নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকৃতি-পরিবেশ রক্ষা করেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল।
আজ বুধবার ঢাকার প্রেসক্লাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’র যুব প্ল্যাটফর্ম ‘যুব বাপা’ ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
সুলতানা কামাল বলেন, জীবন জীবিকার পরিবেশ যদি পরিচ্ছন্ন না হয়, দূষণমুক্ত না হয়, তাহলে অন্য উন্নয়নও বাধাগ্রস্ত হয়। সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে সুলতানা কামাল জানান, বাপা বিদেশ থেকে কোনো ফান্ড আনে না। সদস্যদের চাঁদার টাকায় তাদের সংগঠন চলে। তাই বাইরে থেকে ফান্ড এনে সংগঠনের নেতারা তা তছরুপ করেছেন এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, পরিবেশ আন্দোলনকে আরও সংগঠিত, বেগবান এবং শক্তিশালী যুব ও জন আন্দোলন গড়ে তুলতে ‘যুব বাপা’ গঠন করা হয়েছে। এই সংগঠনের মাধ্যমে তরুণদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। জ্ঞানভিত্তিক পরিবেশ কর্মী হিসেবে তাদের গড়ে তোলা হবে, যাতে করে পরিবেশ রক্ষায় তারা ভূমিকা রাখতে পারে। পরে কিশোরে বাপা গঠন করার পরিকল্পনার কথাও জানান তিনি।
এদিকে প্রশ্নোত্তর পর্বে আজকের পত্রিকার এক প্রশ্নের জবাবে বাপার প্রতিনিধিরা জানান, হাতিরঝিলের পরিবেশ রক্ষায় আন্দোলন আরও জোরদার করা হবে। হাতিরঝিলে নর্দমার পানি ফেলা বন্ধ না হলে এখানকার পরিবেশের সুরক্ষা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তারা। নতুন করে ওয়াটার ট্যাক্সি প্রকল্পটি বিস্তৃত করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাও সফল হবে না বলে জানান তারা। তারা বলেন, সরকার হাতিরঝিলের পরিবেশ সুরক্ষায় যে প্রকল্প নিয়েছে, তার সঠিক বাস্তবায়নের ওপর নির্ভর করছে এর ভবিষ্যৎ চিত্র কি হবে।
সংবাদ সম্মেলনে গ্রিন ভয়েস, রিভার ও ডেল্টা রিসার্চ সেন্টারসহ ২০ টির বেশি পরিবেশবাদী সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা আলোচনায় অংশ নিয়ে বলেন, পরিবেশ আন্দোলন ও পরিবেশ সচেতনতা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারলে বর্তমান নাজুক অবস্থায় পরিবর্তন আসবে। যুবদের পরিবেশ আন্দোলনে সম্পৃক্ত করার জন্য এ ধরনের সংগঠন তৈরির উদ্যোগকেও স্বাগত জানান বক্তারা।

প্রকৃতি-পরিবেশ রক্ষা করেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল।
আজ বুধবার ঢাকার প্রেসক্লাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’র যুব প্ল্যাটফর্ম ‘যুব বাপা’ ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
সুলতানা কামাল বলেন, জীবন জীবিকার পরিবেশ যদি পরিচ্ছন্ন না হয়, দূষণমুক্ত না হয়, তাহলে অন্য উন্নয়নও বাধাগ্রস্ত হয়। সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে সুলতানা কামাল জানান, বাপা বিদেশ থেকে কোনো ফান্ড আনে না। সদস্যদের চাঁদার টাকায় তাদের সংগঠন চলে। তাই বাইরে থেকে ফান্ড এনে সংগঠনের নেতারা তা তছরুপ করেছেন এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, পরিবেশ আন্দোলনকে আরও সংগঠিত, বেগবান এবং শক্তিশালী যুব ও জন আন্দোলন গড়ে তুলতে ‘যুব বাপা’ গঠন করা হয়েছে। এই সংগঠনের মাধ্যমে তরুণদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। জ্ঞানভিত্তিক পরিবেশ কর্মী হিসেবে তাদের গড়ে তোলা হবে, যাতে করে পরিবেশ রক্ষায় তারা ভূমিকা রাখতে পারে। পরে কিশোরে বাপা গঠন করার পরিকল্পনার কথাও জানান তিনি।
এদিকে প্রশ্নোত্তর পর্বে আজকের পত্রিকার এক প্রশ্নের জবাবে বাপার প্রতিনিধিরা জানান, হাতিরঝিলের পরিবেশ রক্ষায় আন্দোলন আরও জোরদার করা হবে। হাতিরঝিলে নর্দমার পানি ফেলা বন্ধ না হলে এখানকার পরিবেশের সুরক্ষা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তারা। নতুন করে ওয়াটার ট্যাক্সি প্রকল্পটি বিস্তৃত করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাও সফল হবে না বলে জানান তারা। তারা বলেন, সরকার হাতিরঝিলের পরিবেশ সুরক্ষায় যে প্রকল্প নিয়েছে, তার সঠিক বাস্তবায়নের ওপর নির্ভর করছে এর ভবিষ্যৎ চিত্র কি হবে।
সংবাদ সম্মেলনে গ্রিন ভয়েস, রিভার ও ডেল্টা রিসার্চ সেন্টারসহ ২০ টির বেশি পরিবেশবাদী সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা আলোচনায় অংশ নিয়ে বলেন, পরিবেশ আন্দোলন ও পরিবেশ সচেতনতা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারলে বর্তমান নাজুক অবস্থায় পরিবর্তন আসবে। যুবদের পরিবেশ আন্দোলনে সম্পৃক্ত করার জন্য এ ধরনের সংগঠন তৈরির উদ্যোগকেও স্বাগত জানান বক্তারা।

নারায়ণগঞ্জ আদালতে যৌতুক মামলায় হাজিরা দিতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদল নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল। আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁরা ডাকাতদের কবলে পড়েন। উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দুই সংসদ সদস্য প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত সিভিল জজ। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ওই কমিটির পক্ষ থেকে দুটি কারণ দর্শানোর নোটিশ গণমাধ্যমে পাঠানো হয়।
২৫ মিনিট আগে
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং বাংলা ইনসাইডার পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা এক মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী এই আদেশ দেন।
২৮ মিনিট আগে