নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৩৮০ কোটি টাকা বিল বকেয়া থাকায় আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) অপারেটরদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় তারা।
বিবৃতিতে বলা হয়, বিল বকেয়া থাকায় ব্যান্ডউইথ সরবরাহকারী প্রতিষ্ঠান সাবমেরিন ক্যাবল কোম্পানি আইআইজি অপারেটরদের ৫০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ কমিয়ে দিয়েছে। এর প্রভাব পড়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট ও মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর। সারা দেশে অনেক গ্রাহক ভোগান্তিতে পড়েছেন।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ব্রডব্যান্ড ইন্টারনেট বা মোবাইল ইন্টারনেট সব ক্ষেত্রেই গ্রাহকেরা অগ্রিম অর্থ প্রদান করে থাকে সেবা গ্রহণের ক্ষেত্রে। কিন্তু আইআইজি বা আই এস পি অপারেটররা গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে তারা কেন বকেয়া পরিশোধ করল না তা খতিয়ে দেখা দরকার।
মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন জানায়, বাজারে একটি কথা চালু আছে, তা হচ্ছে এই সকল অপারেটররা দেশের অর্থ বিদেশে পাচার করে কিংবা অন্য ব্যবসায় বিনিয়োগ করে থাকে। তবে যাই করে থাকুক না কেন তাদের অপকর্মের দায় কোনোভাবেই গ্রাহকের ওপর বর্তানো যাবে না।
বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, মন্ত্রণালয় এবং সাবমেরিন কেবল কোম্পানির প্রতি অনুরোধ জানিয়ে বিবৃতিতে বলা হয়, গ্রাহক ভোগান্তি কোনোভাবেই কাম্য নয়। দ্রুত সমস্যার সমাধান করুন। যে সকল অপারেটর এই ভোগান্তির জন্য দায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা নিশ্চিত করুন। তারা গ্রাহকের কাছ থেকে আদায়কৃত অর্থ কোন খাতে ব্যয় করল কীভাবে ব্যয় করল তারও একটি তদন্ত হওয়া দরকার বলে আমরা মনে করি।

৩৮০ কোটি টাকা বিল বকেয়া থাকায় আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) অপারেটরদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় তারা।
বিবৃতিতে বলা হয়, বিল বকেয়া থাকায় ব্যান্ডউইথ সরবরাহকারী প্রতিষ্ঠান সাবমেরিন ক্যাবল কোম্পানি আইআইজি অপারেটরদের ৫০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ কমিয়ে দিয়েছে। এর প্রভাব পড়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট ও মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর। সারা দেশে অনেক গ্রাহক ভোগান্তিতে পড়েছেন।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ব্রডব্যান্ড ইন্টারনেট বা মোবাইল ইন্টারনেট সব ক্ষেত্রেই গ্রাহকেরা অগ্রিম অর্থ প্রদান করে থাকে সেবা গ্রহণের ক্ষেত্রে। কিন্তু আইআইজি বা আই এস পি অপারেটররা গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে তারা কেন বকেয়া পরিশোধ করল না তা খতিয়ে দেখা দরকার।
মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন জানায়, বাজারে একটি কথা চালু আছে, তা হচ্ছে এই সকল অপারেটররা দেশের অর্থ বিদেশে পাচার করে কিংবা অন্য ব্যবসায় বিনিয়োগ করে থাকে। তবে যাই করে থাকুক না কেন তাদের অপকর্মের দায় কোনোভাবেই গ্রাহকের ওপর বর্তানো যাবে না।
বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, মন্ত্রণালয় এবং সাবমেরিন কেবল কোম্পানির প্রতি অনুরোধ জানিয়ে বিবৃতিতে বলা হয়, গ্রাহক ভোগান্তি কোনোভাবেই কাম্য নয়। দ্রুত সমস্যার সমাধান করুন। যে সকল অপারেটর এই ভোগান্তির জন্য দায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা নিশ্চিত করুন। তারা গ্রাহকের কাছ থেকে আদায়কৃত অর্থ কোন খাতে ব্যয় করল কীভাবে ব্যয় করল তারও একটি তদন্ত হওয়া দরকার বলে আমরা মনে করি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে