৩৮০ কোটি টাকা বিল বকেয়া থাকায় আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) অপারেটরদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় তারা।
বিবৃতিতে বলা হয়, বিল বকেয়া থাকায় ব্যান্ডউইথ সরবরাহকারী প্রতিষ্ঠান সাবমেরিন ক্যাবল কোম্পানি আইআইজি অপারেটরদের ৫০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ কমিয়ে দিয়েছে। এর প্রভাব পড়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট ও মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর। সারা দেশে অনেক গ্রাহক ভোগান্তিতে পড়েছেন।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ব্রডব্যান্ড ইন্টারনেট বা মোবাইল ইন্টারনেট সব ক্ষেত্রেই গ্রাহকেরা অগ্রিম অর্থ প্রদান করে থাকে সেবা গ্রহণের ক্ষেত্রে। কিন্তু আইআইজি বা আই এস পি অপারেটররা গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে তারা কেন বকেয়া পরিশোধ করল না তা খতিয়ে দেখা দরকার।
মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন জানায়, বাজারে একটি কথা চালু আছে, তা হচ্ছে এই সকল অপারেটররা দেশের অর্থ বিদেশে পাচার করে কিংবা অন্য ব্যবসায় বিনিয়োগ করে থাকে। তবে যাই করে থাকুক না কেন তাদের অপকর্মের দায় কোনোভাবেই গ্রাহকের ওপর বর্তানো যাবে না।
বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, মন্ত্রণালয় এবং সাবমেরিন কেবল কোম্পানির প্রতি অনুরোধ জানিয়ে বিবৃতিতে বলা হয়, গ্রাহক ভোগান্তি কোনোভাবেই কাম্য নয়। দ্রুত সমস্যার সমাধান করুন। যে সকল অপারেটর এই ভোগান্তির জন্য দায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা নিশ্চিত করুন। তারা গ্রাহকের কাছ থেকে আদায়কৃত অর্থ কোন খাতে ব্যয় করল কীভাবে ব্যয় করল তারও একটি তদন্ত হওয়া দরকার বলে আমরা মনে করি।

অভিযোগ রয়েছে, এ সময় পুরান ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচরসহ আশপাশের এলাকা থেকে আসা ২০–৩০ জন বহিরাগত ওয়ার্ডে ঢুকে কর্তব্যরত এক চিকিৎসককে মারধর করেন। এ সময় চিকিৎসককে রক্ষা করতে গিয়ে হাসপাতালের আরও দু’জন কর্মীও হামলার শিকার হন।
৭ মিনিট আগে
শহীদ ইকবাল নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘দল আমাকে বহিষ্কার করলেও আমি বিএনপি ছেড়ে যাব না। পদ-পদবি না থাকলেও আমি বিএনপিতে থাকব। আমি বিএনপির জন্য এই আসনটি রক্ষা করে দিতে চাই। এরপর নির্বাচনে জয়ী হলে আমি আবার আপনাদের নিয়ে বিএনপিতে ফিরব।’
৯ মিনিট আগে
স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ১০টার দিকে কলমের কুমারপাড়ায় ধস্তাধস্তি ও চিৎকারের শব্দ শুনে তাঁরা এগিয়ে যান। এ সময় রাস্তার পাশে গলাকাটা অবস্থায় রেজাউল করিমকে পড়ে থাকতে দেখেন তাঁরা। এর কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
নাটোরে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি যুবদল নেতা কবির হোসেন কাঙ্গালকে গ্রেপ্তার করে পুলিশে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। গ্রেপ্তার কবির হোসেন জেলা যুবদলের সহসভাপতি। বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় সদর উপজেলার দরাপপুর বাজার এলাকা থেকে কাঙ্গালকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে