মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খাগছাড়া গ্রামে গায়েহলুদের অনুষ্ঠানে মেয়েদের উত্ত্যক্ত করা নিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খাগছাড়া নতুন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ও দোকানপাট ভাঙচুরের ঘটনাও ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন সুচিয়া ভাঙ্গা গ্রামের আলামিন সন্ন্যামত (১৮), জামাল ঢালী (১৮), অলিল ঢালী (১৯), শাহ আলম সন্ন্যামত (১৮) এবং উত্তর খাগছাড়া গ্রামের রেজাউল চৌকিদার (১৭), কাওসার তালুকদার (১৬), কামাল হোসেন (২০), সাব্বির শিকদার (১৮), শুভ কাজী (১৭), রোমান কাজী (১৮) প্রমুখ। আহতদের মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর খাগছাড়া গ্রামের কাওসার তালুকদারের মেয়ে লামইয়া আক্তারের বিয়ের গায়েহলুদের আয়োজন করা হয় বুধবার (১১ জুন) সন্ধ্যায়। অনুষ্ঠানে ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাগর বেপারী ও হাকিম কাজীর লোকজন যোগ দেন। সেখানে মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
ঘটনার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর খাগছাড়া নতুন বাজারে সালিস ডাকা হয়। সালিস চলাকালে দুই পক্ষ উত্তেজিত হয়ে পড়ে এবং একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১২ জন আহত হন, বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয় এবং ১০টির মতো দোকান ও বসতঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিয়েবাড়ির এক ব্যক্তি নাম না প্রকাশের শর্তে বলেন, গায়েহলুদের অনুষ্ঠানে কয়েকটি কিশোর মেয়েদের বিরক্ত করছিল, যার সূত্র ধরে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয় বাসিন্দা মো. রাজ্জাক জানান, সালিস চলাকালে দুই পক্ষ উত্তেজিত হয়ে পড়লে সংঘর্ষে রূপ নেয়।
অভিযুক্ত দুই পক্ষের কেউ এ বিষয়ে গণমাধ্যমের কাছে বক্তব্য দেননি।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খাগছাড়া গ্রামে গায়েহলুদের অনুষ্ঠানে মেয়েদের উত্ত্যক্ত করা নিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খাগছাড়া নতুন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ও দোকানপাট ভাঙচুরের ঘটনাও ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন সুচিয়া ভাঙ্গা গ্রামের আলামিন সন্ন্যামত (১৮), জামাল ঢালী (১৮), অলিল ঢালী (১৯), শাহ আলম সন্ন্যামত (১৮) এবং উত্তর খাগছাড়া গ্রামের রেজাউল চৌকিদার (১৭), কাওসার তালুকদার (১৬), কামাল হোসেন (২০), সাব্বির শিকদার (১৮), শুভ কাজী (১৭), রোমান কাজী (১৮) প্রমুখ। আহতদের মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর খাগছাড়া গ্রামের কাওসার তালুকদারের মেয়ে লামইয়া আক্তারের বিয়ের গায়েহলুদের আয়োজন করা হয় বুধবার (১১ জুন) সন্ধ্যায়। অনুষ্ঠানে ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাগর বেপারী ও হাকিম কাজীর লোকজন যোগ দেন। সেখানে মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
ঘটনার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর খাগছাড়া নতুন বাজারে সালিস ডাকা হয়। সালিস চলাকালে দুই পক্ষ উত্তেজিত হয়ে পড়ে এবং একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১২ জন আহত হন, বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয় এবং ১০টির মতো দোকান ও বসতঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিয়েবাড়ির এক ব্যক্তি নাম না প্রকাশের শর্তে বলেন, গায়েহলুদের অনুষ্ঠানে কয়েকটি কিশোর মেয়েদের বিরক্ত করছিল, যার সূত্র ধরে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয় বাসিন্দা মো. রাজ্জাক জানান, সালিস চলাকালে দুই পক্ষ উত্তেজিত হয়ে পড়লে সংঘর্ষে রূপ নেয়।
অভিযুক্ত দুই পক্ষের কেউ এ বিষয়ে গণমাধ্যমের কাছে বক্তব্য দেননি।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
৩ মিনিট আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
৯ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
১৪ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে