Ajker Patrika

ঈদের ছুটিতে রাজধানীর বিনোদনকেন্দ্রে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুন ২০২৪, ২০: ২০
ঈদের ছুটিতে রাজধানীর বিনোদনকেন্দ্রে মানুষের ঢল

ঈদুল আজহার দ্বিতীয় দিনে মিরপুর চিড়িয়াখানাসহ রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ঢল নেমেছে। কোরবানির পশু জবাই নিয়ে ব্যস্ততা শেষে দ্বিতীয় দিনে বিনোদনকেন্দ্রগুলো যেন ভরপুর। 

আজ মঙ্গলবার দুপুরে রাজধানী মিরপুরে অবস্থিত চিড়িয়াখানা ও শ্যামলীর শিশুমেলা ঘুরে এমন চিত্র দেখা গেছে। ব্যস্ত সময় পার করছেন দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীরা। একই সঙ্গে ব্যস্ততা বেড়েছে এসব জায়গার ফুটপাতের ব্যবসায়ীদেরও। 

ভেতরে প্রবেশ করে দেখা গেছে, পরিবার নিয়ে ঘুরতে আসা পিতা–মাতা তাঁদের সন্তানদের চিড়িয়াখানার পশুদের সম্পর্কে নানা তথ্য জানাচ্ছেন। কেউ কেউ ছবি তুলতে ব্যস্ত। আর শিশুমেলায় নানা ধরনের রাইডে উঠে আনন্দে মাতোয়ারা শিশু-কিশোরেরা।  

বাড্ডা থেকে পরিবার নিয়ে চিড়িয়াখানা ঘুরতে এসেছেন সিরাজুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চিড়িয়াখানা ঢাকার একপাশে ৷ আমরা থাকি অন্যপাশে। অন্যান্য সময় চাইলেও আসা যায় না। স্বাভাবিক সময়ে যানজট থাকে। তাই আজ এসেছি। বাচ্চারা খুব খুশি। গতকাল ঈদের দিন পশু কোরবানি থাকায় কোথাও বের হতে পারিনি।’

ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীর বিনোদনকেন্দ্রগুলো জমে উঠেছে। শ্যামলী শিশুমেলা থেকে তোলা। কেরানীগঞ্জ থেকে বন্ধুদের সঙ্গে এসেছেন সাগর খান। সাগর বলেন, ‘গতকাল সব বন্ধুই কোরবানি নিয়ে ব্যস্ত ছিল। আজ চারজন বন্ধু দুইটা মোটরসাইকেলে ঢাকা ঘুরতে বের হয়েছি। একফাঁকে ভাবলাম চিড়িয়াখানা ঘুরে যাই।’

মিরপুর-২ থেকে ছেলে, মেয়ে ও স্ত্রীকে নিয়ে চিড়িয়াখানায় এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নাসিরুদ্দিন ইসলাম। তিনি বলেন, ‘আমার বাসা থেকে বেশি দূরে না। তবে অফিসের কাজে আসা হয় না। এখানে বাচ্চাদের বিভিন্ন পশুপাখির নাম জানাচ্ছি। ভালোই লাগছে।’ 

চিড়িয়াখানার বাইরে আইস গোল্লা বিক্রেতা সাব্বির বলেন, ‘গতকাল কিছুই বিক্রি করতে পারি নাই। কয়েক শ টাকার বিক্রি করে চলে গিয়েছিলাম। লোক ছিল না গতকাল। আজ মোটামুটি ভালোই বিক্রি হয়েছে।’ 

ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীর বিনোদনকেন্দ্রগুলো জমে উঠেছে। শ্যামলী শিশুমেলা থেকে তোলা। শিশুদের ক্যান্ডি (পুতুল) বিক্রেতা রোমিও বলেন, ‘বিক্রি হচ্ছে মোটামুটি ভালো। তবে যেমনটা আশা করেছিলাম, তেমনটা বিক্রি নেই।’

দর্শনার্থীদের উপস্থিতির সংখ্যা এবং সার্বিক বিষয়ে জানতে চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদারের বক্তব্য পাওয়া যায়নি। দায়িত্বরত গার্ড জানান, তিনি পরিদর্শনে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত