নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা নিধনে সিভিল অ্যাভিয়েশন, সিটি করপোরেশনসহ সবপক্ষকে একসঙ্গে বসে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৫ ফেব্রুয়ারি এই বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আজ রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই নির্দেশ দেন। এ সময় আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। উত্তর সিটি করপোরেশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রিমি নাহরিণ।
শুনানিতে আদালত সিটি করপোরেশনের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে, কিন্তু মশা মারতে পারছেন না কেন? ৭৬ কোটি টাকা বরাদ্দ, এটা দিয়ে বড় ধরনের পদক্ষেপ নেওয়া যায়। কিন্তু আপনারা দৃশ্যমান কোনো কাজ করছেন না।’
এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশার উপদ্রব থেকে সুরক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ২০১৯ সালের ৩ মার্চ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ। ওই সময় হাইকোর্ট রুল জারি করেন। এ ছাড়া সম্পূরক আবেদনের প্রেক্ষিতে গত ২০ ফেব্রুয়ারি বিমানবন্দরে মশা নিয়ন্ত্রণে অবিলম্বে ব্যবস্থা নিতে নির্দেশ দেন হাইকোর্ট। সেই সঙ্গে সার্ভে করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়।
তানভীর আহমেদ জানান, নির্দেশ অনুযায়ী সিভিল অ্যাভিয়েশন সার্ভে রিপোর্ট দাখিল করে। তাতে দেখা যায় বিমান বন্দরে এডিস ও কিউলেক্স মশার উপদ্রব রয়েছে। আর মশা নিধনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৭৬ কোটি টাকা। বিমান ও পর্যটন সচিব, বেসরকারি বিমান কর্তৃপক্ষের চেয়ারম্যান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও বিমানবন্দরসংলগ্ন ওয়ার্ড কমিশনারকে চার সপ্তাহের মধ্যে ওই রুলের জবাব দিতে বলা হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজ শুনানি হয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা নিধনে সিভিল অ্যাভিয়েশন, সিটি করপোরেশনসহ সবপক্ষকে একসঙ্গে বসে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৫ ফেব্রুয়ারি এই বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আজ রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই নির্দেশ দেন। এ সময় আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। উত্তর সিটি করপোরেশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রিমি নাহরিণ।
শুনানিতে আদালত সিটি করপোরেশনের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে, কিন্তু মশা মারতে পারছেন না কেন? ৭৬ কোটি টাকা বরাদ্দ, এটা দিয়ে বড় ধরনের পদক্ষেপ নেওয়া যায়। কিন্তু আপনারা দৃশ্যমান কোনো কাজ করছেন না।’
এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশার উপদ্রব থেকে সুরক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ২০১৯ সালের ৩ মার্চ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ। ওই সময় হাইকোর্ট রুল জারি করেন। এ ছাড়া সম্পূরক আবেদনের প্রেক্ষিতে গত ২০ ফেব্রুয়ারি বিমানবন্দরে মশা নিয়ন্ত্রণে অবিলম্বে ব্যবস্থা নিতে নির্দেশ দেন হাইকোর্ট। সেই সঙ্গে সার্ভে করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়।
তানভীর আহমেদ জানান, নির্দেশ অনুযায়ী সিভিল অ্যাভিয়েশন সার্ভে রিপোর্ট দাখিল করে। তাতে দেখা যায় বিমান বন্দরে এডিস ও কিউলেক্স মশার উপদ্রব রয়েছে। আর মশা নিধনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৭৬ কোটি টাকা। বিমান ও পর্যটন সচিব, বেসরকারি বিমান কর্তৃপক্ষের চেয়ারম্যান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও বিমানবন্দরসংলগ্ন ওয়ার্ড কমিশনারকে চার সপ্তাহের মধ্যে ওই রুলের জবাব দিতে বলা হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজ শুনানি হয়।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে