
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নিষিদ্ধ জাটকা ও জেলিযুক্ত চিংড়ি সংরক্ষণ ও বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকালে যাত্রাবাড়ীর সিটি করপোরেশন মার্কেটের শাকবাজার মাছের আড়তে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
দুপুরে এ তথ্য জানান র্যাব-১০-এর অপারেশন অফিসার আমিনুল ইসলাম।
তিনি বলেন, সোমবার গভীর রাত থেকে আজ সকাল পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র্যাব-১০-এর সমন্বয়ে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সিটি করপোরেশন মার্কেটের শাকবাজার মাছের আড়তে একটি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। আড়তটিতে জাটকা ইলিশ ও জেলিযুক্ত চিংড়ি সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে চারজন মাছ ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ৬ লাখ ৩০ হাজার ৫০০ টাকা মূল্যের ১ হাজার ১৭০ কেজি জাটকা ইলিশ ও ৬৫ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করে। জব্দ করা জাটকা ইলিশ বিনা মূল্যে এতিমখানায় দান করা হয়েছে এবং জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।
সাজাপ্রাপ্ত ব্যবসায়ীর মধ্যে মো. শামীম হোসেনকে নগদ ৫০ হাজার, মো. সবুর গাজীকে নগদ ৫০ হাজার, অতুল কৃষ্ণ দাসকে নগদ ৫০ হাজার, মো. আবু বক্করকে নগদ ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৮ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
১০ মিনিট আগে