাফরুল্লাহ বলেন, ‘যতক্ষণ কমলাপুর রেল স্টেশনে ঢুকতে দেওয়া হবে না ততক্ষণ রনির সঙ্গে গেটে অবস্থান করব। তার প্রত্যেকটা দাবি যুক্তিসংগত। তাকে আমি অভিনন্দন জানাই। সে ৭ জুলাই থেকে সকল নিপীড়ন অগ্রাহ্য করে এখানে অবস্থান করছে। রেলওয়ে কর্তৃপক্ষের বলা উচিত যে আপনার এই ছয় দফাকে বাস্তবায়ন করব। আজকে দেখেন রেলওয়ে পরিবহনের কাছ থেকে টিকিট পাব না; ব্ল্যাক থেকে টিকিট কিনতে হবে! এটা খুব কঠিন কাজ। তার প্রতিটি দাবি যৌক্তিক। ডিজিটাল একটা নিয়ম থাকতে পারে, দুইটা, তিন-চারটা টিকিট থাকতে পারে না।’
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি আরও বলেন, ‘তাকে আপনারা (রেল কর্তৃপক্ষ) বাইরে আটকে রেখেছেন কেন? বাইরে আটকে রেখে কারও আকাঙ্ক্ষাকে দমন করা যায় না। আমি ডায়লেসিসের রোগী, আমি অসুস্থ মানুষ; আমার মনে হয়েছে তাঁর পাশে গিয়ে দাঁড়ানো দরকার।’
জাফরুল্লাহ আরও বলেন, ‘আপনারা জানেন মুক্তিযুদ্ধে আমাদের ছোট অবদান আছে। মুক্তিযুদ্ধের যে স্বপ্ন সেটা সকল মানুষের স্বপ্ন। সাধারণ মানুষ সুযোগ-সুবিধা পাবে না তা হতে পারে না। আমি সরকারকে বলব, সরকারের উচিত বলা যে আমরা প্রত্যেকটা দফা বাস্তবায়ন করার জন্য ব্যবস্থা নিচ্ছি এবং কাল যেন সে বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে পারে; এখানে যেন অবস্থান করতে না হয়। আগামী দু’মাসের মধ্যে যেন বাস্তবায়ন হয় তার আশা প্রকাশ করেন।’
‘কেউ আন্দোলন করতে আসলে চা খাওয়াব’ প্রধানমন্ত্রীর এ কথাকে উদ্ধৃত করে জাফরুল্লাহ বলেন, ‘স্টেশন মাস্টারের উচিত রনিকে চা খাইয়ে দেওয়া।’
জাফরুল্লাহ আরও বলেন, ‘পঁচা ডিম মেরে আন্দোলন বন্ধ করা যায় না, নিরাপত্তা বাহিনী দিয়েও আন্দোলন বন্ধ করা যায় না। আপনার কয়জন আসবেন? পঞ্চাশ জন, পাঁচ শ জন! আমরা আসব পাঁচ হাজার। আমাদেরকে দমাতে পারবেন না।’

যতক্ষণ কমলাপুর রেল স্টেশনে ঢুকতে দেওয়া হবে না ততক্ষণ মহিউদ্দিন রনির সঙ্গে গেটে অবস্থান করার ঘোষণা দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আজ রোববার বিকেলে দীর্ঘদিন ধরে রেলওয়ে অব্যবস্থাপনার জন্য আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির সঙ্গে সংহতি প্রকাশ করতে গিয়ে স্টেশন গেটে বাধাপ্রাপ্ত হন জাফরুল্লাহ।
জাফরুল্লাহ বলেন, ‘যতক্ষণ কমলাপুর রেল স্টেশনে ঢুকতে দেওয়া হবে না ততক্ষণ রনির সঙ্গে গেটে অবস্থান করব। তার প্রত্যেকটা দাবি যুক্তিসংগত। তাকে আমি অভিনন্দন জানাই। সে ৭ জুলাই থেকে সকল নিপীড়ন অগ্রাহ্য করে এখানে অবস্থান করছে। রেলওয়ে কর্তৃপক্ষের বলা উচিত যে আপনার এই ছয় দফাকে বাস্তবায়ন করব। আজকে দেখেন রেলওয়ে পরিবহনের কাছ থেকে টিকিট পাব না; ব্ল্যাক থেকে টিকিট কিনতে হবে! এটা খুব কঠিন কাজ। তার প্রতিটি দাবি যৌক্তিক। ডিজিটাল একটা নিয়ম থাকতে পারে, দুইটা, তিন-চারটা টিকিট থাকতে পারে না।’
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি আরও বলেন, ‘তাকে আপনারা (রেল কর্তৃপক্ষ) বাইরে আটকে রেখেছেন কেন? বাইরে আটকে রেখে কারও আকাঙ্ক্ষাকে দমন করা যায় না। আমি ডায়লেসিসের রোগী, আমি অসুস্থ মানুষ; আমার মনে হয়েছে তাঁর পাশে গিয়ে দাঁড়ানো দরকার।’
জাফরুল্লাহ আরও বলেন, ‘আপনারা জানেন মুক্তিযুদ্ধে আমাদের ছোট অবদান আছে। মুক্তিযুদ্ধের যে স্বপ্ন সেটা সকল মানুষের স্বপ্ন। সাধারণ মানুষ সুযোগ-সুবিধা পাবে না তা হতে পারে না। আমি সরকারকে বলব, সরকারের উচিত বলা যে আমরা প্রত্যেকটা দফা বাস্তবায়ন করার জন্য ব্যবস্থা নিচ্ছি এবং কাল যেন সে বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে পারে; এখানে যেন অবস্থান করতে না হয়। আগামী দু’মাসের মধ্যে যেন বাস্তবায়ন হয় তার আশা প্রকাশ করেন।’
‘কেউ আন্দোলন করতে আসলে চা খাওয়াব’ প্রধানমন্ত্রীর এ কথাকে উদ্ধৃত করে জাফরুল্লাহ বলেন, ‘স্টেশন মাস্টারের উচিত রনিকে চা খাইয়ে দেওয়া।’
জাফরুল্লাহ আরও বলেন, ‘পঁচা ডিম মেরে আন্দোলন বন্ধ করা যায় না, নিরাপত্তা বাহিনী দিয়েও আন্দোলন বন্ধ করা যায় না। আপনার কয়জন আসবেন? পঞ্চাশ জন, পাঁচ শ জন! আমরা আসব পাঁচ হাজার। আমাদেরকে দমাতে পারবেন না।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৭ ঘণ্টা আগে