
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাটে পবিত্র ঈদ-উল-আজহা সামনে রেখে রাজধানী ছেড়ে আসা ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষের ঘাটে আসা মানুষের ভিড় বাড়তে থাকে।
আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘাটে অবস্থান করে দেখা যায়, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে কিছুক্ষণ পর পরই রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আসছে লঞ্চ। পাটুরিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি লঞ্চ ধারণক্ষমতার প্রায় ৬ গুন বেশি যাত্রী নিয়ে দৌলতদিয়া লঞ্চ ঘাটে এসে ভিড়ছে। তবে ঢাকাগামী যাত্রীদের কোন চাপ নেই দৌলতদিয়া লঞ্চ ঘাটে। পাটুরিয়া থেকে আসা লঞ্চগুলো যাত্রী নামিয়ে সামান্য কয়েকজন যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাট ত্যাগ করছে। ঘাটে কর্মরত আছে পুলিশসহ আনসার বাহিনীর একটি দল।
বিআইডব্লিউটিএ'র দৌলতদিয়া লঞ্চঘাট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ৩৪টি লঞ্চ চলাচল করছে।
দৌলতদিয়া ঘাটে ঢাকা থেকে গোপালগঞ্জে যাওয়া সাইফুল ইসলাম বলেন, 'বাড়ির মানুষদের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি। পাটুরিয়া লঞ্চ ঘাটে এসে দেখি কর্তৃপক্ষের কোনো নজরদারি নাই। যত খুশি তত যাত্রী ওঠাচ্ছেন লঞ্চে। এমনটা করলে আর সামাজিক দূরত্ব কীভাবে মানা সম্ভব। এমনিতেই গাদাগাদি অবস্থা তারপরে আবার কিছু মানুষের মুখে মাস্কই নাই।'
এ ছাড়া যানবাহনে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। স্বল্প দূরত্বের অটোরিকশা, মাহেন্দ্র থেকে দূরপাল্লার সব বাসে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেছে যাত্রীরা।
বিআইডব্লিউটিএ’র লঞ্চ ঘাটের সহকারী ট্রাফিক ইন্সপেক্টর রাসেল শেখ বলেন, ‘পাটুরিয়া ঘাটে যাত্রীদের চাপ বেশি। পাটুরিয়া ঘাট থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেভাবে লঞ্চে যাত্রী ওঠাচ্ছেন সেভাবেই যাত্রী উঠছে। সকাল থেকেই লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৬ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে