Ajker Patrika

‘মঙ্গল শোভাযাত্রা কাজটা শিরকের’ লিখে উড়োচিঠি, শাহবাগ থানায় জিডি 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৬: ২৬
‘মঙ্গল শোভাযাত্রা কাজটা শিরকের’ লিখে উড়োচিঠি, শাহবাগ থানায় জিডি 

‘মঙ্গল শোভাযাত্রা কাজটা শিরকের। এখানে এসে ক্ষতি করোনা তোমাদের, হামলা হতে পারে এনিটাইম। ঐ দিনের দাজ্জালী বাহিনী পাবে না টের মোদের’—   লেখা সংবলিত একটি  উড়োচিঠি ও পাশে পঞ্চাশ টাকার একটি নোট পাওয়ার প্রেক্ষিতে গতকাল রাতে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আয়োজক কমিটির সদস্য আবতাহী রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ। 

নূর মোহাম্মদ বলেন, ‘মঙ্গল শোভাযাত্রা আয়োজক কমিটির এক সদস্য একটি চিরকুট পেয়েছেন উল্লেখ করে সাধারণ ডায়েরি করেছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

জিডিতে উল্লেখ করা হয়, ‘মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে অর্থ ও নিরাপত্তা কমিটির দায়িত্ব পালনের সময় ১১ এপ্রিল রাত ৯টা ৪৫ মিনিটের দিকে চারুকলার পশ্চিম পাশের দেয়ালে রঙের কাজ তদারকির সময় প্লাস্টিক চেয়ারের ওপর একটি সাদা কাগজ ও পঞ্চাশ টাকার নোট পাই।’

পরবর্তীতে এ বিষয়ে চারুকলা অনুষদের প্রক্টরিয়াল টিমের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের নির্দেশে জিডির আবেদন করা হয়েছে বলে উল্লেখ করা হয় জিডিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে হবে ভিসা বন্ড, নতুন মার্কিন নিয়ম

শরিয়তি ফারায়েজ অনুযায়ী মেয়ের সন্তান নানার সম্পত্তির সরাসরি ওয়ারিশ হয় না

যুক্তরাষ্ট্রের কাছে ২০০ কোটি ডলারের তেল বেচবে ভেনেজুয়েলা, চুক্তি চূড়ান্ত

যুক্তরাষ্ট্রকে ৫ কোটি ব্যারেল তেল দিতে হবে ভেনেজুয়েলার, ঘোষণা ট্রাম্পের

ভারতে না খেললে বাংলাদেশের পয়েন্ট কাটা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত