নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাত বছরের শিশু রিয়াদকে হত্যার অভিযোগে হামলার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত পক্ষের পাঁচটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে। একই সঙ্গে গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত দফায় দফায় এই হামলার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
পুলিশ জানায়, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামের একটি পুকুরে মাছ চাষ করতেন স্থানীয় বাসিন্দা জিলানী, আরমান, ফয়সাল, রমজান এবং রাসেল। গত সোমবার সকালে একই গ্রামের বাবুল মিয়ার ছেলে রিয়াদ ও তার খেলার সাথীরা মিলে সেই পুকুরে মাছ ধরতে যায়। এ সময় পুকুরের ইজারাদার জিলানী তাদের ধাওয়া দিলে রিয়াদ পালাতে গিয়ে পানিতে পড়ে যায়।
এরপর থেকেই রিয়াদ নিখোঁজ ছিল। পানিতে একাধিকবার জাল ফেলা হলেও তার সন্ধান পাওয়া যায়নি। এরপর গতকাল বুধবার দুপুরে পুকুরে রিয়াদের মরদেহ ভেসে ওঠে। এই ঘটনায় নিহত রিয়াদের বাবা বাবুল বাদী হয়ে আড়াইহাজার থানায় পুকুরের ইজারাদারদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এই ঘটনার পর স্থানীয় কয়েকজন উত্তেজিত হয়ে আজ বৃহস্পতিবার সকালে জিলানীসহ কাজী মোবারক, কবির হোসেন, শফিকুল ইসলাম ও আলী হোসেন নামে পাঁচজনের বাড়িতে হামলা চালায়। পাশাপাশি তাদের বাড়ির স্বর্ণালংকার, গবাদিপশু, পাওয়ারলুম কারখানার মালামালসহ সর্বস্ব লুটপাট করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ সময় খোকন (৩০) নামে একজন গুলিবিদ্ধ হন। তাঁকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকায় পাঠানো হয়।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপাতত পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাত বছরের শিশু রিয়াদকে হত্যার অভিযোগে হামলার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত পক্ষের পাঁচটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে। একই সঙ্গে গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত দফায় দফায় এই হামলার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
পুলিশ জানায়, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামের একটি পুকুরে মাছ চাষ করতেন স্থানীয় বাসিন্দা জিলানী, আরমান, ফয়সাল, রমজান এবং রাসেল। গত সোমবার সকালে একই গ্রামের বাবুল মিয়ার ছেলে রিয়াদ ও তার খেলার সাথীরা মিলে সেই পুকুরে মাছ ধরতে যায়। এ সময় পুকুরের ইজারাদার জিলানী তাদের ধাওয়া দিলে রিয়াদ পালাতে গিয়ে পানিতে পড়ে যায়।
এরপর থেকেই রিয়াদ নিখোঁজ ছিল। পানিতে একাধিকবার জাল ফেলা হলেও তার সন্ধান পাওয়া যায়নি। এরপর গতকাল বুধবার দুপুরে পুকুরে রিয়াদের মরদেহ ভেসে ওঠে। এই ঘটনায় নিহত রিয়াদের বাবা বাবুল বাদী হয়ে আড়াইহাজার থানায় পুকুরের ইজারাদারদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এই ঘটনার পর স্থানীয় কয়েকজন উত্তেজিত হয়ে আজ বৃহস্পতিবার সকালে জিলানীসহ কাজী মোবারক, কবির হোসেন, শফিকুল ইসলাম ও আলী হোসেন নামে পাঁচজনের বাড়িতে হামলা চালায়। পাশাপাশি তাদের বাড়ির স্বর্ণালংকার, গবাদিপশু, পাওয়ারলুম কারখানার মালামালসহ সর্বস্ব লুটপাট করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ সময় খোকন (৩০) নামে একজন গুলিবিদ্ধ হন। তাঁকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকায় পাঠানো হয়।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপাতত পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হেলাল, মজিবর, আকবরসহ অনেকে বলেন, ‘দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত জামির উদ্দিন ঠিকমতো চলাফেরা করতে পারেন না। এসআই হাবিবুর রহমান তাঁকে আটক করে থানায় নিয়ে যান। আমরা এসআই হাবিবুরকে জামির উদ্দিন অসুস্থ, এ কথা বলেছি। কিন্তু তিনি তা তোয়াক্কা করেননি।’
৩৯ মিনিট আগে
ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১ ঘণ্টা আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
১ ঘণ্টা আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
১ ঘণ্টা আগে