সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে ট্রাক উল্টে সাত কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সকাল ৭টার দিকে মহাসড়কের সাজেদা হাসপাতালের সামনে একটি ট্রাক উল্টে যায়। এতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে যানজটের কবলে পড়েছেন যানবাহনের যাত্রী ও চালকেরা।
দুপুর ১২টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট রয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগং রোড থেকে সোনারগাঁও রূপসা টাওয়ার এলাকা পর্যন্ত প্রায় সাত কিলোমিটারে যানজট দেখা যায়। হাইওয়ে পুলিশ ট্রাকটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।
দুর্ঘটনার কবলে পড়া ট্রাকের চালক ও তাঁর সহকারী গুরুতর আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দিদার নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, সকাল ৭টার দিকে এখানে একটি ট্রাক উল্টে যায়। ট্রাকের চালক ও তাঁর সহকারী গুরুতর আহত হয়েছেন। পথচারীরা তাঁদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেছেন।
হানিফ নামের এক যাত্রী বলেন, প্রায় দুই ঘণ্টা ধরে একই স্থানে বাস আটকে আছে। তাই নিরুপায় হয়ে হেঁটে গন্তব্যে যাচ্ছি।
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির টিআই আবু নাঈম আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে মহাসড়কের ঢাকামুখী লেনে একটি ট্রাক উল্টে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে আমাদের টিম পাঠানো হয়। আমরা সার্ভিস লেন দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি। আশা করি, দ্রুত সময়ের মধ্যে ট্রাকটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পারব।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে ট্রাক উল্টে সাত কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সকাল ৭টার দিকে মহাসড়কের সাজেদা হাসপাতালের সামনে একটি ট্রাক উল্টে যায়। এতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে যানজটের কবলে পড়েছেন যানবাহনের যাত্রী ও চালকেরা।
দুপুর ১২টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট রয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগং রোড থেকে সোনারগাঁও রূপসা টাওয়ার এলাকা পর্যন্ত প্রায় সাত কিলোমিটারে যানজট দেখা যায়। হাইওয়ে পুলিশ ট্রাকটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।
দুর্ঘটনার কবলে পড়া ট্রাকের চালক ও তাঁর সহকারী গুরুতর আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দিদার নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, সকাল ৭টার দিকে এখানে একটি ট্রাক উল্টে যায়। ট্রাকের চালক ও তাঁর সহকারী গুরুতর আহত হয়েছেন। পথচারীরা তাঁদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেছেন।
হানিফ নামের এক যাত্রী বলেন, প্রায় দুই ঘণ্টা ধরে একই স্থানে বাস আটকে আছে। তাই নিরুপায় হয়ে হেঁটে গন্তব্যে যাচ্ছি।
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির টিআই আবু নাঈম আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে মহাসড়কের ঢাকামুখী লেনে একটি ট্রাক উল্টে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে আমাদের টিম পাঠানো হয়। আমরা সার্ভিস লেন দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি। আশা করি, দ্রুত সময়ের মধ্যে ট্রাকটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পারব।’

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১০ মিনিট আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
১৩ মিনিট আগে
কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে