Ajker Patrika

গেন্ডারিয়ায় গ্যাসলাইন লিক হয়ে অগ্নিকাণ্ড 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ মে ২০২৩, ১১: ২৯
গেন্ডারিয়ায় গ্যাসলাইন লিক হয়ে অগ্নিকাণ্ড 

রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ায় গ্যাসলাইন লিকেজ হয়ে আগুন লাগার ঘটনা ঘটে। তবে কিছুক্ষণের মধ্যেই স্থানীয়দের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। আজ সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে লাগা এই আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ধূপখোলা মাঠের পাশে ওয়াসার পানির লাইনের রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছিল। সে সময় গ্যাসের লাইন লিকেজ হওয়ায় আগুনের এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাঈদ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘ওয়াসার লাইনের কাজ চলছে ওই এলাকায়। সে সময় ওয়াসার কর্মীদের অসাবধানতার কারণে গ্যাসের লাইন লিকেজ হয়। সেখান থেকেই আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতি তেমন হয়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসেছিল। তারা আসার আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিভে যায়।’

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সকাল ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর আসে। সূত্রাপুর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে যাচ্ছিল। ইউনিট দুটি পৌঁছানোর আগেই আগুন নিভে যাওয়ার সংবাদ আসে। পরে ইউনিট দুটি রাস্তা থেকে ফেরত আসে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত