নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেইলি রোডের ভবনে আগুনে ৪৬ জনের প্রাণহানির পর রাজধানীর রেস্তোরাঁগুলোর অগ্নি নিরাপত্তাব্যবস্থা দেখতে চলমান অভিযানে রেস্তোরাঁয় ঠাসা খিলগাঁওয়ের এক ভবন সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার সকালে তালতলার শহীদ বাকি সড়কে নাইটিং স্কাই ভিউ নামের ভবনে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম। পর্যাপ্ত অগ্নি নিরাপত্তাব্যবস্থা না থাকায় ভবনটির সব রেস্তোরাঁ সিলগালা করা হয়।
ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, এই ভবনের একটি ফ্লোর বাদে সবগুলোতেই রেস্তোরাঁ আছে। এতে মাত্র একটি সিঁড়ি, সেটাও অনেক সংকীর্ণ। অভিযানের সময় তারা সেগুলো বন্ধ করে পালিয়ে গেছে৷ এ ছাড়া ‘শর্মা কিং’ রেস্তোরাঁ অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে পরিচালনা করা হচ্ছিল। জবাদিহির মধ্যে আনতে ভবনটি আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে।
বেলা সাড়ে ১১টায় সরেজমিনে দেখা যায়, খুবই অল্প পরিসর নিয়ে ‘শর্মা কিং’ রেস্তোরাঁর রান্নাঘর, কাজ করছিল কয়েকজন। রেস্তোরাঁটিতে দায়িত্বশীল কেউ না থাকায় জরিমানা বা সতর্ক করা ছাড়াই চলে যান ম্যাজিস্ট্রেট।
পরে ‘ভবনটি অগ্নি ঝুঁকিপূর্ণ’ বলে সতর্কতা সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। শর্মা কিংয়ে যখন অভিযান চলছিল, তখন ভবনের অন্য রেস্তোরাঁগুলোকে তড়িঘড়ি বন্ধ করে দিতে দেখা যায়। ফলে ভবনের আর কোনো রেস্তোরাঁয় অভিযান চালাতে পারেননি ভ্রাম্যমাণ আদালত। এই ভবনের অন্য রেস্তোরাঁগুলো হলো—লেভেল টু ক্যাফে ইপানিমা, লেভেল থ্রিতে থ্রি ডোরস, লেভেল ফোরে ক্যাফে সুইট অ্যান্ড সাভারি, টপ ফ্লোরে পাস্তা ক্লাব।
সরেজমিনে দেখা যায়, নাইটিং স্কাই ভিউ ভবনে একটাই সিঁড়ি ছিল, যার প্রস্থ তিন ফুটের মতো। ফায়ার এক্সিটের জন্য স্বাভাবিকের তুলনায় খুবই কম।
পরে দুপুর সাড়ে ১২টায় খিলগাঁও চৌধুরীপাড়া কাচ্চি ভাই রেস্তোরাঁয় গিয়ে সেটা বন্ধ পাওয়া যায়। সেখানে একটি নোটিশে লেখা, ‘রেস্টুরেন্টের উন্নয়নকাজের জন্য প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ, আদেশক্রমে কর্তৃপক্ষ।’

বেইলি রোডের ভবনে আগুনে ৪৬ জনের প্রাণহানির পর রাজধানীর রেস্তোরাঁগুলোর অগ্নি নিরাপত্তাব্যবস্থা দেখতে চলমান অভিযানে রেস্তোরাঁয় ঠাসা খিলগাঁওয়ের এক ভবন সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার সকালে তালতলার শহীদ বাকি সড়কে নাইটিং স্কাই ভিউ নামের ভবনে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম। পর্যাপ্ত অগ্নি নিরাপত্তাব্যবস্থা না থাকায় ভবনটির সব রেস্তোরাঁ সিলগালা করা হয়।
ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, এই ভবনের একটি ফ্লোর বাদে সবগুলোতেই রেস্তোরাঁ আছে। এতে মাত্র একটি সিঁড়ি, সেটাও অনেক সংকীর্ণ। অভিযানের সময় তারা সেগুলো বন্ধ করে পালিয়ে গেছে৷ এ ছাড়া ‘শর্মা কিং’ রেস্তোরাঁ অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে পরিচালনা করা হচ্ছিল। জবাদিহির মধ্যে আনতে ভবনটি আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে।
বেলা সাড়ে ১১টায় সরেজমিনে দেখা যায়, খুবই অল্প পরিসর নিয়ে ‘শর্মা কিং’ রেস্তোরাঁর রান্নাঘর, কাজ করছিল কয়েকজন। রেস্তোরাঁটিতে দায়িত্বশীল কেউ না থাকায় জরিমানা বা সতর্ক করা ছাড়াই চলে যান ম্যাজিস্ট্রেট।
পরে ‘ভবনটি অগ্নি ঝুঁকিপূর্ণ’ বলে সতর্কতা সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। শর্মা কিংয়ে যখন অভিযান চলছিল, তখন ভবনের অন্য রেস্তোরাঁগুলোকে তড়িঘড়ি বন্ধ করে দিতে দেখা যায়। ফলে ভবনের আর কোনো রেস্তোরাঁয় অভিযান চালাতে পারেননি ভ্রাম্যমাণ আদালত। এই ভবনের অন্য রেস্তোরাঁগুলো হলো—লেভেল টু ক্যাফে ইপানিমা, লেভেল থ্রিতে থ্রি ডোরস, লেভেল ফোরে ক্যাফে সুইট অ্যান্ড সাভারি, টপ ফ্লোরে পাস্তা ক্লাব।
সরেজমিনে দেখা যায়, নাইটিং স্কাই ভিউ ভবনে একটাই সিঁড়ি ছিল, যার প্রস্থ তিন ফুটের মতো। ফায়ার এক্সিটের জন্য স্বাভাবিকের তুলনায় খুবই কম।
পরে দুপুর সাড়ে ১২টায় খিলগাঁও চৌধুরীপাড়া কাচ্চি ভাই রেস্তোরাঁয় গিয়ে সেটা বন্ধ পাওয়া যায়। সেখানে একটি নোটিশে লেখা, ‘রেস্টুরেন্টের উন্নয়নকাজের জন্য প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ, আদেশক্রমে কর্তৃপক্ষ।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে