নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের মারামারির ঘটনা ঘটেছে ৷ এতে ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী এবং আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থী আহত হয়েছে।
আজ বুধবার দুপুর ১টার দিকে ধানমন্ডি ৩ নম্বর রোডের লেকপাড়ে এ ঘটনা ঘটে ৷ তবে মারামারির সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বুধবার আইডিয়াল কলেজের কোনো এক শিক্ষার্থীকে মারধর করে ঢাকা কলেজের কয়েকজন ছাত্র এমন খবর আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে ৷ পরে আইডিয়াল কলেজের ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী ধানমন্ডি লেকপাড়ে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে পেয়ে বাঁশের লাঠি নিয়ে অতর্কিত হামলা করে ৷ এতে ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী এবং আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থী আহত হয় ৷ আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বলে জানিয়েছে পুলিশ ও কলেজ প্রশাসন সূত্র ৷
ঢাকা কলেজের নিবিড় পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস বলেন, এমন ঘটনা ঘটতে পারে এই আশঙ্কা থেকে আমরা নিবিড় পর্যবেক্ষণ কমিটির সদস্যরা সকালে ওই এলাকা ঘুরে এসেছি ৷ কলেজে আসার পরে শুনি এই ঘটনা ঘটেছে ৷ আমাদের ঢাকা কলেজের পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে ৷ সবাই বাসায় ফিরে গেছেন ৷
আইডিয়াল কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম বলেন, আমরা শুনেছি মারামারির ঘটনা ঘটেছে ৷ তবে ঠিক কি কারণে ঘটেছে সেটি জানি না৷ আমরা বসবো এটা নিয়ে ৷ তদন্ত সাপেক্ষে বলতে পারব কি হয়েছে ৷
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, আমরা এগুলো নিয়ন্ত্রণ করতে পারছি না৷ ক্যাম্পাসের বাইরের এসব ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় ৷ এসব ঘটনায় কেউ দোষী হলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিবে ৷
শিক্ষার্থীদের মারামারির বিষয়ে নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ্ বলেন, সংঘর্ষের কোনো ঘটনা ঘটে নাই ৷ ওইখানে যারা খেতে গেছে ওদের মধ্যে কথা কাটাকাটি-হাতাহাতির ঘটনা ঘটেছে ৷ শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসব করে না৷ পার্সোনাল সময়ে এসব করে পরে ক্যাম্পাসে টেনে নিয়ে আসে৷

রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের মারামারির ঘটনা ঘটেছে ৷ এতে ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী এবং আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থী আহত হয়েছে।
আজ বুধবার দুপুর ১টার দিকে ধানমন্ডি ৩ নম্বর রোডের লেকপাড়ে এ ঘটনা ঘটে ৷ তবে মারামারির সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বুধবার আইডিয়াল কলেজের কোনো এক শিক্ষার্থীকে মারধর করে ঢাকা কলেজের কয়েকজন ছাত্র এমন খবর আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে ৷ পরে আইডিয়াল কলেজের ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী ধানমন্ডি লেকপাড়ে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে পেয়ে বাঁশের লাঠি নিয়ে অতর্কিত হামলা করে ৷ এতে ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী এবং আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থী আহত হয় ৷ আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বলে জানিয়েছে পুলিশ ও কলেজ প্রশাসন সূত্র ৷
ঢাকা কলেজের নিবিড় পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস বলেন, এমন ঘটনা ঘটতে পারে এই আশঙ্কা থেকে আমরা নিবিড় পর্যবেক্ষণ কমিটির সদস্যরা সকালে ওই এলাকা ঘুরে এসেছি ৷ কলেজে আসার পরে শুনি এই ঘটনা ঘটেছে ৷ আমাদের ঢাকা কলেজের পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে ৷ সবাই বাসায় ফিরে গেছেন ৷
আইডিয়াল কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম বলেন, আমরা শুনেছি মারামারির ঘটনা ঘটেছে ৷ তবে ঠিক কি কারণে ঘটেছে সেটি জানি না৷ আমরা বসবো এটা নিয়ে ৷ তদন্ত সাপেক্ষে বলতে পারব কি হয়েছে ৷
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, আমরা এগুলো নিয়ন্ত্রণ করতে পারছি না৷ ক্যাম্পাসের বাইরের এসব ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় ৷ এসব ঘটনায় কেউ দোষী হলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিবে ৷
শিক্ষার্থীদের মারামারির বিষয়ে নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ্ বলেন, সংঘর্ষের কোনো ঘটনা ঘটে নাই ৷ ওইখানে যারা খেতে গেছে ওদের মধ্যে কথা কাটাকাটি-হাতাহাতির ঘটনা ঘটেছে ৷ শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসব করে না৷ পার্সোনাল সময়ে এসব করে পরে ক্যাম্পাসে টেনে নিয়ে আসে৷

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
৩ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
৬ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
২৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৩০ মিনিট আগে