কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এ যাবৎকালের সব রেকর্ড ভেঙে ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা মিলেছে। আজ শনিবার সকাল ৭টায় সিন্দুক খোলার পর ১১ ঘণ্টা গণনা শেষে সন্ধ্যা ৬টায় মোট টাকার পরিমাণ জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, দানবাক্সের এই টাকা এ যাবৎকালের সর্বোচ্চ। এর আগে ৩ মাস ১৪ দিন পর গত বছরের ৩০ নভেম্বর পাগলা মসজিদের দানবাক্সগুলো খুলে রেকর্ড ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা পাওয়া যায়।
জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর উপস্থিতিতে ৪ মাস ১২ দিন পর মসজিদের ১০টি দানবাক্স ও একটি ট্রাংক খোলা হয়। দানবাক্স থেকে মেলে ২৮ বস্তা টাকা। পরে সেগুলো মসজিদের দোতলায় নেওয়া হয় গণনার জন্য। দিনভর গণনার পর দানবাক্স থেকে পাওয়া যায় এসব টাকা।
দানবাক্সের কাঁড়ি কাঁড়ি টাকা গণনা দেখতে আসা হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর বাজারের আলমগীর হোসাইন বলেন, এত টাকা কেউ একসঙ্গে দেখেনি জীবনে। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। এ যেন টাকার পাহাড়। লাইনে বসে টাকা গুনছেন মাদ্রাসার শত শত শিক্ষার্থী। দেখলেই চোখ জুড়িয়ে যায়।
গণনাকাজ তত্ত্বাবধান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, সহকারী কমিশনার এস এম মেহেদী হাসান, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম প্রমুখ।
মসজিদের সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, দানের টাকায় মসজিদের নিয়মিত খরচ চালিয়ে ব্যাংকে জমানো হচ্ছে। ব্যাংকে জমা আছে ৮০ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার ৫৭৬ টাকা।
নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, টাকা গণনার পর ব্যাংকে নিরাপদে পৌঁছানোসহ নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। সারা বছরই পাগলা মসজিদে পুলিশের নিরাপত্তা থাকে।

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এ যাবৎকালের সব রেকর্ড ভেঙে ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা মিলেছে। আজ শনিবার সকাল ৭টায় সিন্দুক খোলার পর ১১ ঘণ্টা গণনা শেষে সন্ধ্যা ৬টায় মোট টাকার পরিমাণ জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, দানবাক্সের এই টাকা এ যাবৎকালের সর্বোচ্চ। এর আগে ৩ মাস ১৪ দিন পর গত বছরের ৩০ নভেম্বর পাগলা মসজিদের দানবাক্সগুলো খুলে রেকর্ড ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা পাওয়া যায়।
জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর উপস্থিতিতে ৪ মাস ১২ দিন পর মসজিদের ১০টি দানবাক্স ও একটি ট্রাংক খোলা হয়। দানবাক্স থেকে মেলে ২৮ বস্তা টাকা। পরে সেগুলো মসজিদের দোতলায় নেওয়া হয় গণনার জন্য। দিনভর গণনার পর দানবাক্স থেকে পাওয়া যায় এসব টাকা।
দানবাক্সের কাঁড়ি কাঁড়ি টাকা গণনা দেখতে আসা হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর বাজারের আলমগীর হোসাইন বলেন, এত টাকা কেউ একসঙ্গে দেখেনি জীবনে। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। এ যেন টাকার পাহাড়। লাইনে বসে টাকা গুনছেন মাদ্রাসার শত শত শিক্ষার্থী। দেখলেই চোখ জুড়িয়ে যায়।
গণনাকাজ তত্ত্বাবধান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, সহকারী কমিশনার এস এম মেহেদী হাসান, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম প্রমুখ।
মসজিদের সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, দানের টাকায় মসজিদের নিয়মিত খরচ চালিয়ে ব্যাংকে জমানো হচ্ছে। ব্যাংকে জমা আছে ৮০ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার ৫৭৬ টাকা।
নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, টাকা গণনার পর ব্যাংকে নিরাপদে পৌঁছানোসহ নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। সারা বছরই পাগলা মসজিদে পুলিশের নিরাপত্তা থাকে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে