Ajker Patrika

কেরানীগঞ্জে অপহৃত কিশোরী রাঙামাটি থেকে উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জে অপহৃত কিশোরী রাঙামাটি থেকে উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জ থেকে অপহরণের শিকার এক কিশোরীকে ৫ দিন পর রাঙামাটি থেকে উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফারজানা নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, মেয়েটি মা বাবার সঙ্গে শান্তিনগর টানপাড়া এলাকায় নানা বাড়িতে বসবাস করে। গত ১৪ মে সকাল ৭টার দিকে মেয়েটি স্কুলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়। পরে বাড়ির ভাড়াটিয়া ফারজানা ও ফারজানার স্বামী আমিন উদ্দিন মেয়েটিকে পথ থেকে ভুল বুঝিয়ে অপহরণ করে। অপহরণকারীরা মেয়ের ফুফুর মুঠোফোনে কল করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং এ ঘটনা পুলিশকে জানালে মেয়েটিকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। 

এ ঘটনায় মেয়েটির বাবা কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা রুজু করেন। মামলার পরিপ্রেক্ষিতে আমাদের একটি চৌকস দল রাঙামাটি জেলার লংগদু উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় মেয়েটিকে উদ্ধার করা হয় এবং অপহরণকারী ফারজানাকে গ্রেপ্তার করা হয়। 

ওসি আরও জানান, অপহরণের সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আসামি ফারজানা ও তার স্বামী আমিন উদ্দিন পাচার চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় অপহরণ ও মুক্তিপণ দাবির একাধিক মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’: প্রধান উপদেষ্টার প্রেস উইং

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত