নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকৃতি-পরিবেশ রক্ষা করেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল।
আজ বুধবার ঢাকার প্রেসক্লাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’র যুব প্ল্যাটফর্ম ‘যুব বাপা’ ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
সুলতানা কামাল বলেন, জীবন জীবিকার পরিবেশ যদি পরিচ্ছন্ন না হয়, দূষণমুক্ত না হয়, তাহলে অন্য উন্নয়নও বাধাগ্রস্ত হয়। সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে সুলতানা কামাল জানান, বাপা বিদেশ থেকে কোনো ফান্ড আনে না। সদস্যদের চাঁদার টাকায় তাদের সংগঠন চলে। তাই বাইরে থেকে ফান্ড এনে সংগঠনের নেতারা তা তছরুপ করেছেন এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, পরিবেশ আন্দোলনকে আরও সংগঠিত, বেগবান এবং শক্তিশালী যুব ও জন আন্দোলন গড়ে তুলতে ‘যুব বাপা’ গঠন করা হয়েছে। এই সংগঠনের মাধ্যমে তরুণদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। জ্ঞানভিত্তিক পরিবেশ কর্মী হিসেবে তাদের গড়ে তোলা হবে, যাতে করে পরিবেশ রক্ষায় তারা ভূমিকা রাখতে পারে। পরে কিশোরে বাপা গঠন করার পরিকল্পনার কথাও জানান তিনি।
এদিকে প্রশ্নোত্তর পর্বে আজকের পত্রিকার এক প্রশ্নের জবাবে বাপার প্রতিনিধিরা জানান, হাতিরঝিলের পরিবেশ রক্ষায় আন্দোলন আরও জোরদার করা হবে। হাতিরঝিলে নর্দমার পানি ফেলা বন্ধ না হলে এখানকার পরিবেশের সুরক্ষা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তারা। নতুন করে ওয়াটার ট্যাক্সি প্রকল্পটি বিস্তৃত করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাও সফল হবে না বলে জানান তারা। তারা বলেন, সরকার হাতিরঝিলের পরিবেশ সুরক্ষায় যে প্রকল্প নিয়েছে, তার সঠিক বাস্তবায়নের ওপর নির্ভর করছে এর ভবিষ্যৎ চিত্র কি হবে।
সংবাদ সম্মেলনে গ্রিন ভয়েস, রিভার ও ডেল্টা রিসার্চ সেন্টারসহ ২০ টির বেশি পরিবেশবাদী সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা আলোচনায় অংশ নিয়ে বলেন, পরিবেশ আন্দোলন ও পরিবেশ সচেতনতা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারলে বর্তমান নাজুক অবস্থায় পরিবর্তন আসবে। যুবদের পরিবেশ আন্দোলনে সম্পৃক্ত করার জন্য এ ধরনের সংগঠন তৈরির উদ্যোগকেও স্বাগত জানান বক্তারা।

প্রকৃতি-পরিবেশ রক্ষা করেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল।
আজ বুধবার ঢাকার প্রেসক্লাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’র যুব প্ল্যাটফর্ম ‘যুব বাপা’ ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
সুলতানা কামাল বলেন, জীবন জীবিকার পরিবেশ যদি পরিচ্ছন্ন না হয়, দূষণমুক্ত না হয়, তাহলে অন্য উন্নয়নও বাধাগ্রস্ত হয়। সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে সুলতানা কামাল জানান, বাপা বিদেশ থেকে কোনো ফান্ড আনে না। সদস্যদের চাঁদার টাকায় তাদের সংগঠন চলে। তাই বাইরে থেকে ফান্ড এনে সংগঠনের নেতারা তা তছরুপ করেছেন এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, পরিবেশ আন্দোলনকে আরও সংগঠিত, বেগবান এবং শক্তিশালী যুব ও জন আন্দোলন গড়ে তুলতে ‘যুব বাপা’ গঠন করা হয়েছে। এই সংগঠনের মাধ্যমে তরুণদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। জ্ঞানভিত্তিক পরিবেশ কর্মী হিসেবে তাদের গড়ে তোলা হবে, যাতে করে পরিবেশ রক্ষায় তারা ভূমিকা রাখতে পারে। পরে কিশোরে বাপা গঠন করার পরিকল্পনার কথাও জানান তিনি।
এদিকে প্রশ্নোত্তর পর্বে আজকের পত্রিকার এক প্রশ্নের জবাবে বাপার প্রতিনিধিরা জানান, হাতিরঝিলের পরিবেশ রক্ষায় আন্দোলন আরও জোরদার করা হবে। হাতিরঝিলে নর্দমার পানি ফেলা বন্ধ না হলে এখানকার পরিবেশের সুরক্ষা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তারা। নতুন করে ওয়াটার ট্যাক্সি প্রকল্পটি বিস্তৃত করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাও সফল হবে না বলে জানান তারা। তারা বলেন, সরকার হাতিরঝিলের পরিবেশ সুরক্ষায় যে প্রকল্প নিয়েছে, তার সঠিক বাস্তবায়নের ওপর নির্ভর করছে এর ভবিষ্যৎ চিত্র কি হবে।
সংবাদ সম্মেলনে গ্রিন ভয়েস, রিভার ও ডেল্টা রিসার্চ সেন্টারসহ ২০ টির বেশি পরিবেশবাদী সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা আলোচনায় অংশ নিয়ে বলেন, পরিবেশ আন্দোলন ও পরিবেশ সচেতনতা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারলে বর্তমান নাজুক অবস্থায় পরিবর্তন আসবে। যুবদের পরিবেশ আন্দোলনে সম্পৃক্ত করার জন্য এ ধরনের সংগঠন তৈরির উদ্যোগকেও স্বাগত জানান বক্তারা।

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ (ওটি)। অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করছেন হাসপাতালের নার্সরা।
৫ ঘণ্টা আগে
ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ১৪ বছর ধরে চলমান। ২০২৩ ও ২০২৪ সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
৬ ঘণ্টা আগে
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের দেড় বছরের ব্যবধানে সম্পদ ২১ কোটি থেকে বেড়ে ৪১ কোটির ঘরে পৌঁছেছে। হোটেল ব্যবসা ও দোকানপাট ভাড়া দিয়ে এক বছর আগেও তিনি বার্ষিক করতেন ১ কোটি টাকার ওপরে।
৬ ঘণ্টা আগে