আজকের পত্রিকা ডেস্ক

শিক্ষিত তরুণদের শুধু বিসিএসকে সফলতা না ভাবার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে এক নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রায়পুরা (ডুসার) এই অনুষ্ঠানের আয়োজন করে।
ওয়াহিদ হোসেন বলেন, ‘বর্তমান প্রজন্মের শিক্ষিত তরুণেরা বিসিএসের প্রতি ঝুঁকে পড়েছে। শিক্ষিত তরুণেরা বিসিএস বা শুধু সরকারি চাকরিই একমাত্র সফলতার রাস্তা মনে করে। বিসিএস ফেল মানেই কি তারা ব্যর্থ? আসলে তা নয়। এমন অনেকেই আছে যারা বিসিএস পাস করেনি কিন্তু বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বড় অফিসে চাকরি করে, বড় ব্যবসায়ী।’
সমাজের প্রতি তরুণদের দায়বদ্ধতার বিষয়ে তিনি বলেন, ‘উচ্চশিক্ষা অর্জনকারীদের সফলতার পেছনে শুধু নিজের বা পরিবারের অবদানই নয়, সমাজেরও অবদান রয়েছে। তাই শিক্ষার্থীদের উচিত সমাজের কাছে ঋণ পরিশোধ করা।’
মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, ‘মানুষ মাঝে মধ্যেই কার কাছে ঋণী, সেটা বুঝতে পারে না। তাই, আপাতত আমরা সমাজের কাছেই ঋণী বলে ভেবে নিয়ে কাজ করি।’
সফলতার জন্য ‘পরিশ্রম’ জরুরি উল্লেখ করে সরকারের এই সিনিয়র সচিব বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধাবী তাতে কোনো সন্দেহ নেই। তবে সফল হতে হলে পরিশ্রম করতে হবে। পরিশ্রম না থাকলে সেই মেধা কাজে আসবে না।’
প্রতিটি শিক্ষার্থীর রাজনৈতিক সচেতন হওয়া উচিত জানিয়ে ওয়াহিদ হোসেন বলেন, ‘শিক্ষিত মানুষজন রাজনৈতিক সচেতন বা রাজনীতির মাধ্যমে সমাজ পরিবর্তন না করলে অন্যরা এসে করবে। শিক্ষিত সচেতন মানুষ যেমনটা চায় অন্য কেউ এসে সব ঠিক করে দেবে না। শিক্ষিত মানুষজনকে রাজনীতি করা উচিত।’
অনুষ্ঠানে উপস্থিত খাদ্য অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুর রহমান তার বক্তৃতায় বলেন, ‘শিক্ষার্থীদের প্রধান কাজ হলো জ্ঞান অর্জন করা। আংশিক নয়, কোনো বিষয়ে পুরো জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে। জীবনে সফল হতে হলে এই জ্ঞান থাকা জরুরি।’
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের সহযোগী অধ্যাপক তাওহিদা জাহান বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটি মুক্তবুদ্ধির চর্চার জায়গা। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়া উচিত। এতে শিক্ষার্থীরা সামাজিকীকরণের পাশাপাশি নিজেদের বিভিন্ন প্রতিভাকে বিকশিত করতে পারে।’
ডুসার সভাপতি আবু আহমেদ ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—সিগমা গ্রুপের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ঢাকার কেরানীগঞ্জের সাব-রেজিস্ট্রার ও ডুসারের স্থায়ী উপদেষ্টা রায়হান মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রোবেল মোল্লা প্রমুখ।
ডুসারের সাধারণ সম্পাদক সামাউন আহমেদ সামের সঞ্চালনায় অনুষ্ঠানে নরসিংদীর রায়পুরা উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সর্বোচ্চ ফলাফল করা ও চাকরিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

শিক্ষিত তরুণদের শুধু বিসিএসকে সফলতা না ভাবার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে এক নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রায়পুরা (ডুসার) এই অনুষ্ঠানের আয়োজন করে।
ওয়াহিদ হোসেন বলেন, ‘বর্তমান প্রজন্মের শিক্ষিত তরুণেরা বিসিএসের প্রতি ঝুঁকে পড়েছে। শিক্ষিত তরুণেরা বিসিএস বা শুধু সরকারি চাকরিই একমাত্র সফলতার রাস্তা মনে করে। বিসিএস ফেল মানেই কি তারা ব্যর্থ? আসলে তা নয়। এমন অনেকেই আছে যারা বিসিএস পাস করেনি কিন্তু বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বড় অফিসে চাকরি করে, বড় ব্যবসায়ী।’
সমাজের প্রতি তরুণদের দায়বদ্ধতার বিষয়ে তিনি বলেন, ‘উচ্চশিক্ষা অর্জনকারীদের সফলতার পেছনে শুধু নিজের বা পরিবারের অবদানই নয়, সমাজেরও অবদান রয়েছে। তাই শিক্ষার্থীদের উচিত সমাজের কাছে ঋণ পরিশোধ করা।’
মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, ‘মানুষ মাঝে মধ্যেই কার কাছে ঋণী, সেটা বুঝতে পারে না। তাই, আপাতত আমরা সমাজের কাছেই ঋণী বলে ভেবে নিয়ে কাজ করি।’
সফলতার জন্য ‘পরিশ্রম’ জরুরি উল্লেখ করে সরকারের এই সিনিয়র সচিব বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধাবী তাতে কোনো সন্দেহ নেই। তবে সফল হতে হলে পরিশ্রম করতে হবে। পরিশ্রম না থাকলে সেই মেধা কাজে আসবে না।’
প্রতিটি শিক্ষার্থীর রাজনৈতিক সচেতন হওয়া উচিত জানিয়ে ওয়াহিদ হোসেন বলেন, ‘শিক্ষিত মানুষজন রাজনৈতিক সচেতন বা রাজনীতির মাধ্যমে সমাজ পরিবর্তন না করলে অন্যরা এসে করবে। শিক্ষিত সচেতন মানুষ যেমনটা চায় অন্য কেউ এসে সব ঠিক করে দেবে না। শিক্ষিত মানুষজনকে রাজনীতি করা উচিত।’
অনুষ্ঠানে উপস্থিত খাদ্য অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুর রহমান তার বক্তৃতায় বলেন, ‘শিক্ষার্থীদের প্রধান কাজ হলো জ্ঞান অর্জন করা। আংশিক নয়, কোনো বিষয়ে পুরো জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে। জীবনে সফল হতে হলে এই জ্ঞান থাকা জরুরি।’
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের সহযোগী অধ্যাপক তাওহিদা জাহান বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটি মুক্তবুদ্ধির চর্চার জায়গা। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়া উচিত। এতে শিক্ষার্থীরা সামাজিকীকরণের পাশাপাশি নিজেদের বিভিন্ন প্রতিভাকে বিকশিত করতে পারে।’
ডুসার সভাপতি আবু আহমেদ ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—সিগমা গ্রুপের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ঢাকার কেরানীগঞ্জের সাব-রেজিস্ট্রার ও ডুসারের স্থায়ী উপদেষ্টা রায়হান মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রোবেল মোল্লা প্রমুখ।
ডুসারের সাধারণ সম্পাদক সামাউন আহমেদ সামের সঞ্চালনায় অনুষ্ঠানে নরসিংদীর রায়পুরা উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সর্বোচ্চ ফলাফল করা ও চাকরিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

কক্সবাজারের কুতুবদিয়ায় ভাইয়ের লাঠির আঘাতে বোন তপসী দাস (৪৩) নিহত হয়েছেন। নিহত তপসী দাস আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরাছড়া জেলেপাড়ার প্রবাদ দাসের স্ত্রী।
৪১ মিনিট আগে
দাউদকান্দি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর নিচ থেকে উদ্ধার করা টাইম ফিউজ এক্সপ্লোসিভ (টাইম বোমা সদৃশ) সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। আজ বৃহস্পতিবার অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিও) বোম ডিসপোজাল টিমের সদস্যরা নিরাপদভাবে এটিকে নিষ্ক্রিয় করেন।
৪৩ মিনিট আগে
অনিক ঢাকায় একটি ফার্নিচার কোম্পানিতে চাকরি করেন। বিকেলে ঢাকার উদ্দেশে স্ত্রীকে নিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন। ওই সময় ট্রেন ছেড়ে দিয়েছিল।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ফতুল্লার পশ্চিম দেওভোগ নাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রায়হান খান (২৫) চাঁদপুরের বহারিয়া বাজার এলাকার প্রয়াত বিল্লাল খানের ছেলে।
১ ঘণ্টা আগে