ঢাবি প্রতিনিধি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘এন্ড অব টার্ম স্টুডেন্ট এক্সিবিশন’। স্থাপত্য বিভাগের বিভিন্ন স্থানে এ প্রদর্শনী চলছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে ‘নগরায়ণ অবকাঠামো’ শীর্ষক প্রদর্শনী শুরু হয়।
প্রদর্শনীটি পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা।
প্রদর্শনী পরিদর্শনের সময় অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদারের সঙ্গে আলাপ হয় আজকের পত্রিকার। আলাপকালে তিনি বলেন, ‘আরবান প্ল্যানিং ও রুরাল প্ল্যানিংয়ের ক্ষেত্রে লেটেস্ট যে প্রযুক্তিগুলো রয়েছে, সেগুলো কীভাবে নগরায়ণের ওপর প্রভাব ফেলবে, সেটার একটি সুন্দর ধারণা আয়োজকেরা দিতে চেয়েছেন। আমরা সবুজ বাংলাদেশের কথা বলি, ইকোসিস্টেম ধরে রাখার কথা বলি! ভবিষ্যতে যদি আমরা সবুজ বাংলাদেশ ও ইকোসিস্টেম ধরে রাখতে চাই, তাহলে আমাদের এই ধারণাকে কাজে লাগাতে হবে।’
অধ্যাপক সত্যপ্রসাদ বলেন, ‘সরকারের নীতিতে যে মেগা প্রকল্পগুলো আছে, সেটার মাধ্যমে পরবর্তী প্রজন্ম যদি নগরায়ণ করতে চায়, তাহলে প্রদর্শনীতে যে ধারণাগুলো রয়েছে, সেগুলো কাজে লাগাতে হবে বলে মনে করি।’ সরকারের যারা উন্নয়ন ও পরিকল্পনা বিভাগে রয়েছেন, তাঁদের প্রদর্শনীটি দেখে সে অনুযায়ী পরিকল্পনা করার আহ্বান জানান উপাচার্য।
প্রদর্শনীতে অংশ নিচ্ছেন স্থাপত্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আয়েশা তাবাসসুম। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমাদের সব স্টুডিওর একত্রে কোনো প্রদর্শনী হয়নি। বিভিন্ন সময় বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীদের বিচ্ছিন্নভাবে হয়েছে। এবার একেবারে সব স্টুডিওর সম্মিলিত প্রদর্শনী। এটি একটি ভালো ব্যাপার আমাদের জন্য। প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত যে প্রজেক্টগুলো এসেছে, সেগুলোর ফলাফল আমরা প্রদর্শনীতে একত্রে পাচ্ছি। এটি আমাদের শেখার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।’
প্রদর্শনী সংশ্লিষ্ট কাজে যুক্ত থাকা চতুর্থ বর্ষের আরেক শিক্ষার্থী সামিহা নওশীন বলেন, ‘আমাদের লেভেল এক থেকে লেবেল পাঁচ পর্যন্ত স্টুডিওতে যে প্রজেক্টগুলো আমরা করেছি, সেগুলো প্রদর্শনীতে দেখানো হচ্ছে। এর মধ্যে হাসপাতাল, রিসোর্ট, অবকাঠামোগুলোর ডিজাইন; যেমন-মেট্রোরেলের স্টেশন, পদ্মাসেতু এবং মাওয়া ঘাট মিলিয়ে যে নগরায়ণ হবে, সবগুলোর একটি ডিজাইন এতে দেখানো হবে।’
তবে প্রদর্শনী বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ নিতে হয়েছে বলে জানান এই প্রদর্শনী বাস্তবায়নের প্রধান সমন্বয়ক ও স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. আসমা নাজ। তিনি বলেন, ‘করোনা-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনা একটি চ্যালেঞ্জ ছিল। সেখানে আবার প্রদর্শনীর মতো গুরুত্বপূর্ণ প্রজেক্ট হাতে নেওয়া ছিল বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে স্থাপত্য বিভাগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহযোগিতা করেছে।’
বুয়েটের স্থাপত্য বিভাগে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘এন্ড অব টার্ম স্টুডেন্ট এক্সিবিশন’। স্থাপত্য বিভাগের বিভিন্ন স্থানে এ প্রদর্শনী চলছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে ‘নগরায়ণ অবকাঠামো’ শীর্ষক প্রদর্শনী শুরু হয়।
প্রদর্শনীটি পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা।
প্রদর্শনী পরিদর্শনের সময় অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদারের সঙ্গে আলাপ হয় আজকের পত্রিকার। আলাপকালে তিনি বলেন, ‘আরবান প্ল্যানিং ও রুরাল প্ল্যানিংয়ের ক্ষেত্রে লেটেস্ট যে প্রযুক্তিগুলো রয়েছে, সেগুলো কীভাবে নগরায়ণের ওপর প্রভাব ফেলবে, সেটার একটি সুন্দর ধারণা আয়োজকেরা দিতে চেয়েছেন। আমরা সবুজ বাংলাদেশের কথা বলি, ইকোসিস্টেম ধরে রাখার কথা বলি! ভবিষ্যতে যদি আমরা সবুজ বাংলাদেশ ও ইকোসিস্টেম ধরে রাখতে চাই, তাহলে আমাদের এই ধারণাকে কাজে লাগাতে হবে।’
অধ্যাপক সত্যপ্রসাদ বলেন, ‘সরকারের নীতিতে যে মেগা প্রকল্পগুলো আছে, সেটার মাধ্যমে পরবর্তী প্রজন্ম যদি নগরায়ণ করতে চায়, তাহলে প্রদর্শনীতে যে ধারণাগুলো রয়েছে, সেগুলো কাজে লাগাতে হবে বলে মনে করি।’ সরকারের যারা উন্নয়ন ও পরিকল্পনা বিভাগে রয়েছেন, তাঁদের প্রদর্শনীটি দেখে সে অনুযায়ী পরিকল্পনা করার আহ্বান জানান উপাচার্য।
প্রদর্শনীতে অংশ নিচ্ছেন স্থাপত্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আয়েশা তাবাসসুম। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমাদের সব স্টুডিওর একত্রে কোনো প্রদর্শনী হয়নি। বিভিন্ন সময় বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীদের বিচ্ছিন্নভাবে হয়েছে। এবার একেবারে সব স্টুডিওর সম্মিলিত প্রদর্শনী। এটি একটি ভালো ব্যাপার আমাদের জন্য। প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত যে প্রজেক্টগুলো এসেছে, সেগুলোর ফলাফল আমরা প্রদর্শনীতে একত্রে পাচ্ছি। এটি আমাদের শেখার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।’
প্রদর্শনী সংশ্লিষ্ট কাজে যুক্ত থাকা চতুর্থ বর্ষের আরেক শিক্ষার্থী সামিহা নওশীন বলেন, ‘আমাদের লেভেল এক থেকে লেবেল পাঁচ পর্যন্ত স্টুডিওতে যে প্রজেক্টগুলো আমরা করেছি, সেগুলো প্রদর্শনীতে দেখানো হচ্ছে। এর মধ্যে হাসপাতাল, রিসোর্ট, অবকাঠামোগুলোর ডিজাইন; যেমন-মেট্রোরেলের স্টেশন, পদ্মাসেতু এবং মাওয়া ঘাট মিলিয়ে যে নগরায়ণ হবে, সবগুলোর একটি ডিজাইন এতে দেখানো হবে।’
তবে প্রদর্শনী বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ নিতে হয়েছে বলে জানান এই প্রদর্শনী বাস্তবায়নের প্রধান সমন্বয়ক ও স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. আসমা নাজ। তিনি বলেন, ‘করোনা-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনা একটি চ্যালেঞ্জ ছিল। সেখানে আবার প্রদর্শনীর মতো গুরুত্বপূর্ণ প্রজেক্ট হাতে নেওয়া ছিল বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে স্থাপত্য বিভাগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহযোগিতা করেছে।’
বুয়েটের স্থাপত্য বিভাগে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৭ ঘণ্টা আগে